নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

“নীরবতার দর্শন এবং ডঃ শাহাদুজ্জামান” প্রসঙ্গে

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১০



২০১০ সাল।

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) আবাসিক কলোনি নির্মাণে আমি কনসালটেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। চট্টগ্রামের আনোয়ারার এই এলাকাটির ভূপ্রকৃতি দারুণ বৈচিত্রে সমৃদ্ধ। যেমন টিলাময় তেমনি এখানে আছে সাগরসঙ্গমরতা কর্ণফুলীর মোহনা অথবা ঔপনিবেশিক স্মৃতি-ছায়া বিজড়িত প্রাচীন জনপদ। আমরা প্রায়ই সিইউএফএল জেটিতে বসে, (যেখানে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র খালাস করা হয়েছিলো) কর্ণফুলীর সান্ধ্য হাওয়া খেয়ে খেয়ে আর সূর্যাস্ত দেখতে দেখতে সারাদিনের কর্মক্লান্তির রেশ ধুয়ে মুছে নিতাম। আর খানিক বাদেই অগুনতি জাহাজের বিষণ্ণ বাতিতে মোহনাঞ্চল যেন এক মায়ার শহরে রূপ নিতো। মন ভেসে যেতো শত বর্ষ আগে নোঙ্গর করা কোন বণিকের টিমটিমে বাতিজ্বলা কিস্তি ও তার কেতনে। নিবিড় নীরবতা নেমে আসতো আমার অস্তিত্বে!




এক ছুটির দিনে আমরা কোরিয়ান ইপিজেডের অধিগ্রহণ করা লালরঙা বিস্তীর্ণ টিলাময় বনাঞ্চল ঘুরে দেখতে বের হই। বুনো পরিবেশে শেয়াল,বনবিড়াল আর বেজী ছাড়াও বিভিন্ন প্রজাতির পাখিদের দেখা পাই। দুপুর পর্যন্ত ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে ঘন এক শাল-আকাশিয়া বনের ছায়াতলে বিশ্রামের জন্য বসেছি। আশপাশটা পর্যবেক্ষণ করছিলাম। এমন সময় বাইনোকুলারের দৃষ্টিসীমায় দৃশ্যমান হয় এক অপরূপ নীলাভ জলাধার। দু’চোখ ভরে তার সৌন্দর্য অবলোকন শেষে পরিশ্রম সার্থক মনে হয়। মনের আয়নায় ভেসে ওঠে “আরণ্যকের” সেই নেশা ধরানো গহীন-শ্বাপদ বনাঞ্চল আর তার সরোবরের ছবি। সুখের আবেশ-নীরবতা ভর করে আমার অস্তিত্বে!



কিন্তু ঘড়ির কাঁটা কখনো থেমে থাকে না। ক্যালেন্ডারের ধুলো মাখা পাতারা লুকায় নতুন পাতার নীচে। পরিযায়ী সুখেরাও কখন উড়াল দেয় অগভীর জীবন জলাধার হতে। একবার খুব কাছের একজন মানুষ খুব কষ্ট দিয়ে আমার জীবনটাকে নীরবতার নদীতে ভাসিয়ে দেয়। তাই নীরবতার নেপথ্য গল্পগুলোও সবসময় সুখের হয়না। সে ইতিহাস কখনও হয় হতাশার, কখনও প্রহসনের কিংবা প্রবঞ্চনার। পরিবার-ক্যারিয়ার কিংবা সমাজের নানা অসঙ্গতি নিয়ে আমিও যখন অন্য দশজন তরুণ-তরুণীর ন্যায় নীরব আর বিমর্ষ এমনি এক বিপন্ন সময়ে নীরবতার অতলস্পর্শী মর্ম নিয়ে আসেন একজন মানুষ।

