নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু শীতল শিহরণ...!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১২





অনন্ত নক্ষত্রের আলোয়

ভালোবাসার বাঁশরী যেদিন,

পৃথিবীর পথে পথে জোনাকি

তোমার আলতা চপলতায়

মুগ্ধ-মিতালী আলোড়ন।



প্রণয়ী চোখে তুমি দেবী

নির্বাণ লোভী আমি কবি,

সভ্যতার ঘুম ছিন্ন করে

স্বতঃস্ফূর্ত মোহন মন্ত্রে

আচঞ্চল রাত্রি জাগরণ।



বুকের পাঁজরে রুদ্ধশ্বাস,

দু’চোখে জোছনার কাফন

আর দু’পায়ে স্বপ্ন শিশির

মেখে তবু হেঁটে যাবো

মৃত্যু শীতল শিহরণে!








উৎসর্গঃ বসন্তের সুবাতাস,শিমুল-পলাশ ও অন্যান্য...!



ছবিঃ অন্তরর্জাল থেকে।

মন্তব্য ৬০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২২

শায়মা বলেছেন: বাহ বাহ !!!!


একদম বসন্তের স্মৃতির অবগাহন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা শায়মা আপু,

চারিদিকে মৃত্যুর মিছিল, কি করে ভালো থাকি!

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৩

শায়মা বলেছেন: কিন্তু এত মৃত্যু পছন্দ কেনো ভাইয়া??? নাকি কাউকে ভয় দেখাতে চাও এই মৃত্যু মৃত্যু লিখে। দেখো এত মৃত্যু মৃত্যু করোনা, শেষে যমদূত হাজির হয়ে যাবে কিন্তু তোমার পিছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মৃত্যু কি কারও পছন্দের বিষয় হতে পারে !!
কিছু অস্বাভাবিক আবেগের কারণে মৃত্যুকে
শেষ আশ্রয়/মনোরম ঠিকানা মনে হতে পারে!


কবিতার মূল ভাব কিন্তু মৃত্যু নয়, সুতীব্র প্রেম!
অনেক অনেক ভালোলাগা জানবেন শায়মাপু!

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কবিতায় মুগ্ধপাঠ!!

শুভকামনা রইল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর আর নিরাপদে থাকুন।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

আলম 1 বলেছেন: শুভকামনা রইল ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন, সুন্দর থাকুন।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: বসন্তের কথাকলি খুব সুন্দর ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা পরিবেশ বন্ধু।
ভালো থাকুন এই দুঃসময়ে!

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। ধন্যবাদ

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন প্রামানিক!

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

বেলায়েত মাছুম বলেছেন: এক প্রেমময় মর্মান্তিক কবিতা।

শুভেচ্ছা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পড়ার জন্য অশেষ ধন্যবাদ।
ভালো থাকবেন মাছুম ।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালোবাসার ছোঁয়া পেলে আর কী চাই। আপনার কবিতাও যে তাই বলে। ভালো লাগলো স্বপ্নচারী। পরিপাটি একটি কবিতা। সাবলীল পঙক্তিমালায় অনন্য হয়ে উঠেছে। শুভ কামনা নিরন্তর।

০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার সুন্দর মন্তব্যে অনেক কৃতজ্ঞতা!
আপনার জন্য ভালোলাগা রইল অনেক।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রেমের বুকে বিষন্নতা তথা মৃত্যুর গাঁথুনি। ভালো লাগল। অনিঃশেষ শুভ কামনা।

০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালো লাগছে আপনাকে দেখে।
অনেক ধন্যবাদ, ভালো থাকুন।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

বাহ বেশ সুন্দর কবিতা...

ভালো লাগা রইল ।

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সুন্দর করে বলার জন্য ধন্যবাদ।
কেমন কাটছে উদাসী ফাগুন দিন ?

অনেক ভালোলাগা জানবেন।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৪

বটবৃক্ষ~ বলেছেন:



বুকের পাজরে রুদ্ধশ্বাস.....

মুগ্ধপাঠ!!

উতসর্গ তে অন্যান্যদের মাঝে নিশ্চই বসন্তে সবুজ বটবৃক্ষও রয়েছে!!??? ^_^ ^_^ :-D

বসন্তের সবুজ পাতার শুভেচ্ছা কবিকে!

