নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

বুকের কাছে কোন বিভীষণ..!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১



কাহার লাগি মন উচাটন যখন তখন
কাহার লাগি রঙিন ভুবন কালো এখন
কাহার লাগি বুকের মাঝে কাঁপন ওঠে,
কাহার লাগি ঝড় যে বহে মায়া মাঠে।

কোন সে তরী মন দীঘিতে দাপিয়ে বেড়ায়
কোন সে নদীর জোয়ার- ভাঁটা কষ্টে ভরায়
কার বিহনে জীবন গোবি-কালাহারি,
কার বিহনে সময়গুলো দারুণ ভারী।

কার বিহনে জীবন এমন ভীষণ ফাঁকা
কার কারণে সরল জীবন দারুণ বাঁকা
কার বিহনে সময় কাটে অস্থিরতায়,
কার তুলীতে স্মৃতির খাতা আছে আঁকা।

কে শেখালো সর্ষে দানায় ভুত যে থাকে
জলে গোপন ঘূর্ণি স্রোতের পাঁকে পাঁকে
কে শোনালো সুর যে এমন গোপন বীণায়
কেমন করে সুখ লুকালো দুখের ফাঁকে।

কাহার সাথে বিষণ্ণতার সখ্য ভীষণ
কাহার এমন সাধ্য আছে বোঝে তারে
জিতে যাবার ভয়ে যে'জন নিত্য হারে,
বুকের কাছে বসত করে কোন্ বিভীষণ!



১৩/০২/২০১৬ (ঢাকা)

ছবিঃ অন্তর্জাল থেকে

মন্তব্য ৭৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

সুমন কর বলেছেন: ছন্দময় কবিতা ভালো হয়েছে। শুরুতে বেশী ভালো লাগল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:


অনেক ধন্যবাদ আপনাকে সবসময় পাশে থাকার জন্য।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কে শোনালো সুর যে এমন গোপন বীণায়
কেমন করে সুখ লুকালো দুখের ফাঁকে।


সুন্দর। +

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা রাজপুত্র।
ভালো আছেন আশা করি।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় একটা ঘোরলাগা ভাললাগা কাজ করে । বেশ লেগেছে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার নিকের মানেটা কি জানতে পারি !!

ভালোলাগা জানবেন। অনেক কৃতজ্ঞতা।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

ভরকেন্দ্র বলেছেন: ভালো লাগলো, কবি আর কবিতা দুটোই তোর..... তোকেই মানায়......

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কাকে কি মানায় জানিনা,
শুধু জানি,
মায়াজালে আটকে পড়া এক মৌমাছির করুণ গল্প!

ভালো থাকা হোক।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

উল্টা দূরবীন বলেছেন: দারুণ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
"দূরবীন" উপন্যাসের কথা মনে পড়ে গেল!

আমার ব্লগে স্বাগতও। অনেক ধন্যবাদ ভ্রাতা।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: 'কথার চলমান ঘূর্ণন' !! নিজ থেকে দেয়া অর্থ কিন্তু !! হা হা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কেন, কথা কি সরল পথ চেনে না !! :#)

ভালো থাকুন, আনন্দে হন দিশেহারা। :)

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০০

তার আর পর নেই… বলেছেন: এতগুলো প্রশ্ন! তাও আবার নিজের কাছাকাছি!
মাঝে মাঝে কিছু সময়ে সবগুলো প্রশ্নই নিজেকে করতে ইচ্ছে হয়।

কার বিহনে জীবন এমন ভীষণ ফাঁকা ……

শুধু এইখানে কমেন্ট করার জন্য এখন লগইন করলাম ……

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে অনেকদিন পর দেখে ভালো লাগলো।
অনেক কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে। ভালো থাকুন।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮

বিজন রয় বলেছেন: অনেক প্রশ্নের উত্তর নেই।
অনেক ভাল লাগল।
++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কিছু প্রশ্নের উত্তর থাকে না, কখনই !!

ভালোলাগা জানবেন বিজন রয়

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর দারুণ একটা কবিতা নিয়ে ফিরলেন। অনেক শুভকামনা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

কৃতজ্ঞতা জানবেন হামা ভাই।
ভালো কাটুক দিন।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: কথা সরল পথে গেলে শোনার তো কেউ থাকবে না বৈকি, তাই তো বিন্দু থেকে বৃত্ত, বৃত্ত থেকে চক্র !!