তিনি ডঃ শাহাদুজ্জামান। (প্রিয় কথাসাহিত্যিক)। দৈনিক প্রথম আলোর সম্পাদকীয় পাতায় (২-১২-২০১০) তারিখে তার "নীরবতা" বিষয়ক লেখা পড়ে আলোড়িত-অভিভূত হয় আমার আহত হৃদয়। এ যেন একটি শব্দের ছায়াতলে জীবনের মানে অথবা বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পাওয়া। তিনি যেমন বলেছেনঃ “আমাদের সবার জীবনেই টুকরো টুকরো নীরবতার বহু মুহূর্ত আছে, যা আমাদের কাছে মূল্যবান। আছে কখনো স্বেচ্ছা নীরবতা, আছে কখনো অপারগ নীরবতা”। কিংবা "কারও জীবনে এমন এক মুহূর্ত উপস্থিত হয়, যখন নীরবতা একটি ভারী পর্দার মতো পৃথক করে রাখে পরস্পরকে"।

তাই নীরবতা কখনও আনন্দের আবার কখনও বেদনার নীলগিরিতে তার গোপন বসবাস। কবি রফিক আজাদ যেভাবে অপেক্ষার নদীকে প্রতীক্ষার সাগরে এনে মিলিত করেছেন, প্রিয় লেখক শাহাদুজ্জামানও তেমনি বিষণ্ণতার বাথান হতে নীরবতার সবুজ সম্ভাবনা জাগিয়ে রেখে চির অম্লান হয়ে থাকবেন আমাদের মন মণিকোঠায়।



ফটো কার্টেসিঃ প্রথম ছবিটি নেট থেকে নেয়া। অনেক ছবি ছিল, হারিয়েছি। ২ ও ৩ নং টা অবশ্য আমার হাতেই তোলা।

উৎসর্গ এবং কৃতজ্ঞতাঃ ডঃ শাহাদুজ্জামান ও তার সহধর্মিণী পাপড়ীন নাহার


২১/০৪/২০১৬, মিরপুর- ঢাকা ।

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২২

বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনার পোস্ট।
+++

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হুম, অনেকদিন পর এলাম। ভালো আছেন আশা করি।

২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩

বিজন রয় বলেছেন: আপনার লেখা খুব ভাল হয়।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ দাদা। ভালো থাকুন।

৩| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

বিজন রয় বলেছেন: ব্লগে আপনার আরও বেশি সময় দেওয়া উচিত।
শুভকামনা।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হুম, সময় দিবো ভাবছি ।

ভালোবাসা রইলো।

৪| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮

সুমন কর বলেছেন: তিনি যেমন বলেছেনঃ “আমাদের সবার জীবনেই টুকরো টুকরো নীরবতার বহু মুহূর্ত আছে, যা আমাদের কাছে মূল্যবান। আছে কখনো স্বেচ্ছা নীরবতা, আছে কখনো অপারগ নীরবতা”। অথবা “নীরবতার ভাষা অনুবাদ করা সহজ নয়”।


ভালো লিখেছেন।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন পাশে থাকার জন্য।
আশা করি ভালো আছেন।

৫| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

ডার্ক ম্যান বলেছেন: ব্রাদার কাফকোতে আবার যদি আসেন তবে দেখা হতে পারে। লিখাটা ভাল ছিল

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে আমার ব্লগে স্বাগত !

হুম, দেখাতো হতেই পারে । ভালো থাকুন।

৬| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬

পাকাচুল বলেছেন: কাফকোতে যাওয়া হলো না, যদিও পরিচিত কয়েকজন কাজ করে সেখানে। নদীর অপর পাড় থেকে কাফকো দেখেছি অনেকবার।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
যাবার ইচ্ছে না থাকলে কিভাবে যাওয়া হবে !!

সুস্থ আর সুন্দর আছেন আশা করছি ভ্রাতা।

৭| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৯

আরজু পনি বলেছেন:
গতরাতে অফলাইনে পড়েছি।

আপনাকে ব্লগে নিয়মিত দেখতে চাই ।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোলাগা জানবেন।


কুসুম ছাড়া ডিম আর
চৈত্র মাসে হিম।
জীবন মানেই অস্থিরতা
কিংবা ঘোড়ার ডিম !