০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:০৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার প্রপিকে একটা বটগাছের ছবি দিলে ভালো হতো।
এটা কি গাছের ছবি দিয়েছেন ! মন্তব্যে ভালোলাগা রইল।

বসন্তের বাতাস/পাখির কোলাহলে আনন্দময় হোক জীবন!

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: পরিপাটি একটি কবিতা পড়লাম। লেখনী নিয়ে কিছুই বলার নাই--এক কথায় মুগ্ধ। আর লেখাটি যেকোন পাঠককেই ভাবাতে বাধ্য করবে।
ভাল থাকবেন।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার পরিপাটি সুন্দর মন্তব্যে বড় চমৎকৃত হইলাম,
আপনিও ভালো থাকুন কবি, দেশে কিংবা প্রবাসে।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা কবি, ভালো থাকুন সব সময়।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০২

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় এক ঘোরলাগা আল্পনা ।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
আপনার কলমে লেখা হোক সুন্দর গাঁথা।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬

তাশমিন নূর বলেছেন: চমৎকার! শেষ চারটি লাইন অসাধারণ লাগল। বসন্ত ধন্য হোক কবির কবিতায়।


শুভকামনা।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অসংখ্য ধন্যবাদ তাশমিন আপনাকে,
আপনার জীবন ভরে থাকুক শুন্দরে !

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮

সুমন কর বলেছেন: সুন্দর।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:০২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ সুমন কর।
ভালো থাকুন সব সময়।

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০২

সানড্যান্স বলেছেন: ভাই মৃত্যু খুব খারাপ জিনিস, উপভোগ করার মত নহে, একদিন এক ঘন্টা ওটিতে ঢুকায় দিলে মৃত্যু নিয়ে সব সাহিত্য শেষ হয়ে যাবে।

কবিতায় অবশ্যই প্লাস!

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:১৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার ছুরি কাঁচি রেডি রাখেন,
একদিন ভুল করে চলে আসবো!

কবিতাটি কিন্তু মূলত প্রেমের,
মৃত্যু এখানে এসেছে দুর্দমনীয় টান/গভীরতার উপমা হয়ে।
আপনাকেও অবশ্যই ধন্যবাদ ডাক্তার সাহেব। ভালো থাকুন।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫২

জাফরুল মবীন বলেছেন: চমৎকার কবিতা!

অভিনন্দন ও শুভকামনা জানবেন ভাই স্বপ্নচারী গ্রানমা :)

০৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানবেন।
আশা করি ভালোই আছেন।

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কবিতাটি।

০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ হাসান ভাই।
ভালো থাকুন, সুন্দর থাকুন।

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

সোনালী ডানার চিল বলেছেন: খুব ভালো লাগলো! শুভেচ্ছা কবি।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা প্রিয় চিল,
ভালো আছেন আশা করি।

২১| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১২:৩৩

ভরকেন্দ্র বলেছেন: ভাল লাগল ..।

১০ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে ব্লগে নিয়মিত দেখলে ভালো লাগবে।
ভালো থাকুন, নিরাপদে থাকুন ভ্রাতা।

২২| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৫৩

জুন বলেছেন: সুন্দর কবিতা সাথে ছবিটিও বড় সুন্দর :)
+

১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ভালো লাগছে আপনাকে দেখে আপু।
আশা করি ভালো আছেন এবং ভালো থাকুন।

২৩| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রবিকাকার আমলে সমালোচকরা নাকি তাঁর পাতলুন খুলে ফেলতেন। ঠাট্টা-উপহাস করা হতো। জীবনবাবু আরো বেশি জর্জরিত ছিলেন। তো, আপনার কিছু কিছু শব্দগাঁথুনি সে-রকম কিছু সমালোচনা ডেকে আনতে পারে, কালক্রমে সেই শব্দগাঁথুনিই হয়তো আপনাকে কালের পাখায় সদা-উড্ডয়নশীল করে রাখবে।


আলতা চপলতা
মুগ্ধ-মিতালি আলোড়ন
দু’চোখে জোছনার কাফন
মৃত্যুশীতল শিহরণ

কবিতাটি খুব বেশি সাংকেতিক মনে হচ্ছে আমার কাছে। অবশ্য এ ধরনের কবিতাই ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। কালের পাখায় আপনি সমোজ্জ্বল।

প্রণয়ীচোখে তুমি দেবী
নির্বাণলোভী আমি কবি- চমৎকার উপমা।


***

বুকের পাঁজরে রুদ্ধশ্বাস,
দু’চোখে জোছনার কাফন
আর দু’পায়ে স্বপ্নশিশির
মেখে তবু হেঁটে যাবো
মৃত্যুশীতল শিহরণে!


