নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

ক্ষয়িষ্ণু সময়ের (দু’টি) কবিতা

১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৫



শ্বাপদ শ্বাস

মৃত্যুকে আমার,
আকুল আরাধ্যকে
ললাটের উঠোন হতে
অদৃষ্টের অভিশাপ হতে
হাতের মুঠোয় নেবো!

এই যে আমোদ আর প্রমোদে
হফনারীয় জীবন আর প্রহ্লাদে,
ফুরোলো অক্সিজেন-সভ্যতার
শিকড়ে। আনাচারের কিউমুলেটিভ
কার্বনে ভারী আকাশ।

আর নয় ফুল-পাখি,কবিতা-গান
রাষ্ট্রের সতীত্ব যখন ক্রন্দসী,
সমাজের বিবেক যখন
অনুভূতিহীন ভগাঙ্কুর তখন
শ্বাপদের শ্বাস হবো।
--------------------------------

পতঙ্গ অথবা মশাল...!

তুমি ছিলে তাই,
প্রছন্ন প্রশান্তির আড়ালে
ছিল অহংবোধ।

বজ্র লুকানো মেঘ
লয় লুকানো গানে,
ছিল অদৃশ্য প্রতিশোধ।

সাদার মাঝে যদিও কিছু নীল
সময়ের সুদীর্ঘ বন্ধনে
জুটেছিল প্রবোধ।

ঘুণে ধরা প্রণয় মশালে
পতঙ্গ জুটে গেলে
স্মৃতিরা নির্বোধ!


১৮/০৮/২০১৫ (উত্তরা)

মন্তব্য ৩৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৬

লেখোয়াড়. বলেছেন:
প্রথম প্লাস।

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রথম ভালোবাসা
প্রথম চুম্বন
অথবা
প্রথম বিচ্ছেদ,

সবকিছুই বিশেষ।
আপনাকেও বিশেষ ভালোলাগা জানাচ্ছি!

২| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২০

লেখোয়াড়. বলেছেন:
প্রথম কবিতাটি শ্বেতকণিকা, আর দ্বিতীয়টি প্রণয় সংলাপ।
ভাল লাগল।

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রণয় সংলাপ তো বুঝলাম কিন্তু "শ্বেতকণিকা" রহস্যের জট
খুলিতে না পারিয়া কিঞ্চিৎ অস্বস্তিতে রহিয়াছি 'লেখোয়াড়' !

কবিতার ভেতর মাল মশলা কম, দীর্ঘ বিরতির আঁধার কাটাতে
আর আপনাদের সাথে কুশল বিনিময়ের জন্যই এই আয়োজন।

অনেক ভাল থাকুন, ধন্যবাদ।

৩| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৭

জেন রসি বলেছেন: দুটোই ভালো লেগেছে।

আর নয় ফুল-পাখি,কবিতা-গান
রাষ্ট্রের সতীত্ব যখন ক্রন্দসী,
সমাজের বিবেক যখন
অনুভূতিহীন ভগাঙ্কুর তখন
শ্বাপদের শ্বাস হবো।


চমৎকার।

++

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা রসি,
দিনকাল ভালো যাচ্ছে আশা করি।
ধন্যবাদ।

৪| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে দুটোই।

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা হাসান ভাই।
ভালোলাগা জানবেন।

৫| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৫

সুমন কর বলেছেন: ১মটি কঠিন কিংবা ভিন্ন রকম !!!

২য়টি ভালো লাগল। ৪+।

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ সুমন কর।

দুইটি কবিতা দুইরকম,
১ম টি দ্রোহের, ২য় টি বিলাপের!

ভালো থাকুন।

৬| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা জানবেন কবি ।

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনিও ভালোবাসা নিন।
ভালো থাকুন অনেক অনেক।

৭| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৪

লাবনী আক্তার বলেছেন: আর নয় ফুল-পাখি,কবিতা-গান
রাষ্ট্রের সতীত্ব যখন ক্রন্দসী,
সমাজের বিবেক যখন
অনুভূতিহীন ভগাঙ্কুর তখন
শ্বাপদের শ্বাস হবো


দুটি কবিতাই ভালো লেগেছে। আপনার লেখা অনেকদিন পর পড়লাম।

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেকদিন পরেই লেখা দিলাম,
জীবন পথ মসৃণ নয়, বন্ধুর !