আপনিও ভাল থাকুন এবং সরল সুখে কাটুক জীবন ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

তাহলে সবাইকে শোনানোর জন্যই এই আয়োজন !! :)

আপনিও ভাল থাকুন এবং ঘূর্ণন সুখে কাটুক জীবন ।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছন্দবদ্ধ চমৎকার কবিতা।

ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে পেয়ে সত্যি খুব ভালো লাগলো প্রিয় গল্পকার।
ভালো থাকুন আর পাশেই থাকুন । অনেক কৃতজ্ঞতা।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

যুগল শব্দ বলেছেন:

বিষাদী কবিতায় একরাশ ভালোলাগা জানবেন। +

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

কৃতজ্ঞতা জানবেন যুগল। ভালো থাকুন।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

নেক্সাস বলেছেন: দারুন। ওয়েলকাম ব্যাক প্রিয় ব্লগার

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে দেখে অনেক ভালো লাগলো ।
অনেক দিন পর চাচ্ছি একটু ব্লগে ফিরে আসতে।

কৃতজ্ঞতা আর ভালোলাগা জানবেন।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

শায়মা বলেছেন: তাহার লাগি মনটা তোমার উদাস ছিলো
তাহার লাগি আঁধার ভুবন রঙ্গিন ছিলো।
তাহার লাগি, ছিলো বুকের দুরু দুরু
তাহার লাগি উথাল পাথাল ঝড়ের শুরু।

সেই তরীটার লাগলো পালে দখিন হাওয়া
জোয়ার ভাঁটায় দোদ্যুল্যমান সকল চাওয়া।
তার বিহনেই জীবন ধুধু মরুরভূমি
তার বিহনেই এখন শুধুই শুন্য তুমি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সেই তরীটার লাগলো পালে দখিন হাওয়া
জোয়ার ভাঁটায় দোদ্যুল্যমান সকল চাওয়া।


এখন আমার সময় কাটে পানসে মনে,
স্মৃতির পবন ঝাপটা মারে উদাস ক্ষণে!


ভালোলাগা জানবেন । ধইন্ন্যা ।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত একটা সৌন্দর্য আছে আপনার কবিতায় , খুবই ভাল লাগল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানবেন আজাদ ভাই। ভালো কাটুক দিন।

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

গুলশান কিবরীয়া বলেছেন: দারুণ সুন্দর উপস্থাপনা । অনেক ভালো লাগা রইল কবিতায় ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোলাগা জানুন,
ধন্যবাদ, ভালো থাকুন আপনিও।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: শব্দগুলো যেন শূন্যছন্দে দোদুল্যমান।

অষ্টম প্লাস।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো প্রোফেসর! ধন্যবাদ।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আসলেই চমৎকার ছন্দময় একটি কবিতা! অনেক ভাল লাগলো!
প্লাস নং-০৯

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানবেন।

বাঘ নিয়ে একটি পোস্ট আশা করছি আপনার কাছে, পাবো ?

ভালো থাকুন।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

বিজন রয় বলেছেন: আবার পড়লাম।
++++++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আবারো অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

খায়রুল আহসান বলেছেন: একটি আদ্যোপান্ত সুন্দর কবিতা। প্রথম আর শেষ স্তবক দুটো অতি চমৎকার।
জিতে যাবার ভয়ে যে'জন নিত্য হারে,
বুকের কাছে বসত করে কোন্ বিভীষণ!
-- অসাধারণ দুটো চরণ।
কবিতা খুব ভালো লেগেছে। প্লাস

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মনোযোগ দিয়ে পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা!
ভালো থাকুন, পাশে থাকুন।

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোলাগা আর কৃতজ্ঞতা জানুন। ভালো থাকুন।

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

শায়মা বলেছেন: এখন আমার সময় কাটে পানসে মনে,
স্মৃতির পবন ঝাপটা মারে উদাস ক্ষণে!


স্মৃতিগুলোর রঙ্গিন পালে লাগাও দোলা
উড়ুক পবন এলোমেলো ঝাপট খোলা।
মনে করো সেই যে ছিলো একটা মেয়ে
তোমার তরে উদাসী পথ থাকতো চেয়ে।

একটু তোমার অবহেলায় মনটা ভারী
যাহার তরে তুমি হলে স্বপনচারী!
স্বপনঘেরা চোখের পাতায় লাগুক মায়া
যাও ভুলে সব দুঃখ, থাকুক সুখের ছায়া।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
একটু তোমার অবহেলায় মনটা ভারী
যাহার তরে তুমি হলে স্বপনচারী!



ফাগুন হাওয়া বইছে যে আজি স্বপনচারীর হৃদে,
ভোরের আগেই আসুক স্বপন নীরব নিবিড় নিদে!