একজন সংসপ্তক প্রেমিকের প্রেমের জন্য দৃঢ়তা বুঝতে পারছি এ স্তবকে। এ অনন্য কবিতাটি আমার মগজ থেকে বের হলে আমি বোল্ডকরা শব্দদুটোর বদলে অন্য শব্দ লিখতাম। শিশিরকে না মেখে, শিশিরকে ভেঙে ছুটতাম।

শুভেচ্ছা প্রিয় কবি।

১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
একটা সময় ছিল,
যদিও আমরা সেরকম সাহিত্য সময়ের
ভেতর দিয়ে যাইনি,তবুও অনুভব করি।
সুখাবেগে ডোবা কিংবা পরিহাসে পাতলুন খুলা!

সাহিত্যের সে সুবর্ণ সময়ের ধুলো
লাগেনি আমাদের রোদ চশমায়!

আপনার মন্তব্যে গুরুত্ব ও কৃতজ্ঞতা জানাই। রইল বিবেচনা।
সংসপ্তক প্রেমিকের প্রেমের জন্য দৃঢ়তা দারুণভাবে ধরেছেন।

কালের পাখায় সমোজ্জ্বল হওয়ার চেয়ে কালের গর্ভে
বিলীন হওয়াই গতানুগতিক এবং সহজ।

অনেক ভালো থাকুন প্রিয় সোনাবীজ ! ধন্যবাদ।

২৪| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৬

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা অনেক কবি।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

প্রণয়ী চোখে তুমি দেবী
নির্বাণ লোভী আমি কবি,

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগছে।
ভালোলাগা আর শুভেচ্ছা জানবেন ভ্রাতা।

২৫| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৬

মোঃ ইসহাক খান বলেছেন: বেশ সুন্দর।

শুভেচ্ছা রইলো।

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানুন।
আপনার উপস্থিতি আনন্দের।

২৬| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা ময়ূরাক্ষী!
ভালো আছেন আশা করি।

২৭| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উফস্‌ মৃত্যুর শীতলতায় ডুব দিলাম কবিতা পাঠে... ভাল থাকবেন!

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আশা করি ভালো আছেন ঈপ্সিতা।
অনেক ভালোলাগা আপনার জন্য।

২৮| ১০ ই মার্চ, ২০১৫ রাত ২:২৯

ডি মুন বলেছেন:
কবিতা ভালো লেগেছে।
এমন ছন্দবদ্ধ কবিতা সবসময়ই ভালো লাগে।

কবির প্রতি শুভেচ্ছা
:)

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে পেয়ে ভালো লাগলো প্রিয় ভ্রাতা।
সোনালী সুখ সম্ভারে ভরে উঠুক তব জীবন।

২৯| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৮

শায়মা বলেছেন: কেমন আছো গ্রানমা ভাইয়া???

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোই আছি আপুনি
এই গরমেও কাঁপুনি,
অফিসে কামের ঠ্যালায়
চুবানি আর নাকানি!


অনেক ধইন্যা

৩০| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:০০

আব্দুল্লাহ্ আল মোন্তাজীর বলেছেন: পৃথিবীতে মৃত্যুই তো চূড়ান্ত! তবে যে ভাবে আপনি স্বপ্নীল পথ ধরে তার দিকে দিক নির্দেশনা দিলেন- এক কথায় তা চমৎকার! যে ভাবে সঞ্চারিত করলেন পাঠক মনে- তাও কিন্তু কম নন্দিত নয়। এক কথায় হৃদয় গ্রাহী। ভাল লাগল।

আপনার ইচ্ছাপূর্ণ হোক। নিরন্তর শুভ কামনা আপনার জন্য।

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা।
ধন্যবাদ ভ্রাতা, ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.