এখানে সময় দেবার জন্য কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকুন, ব্যক্তিগত আপন ভুবনে।

৮| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৮

যুগল শব্দ বলেছেন:
ঘুণে ধরা প্রণয় মশালে
পতঙ্গ জুটে গেলে
স্মৃতিরা নির্বোধ!



নির্বোধেরাও একদিন জাগ্রত হয়,
ভ্রান্তিবিলাসের মায়া কেটে গেলে।

ভালো লাগলো আপনার দুটি কবিতাই ++++

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে পেয়ে ভালো লাগলো যুগল শব্দ।
ধন্যবাদ, ভালো থাকুন ।

৯| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩১

জুন বলেছেন:
ঘুণে ধরা প্রণয় মশালে
পতঙ্গ জুটে গেলে
স্মৃতিরা নির্বোধ!


খুব সুন্দর লাইনকটি গ্রানমা
+

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ জুনাপু
আশা করি ভালোই আছেন।

১০| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

নৈশ শিকারী বলেছেন: ভালো লেগেছে

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পড়ার জন্য কৃতজ্ঞতা নৈশ শিকারী ।
ভালো থাকুন।

১১| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪০

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নচারী গ্রানমা ,



শেষেরটি ভালো লেগেছে । প্রণয় মশালে সব সময়ই ঘুণ ধরে, এটাই সত্য ।

আর প্রথমটিতে "কিউমুলেটিভ" শব্দটি ঠিক খাপ খায়নি তাই আমার কাছে খানিকটা টাল খেয়ে গেছে বলে মনে হলো ।
শুভেচ্ছান্তে ।

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মন্তব্য/পরামর্শ সাদরে গৃহীত হয়েছে।
ভালোলাগা জানবেন। ভালো থাকুন।

১২| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৬

শতদ্রু একটি নদী... বলেছেন: প্রথমটা কঠিন কিন্তু ভালো। দ্বিতীয়টা অল্প সহজ, তবে প্রথমটাই বেশি ভাল্লাগছে।

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মন্তব্যে ভালোলাগা।
ভালো থাকুন।

১৩| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩১

সায়েদা সোহেলী বলেছেন: তুমি ছিলে তাই,
প্রছন্ন প্রশান্তির আড়ালে
ছিল অহংবোধ।

বজ্র লুকানো মেঘ
লয় লুকানো গানে,
ছিল অদৃশ্য প্রতিশোধ।

সাদার মাঝে যদিও কিছু নীল
সময়ের সুদীর্ঘ বন্ধনে
জুটেছিল প্রবোধ।

ঘুণে ধরা প্রণয় মশালে
পতঙ্গ জুটে গেলে
স্মৃতিরা নির্বোধ!

আমি অনুভূতিহীন ভগাঙ্কুর
চাইছি ,
শ্বাপদের শ্বাস হবো :)

( আলগা মাতব্বরি টা কবিতা ভালো লাগা থেকেই , অপরাধ নিয়েন না গ্রানমা )

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কোনও অপরাধ নয়,

কেমন আছেন বিদেশ বিভূঁই এ ?

ধন্যবাদ।

১৪| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

অদৃষ্টের অভিশাপ...এভাবে ভাবতে চাইনা কখনো।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দেরীতে উত্তর দেবার জন্য দুঃখিত !
অনেকদিন পর আসলাম,

আশা করি ভালো আছেন, ধন্যবাদ।

১৫| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩২

তুষার কাব্য বলেছেন: দুটোই চমৎকার লাগলো কবি । শুভেচ্ছা ।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

ধন্যবাদ কাব্য ।
ভালো আছেন আশা করি ।

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

ভরকেন্দ্র বলেছেন: ভালো.।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:


ভালো আছেন আশা করি ।

ভালো থাকবেন ।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

গেম চেঞ্জার বলেছেন: চমৎকার দুটি কবিত। কিন্তু অনেকদিন লিখেন না........ :(

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আবার লেখা শুরু হবে !!

ভালো থাকবেন ততদিনে।

১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪১

রুদ্র জাহেদ বলেছেন:
দুটোই দারুণ ভালো লেগেছে
+++

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে স্বাগতম আমার ব্লগে।
ভালোলাগা জানবেন।

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২

তার আর পর নেই… বলেছেন: প্রথমটার তিন নাম্বার স্তবক, দ্বিতীয়টার দুই নাম্বার স্তবক অসাধারণ।+

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
ভালোলাগায়-ভালোবাসা রাখলুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.