অনেক ধন্যবাদ, ভালো থাকুন।

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: @শায়মা,
আপনার কবিতাটাও চমৎকার হয়েছে। আপনি আরো বেশী করে কবিতা লিখুন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আহসান ভাই। ভালো থাকুন।

২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

আরজু পনি বলেছেন:
নাহ কারো জন্যে নয়...স্বার্থপরের মতো নিজেকে ভালোবাসতে হবে সবার থেকে বেশি ।
খুব সুন্দর কবিতা ।

স্বপ্নচারী, একটু অস্থির ব্যস্ত সময় যাচ্ছে...আমি পরে আবার আসবো...
অনুরোধ থাকবে আপনার নিয়মিত লেখার ।

১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
"অস্থিরতা কমিয়ে ফেলুন নিজেই"

অনেক কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন।

২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২

শায়মা বলেছেন:

২৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: @শায়মা,
আপনার কবিতাটাও চমৎকার হয়েছে। আপনি আরো বেশী করে কবিতা লিখুন।



ভাইয়া !!!!!!!!!!

আমার কবিতা ভালো/ চমৎকার এসব বললে আমি কিন্তু অনেক হাসি!

কারন সবার সাথে লিখে লিখে আমি রোজ রোজ প্রাকটিস করি তো!!!!!! তাই!!!!!!

তোমার সাথেও কবিতা লিখতে চাই খায়রুলভাইয়া!!!!!!!

১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমরাও চাই, কোবতে লিখতে !!

ভালো আছেন আশা করি ! :-/

২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

নিরব ঘাতক ফাহিম বলেছেন: +

১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
নিরব ঘাতক !!

ওহ মাই গড !

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩

মাহমুদ০০৭ বলেছেন: অনেকদিন পর আপনার চমৎকার কবিতা । ্ভাল লাগ ল।
ভাল থাকবেন ভাই

১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা মাহমুদ ভাই !
ভালো থাকুন আপনিও।

২৮| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৬

শায়মা বলেছেন: তুমিও লিখতে চাও?:(

১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার "পরবাসী স্বর্ণলতা" পড়ে ফ্যান হয়েছিলাম!
তেমনি একটা গল্প দিন না, অনেকদিন পর। ভালো থাকুন।

২৯| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৪

প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ কবিতা। ধন্যবাদ

১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে পেয়ে ভালো লাগলো প্রামানিক!
ভালো থাকুন, ধন্যবাদ।

৩০| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৭

তাশমিন নূর বলেছেন: ছন্দে ছন্দে দারুণ কবিতা। ভীষন ভালো লেগেছে।

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

মন্তব্যে ভালোলাগা আর কৃতজ্ঞতা জানবেন নূর।
ভালো থাকুন, পাশে থাকুন।

৩১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৮

শায়মা বলেছেন: ওকে কাল থেকে লিখবো।:)

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অপেক্ষায় রইলাম , ধন্যবাদ।

৩২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কবিতা । বেশ লাগলো । +++

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ ভায়া, ভালো থাকবেন।

৩৩| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হুম, ভাবছি !! B:-)

ভালো থাকুন।

৩৪| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৪

উপপাদ্য বলেছেন: সুন্দর

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আশা করি ভালোই আছেন ভ্রাতা।
অনেক কৃতজ্ঞতা জানবেন।

৩৫| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪০

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন সুন্দর ছন্দময় কবিতা
+

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

আপনাকে পেয়ে ভালো লাগলো,
ভালো থাকুন, পাশে থাকুন।

৩৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নচারী গ্রানমা ,




কাহার লাগি এখন এই মন্তব্যটি করা
ক'দিন যাবৎ সে তো দেখি ব্লগে অধরা !
কোথায় সে যে গেছে চলে
এমন ছন্দময়ের কবিতা ফেলে
তবুও তারে শুভেচ্ছা দিলুম ঢেলে .................

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন কবি !

অনেকদিন পর ফিরেছি।
কিছুটা নিয়মিত হবার আশা রাখি।

নতুন পোস্ট দিয়েছি আজ। দেখবেন সময় করে । ভালো থাকুন।

৩৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০

তানজির খান বলেছেন: ছোট ছোট মুগ্ধতা মিশে আছে। কবিতা খুব সুখপাঠ্য ছিল।


কাহার সাথে বিষণ্ণতার সখ্য ভীষণ
কাহার এমন সাধ্য আছে বোঝে তারে
জিতে যাবার ভয়ে যে'জন নিত্য হারে,
বুকের কাছে বসত করে কোন্ বিভীষণ!

অসাধারণ আবেগ দিয়ে লিখা।

১৬ ই মে, ২০১৬ রাত ৯:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে এখানে দেখে ভালো লাগছে ভ্রাতা!
এ ভালোলাগা প্রলম্বিত হোক । হোক দীপ্তিময়য়।

ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.