ভালো থাকুন।

৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নচারী গ্রানমা ,



অনেক দিনের স্বেচ্ছা নীরবতা ভেঙে আবার সরব হলেন নীরবতাকেই সাজিয়ে গুছিয়ে ।
রফিক আজাদের মতোই অপেক্ষার নদীকে আবার প্রতীক্ষার সাগরে এনে ফেলবেন নাতো !!!!!

শুভেচ্ছান্তে ।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আন্তরিক ভালোলাগা জানবেন প্রিয় ব্লগার।

নীরবতার নাও চলমান হোক জীবন সম্মুখে !

ভালো থাকবেন।

৯| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল, তবে এই ধরণের স্মৃতিচারণ আরও অনেক বড়সড় পড়তে ইচ্ছা হয়। মনে হল হুট করে শেষ হয়ে গেল। আরও কিছু বলতে চেয়েছিলেন

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভ্রাতা।
হুম, লেখাটা বেশ ছোট হয়ে গেছে !

অনেক কথা থাকলেও কিছু কথা যে বলা যায় না :((
ভালো থাকুন, পাশে থাকুন।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৩

উল্টা দূরবীন বলেছেন: বেশ সাবলীল লিখেছেন। স্মৃতিচারণ পড়তে সবসময়ই ভালো লাগে।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মন্তব্যে অনেক ধন্যবাদ।
আপনার দূরবীন সোজা হবে কবে ভ্রাতা !?

ভালো থাকুন।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

স্মৃতিচারণ ভালো লেগেছে। নীরবতা বিষয়ক কথাগুলো অমূল্য।
লেখা আরও দীর্ঘ হতে পারতো!

অনেক দিন পর পেলাম আপনাকে। ভালো থাকবেন :)

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে মইনুল ভাই।
হুম, লেখা আরও দীর্ঘ হতে পারতো বৈকি !

আপনার মঙ্গল কামনা করি ।

১২| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৮

কালনী নদী বলেছেন: সুন্দর+

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এই নদীটি কি সুন্দরবনের ?
মন্তব্যে অনেক ধন্যবাদ ।

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১০

হাসান মাহবুব বলেছেন: শাহাদুজ্জামান প্রিয়তম একজন। কাফকোতে আমার শ্যালক চাকরি করে। গিয়েছিলাম। সুন্দর জায়গা। আপনি কি এখনও আছেন ওখানে?

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কবে গিয়েছিলেন ওখানে ?
হ্যাঁ অনেক সুন্দর। নাহ এখন তো আপনাদের ডাস্টবিনের শহরে :(

আশা করি ভালোই আছেন সবাই মিলে । অনেক ধন্যবাদ।

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০

ক্লাউড বলেছেন: প্রথম ছবিটা ১৫ নং ঘাট থেকে তোলা?

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হুম, তাই হবে। (নেট থেকে নেয়া)
আমার ওদিককার অনেক ছবি ছিল কিন্তু তার সবই হারিয়ে ফেলেছি।
ধন্যবাদ মন্তব্যে। ভালো থাকুন ।

১৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: কলেজে পড়ার সময় আনোয়ারার এই এলাকাতে প্রায়ই যেতাম, শহুরে জীবন হতে পালিয়ে একটুখানি গ্রামের নির্মল বাতাসের ছোঁয়া যেন।খুব ভালো লাগল আপনার লেখা।শাহাদুজ্জামান আমারও প্রিয়তম লেখক

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার বাড়ি চিটাগাং নিশ্চয়ই !
আপনাকেও ধন্যবাদ জানাই। ভালো লাগলো আপনাকে পেয়ে।

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮

যুগল শব্দ বলেছেন:
তাই নীরবতা কখনও আনন্দের আবার কখনও বেদনার নীলগিরিতে তার গোপন বসবাস। কবি রফিক আজাদ যেভাবে অপেক্ষার নদীকে প্রতীক্ষার সাগরে এনে মিলিত করেছেন, প্রিয় লেখক শাহাদুজ্জামানও তেমনি বিষণ্ণতার বাথান হতে নীরবতার সবুজ সম্ভাবনা জাগিয়ে রেখে চির অম্লান হয়ে থাকবেন আমাদের মন মণিকোঠায়।

দর্শন ভালো লেগেছে। নীরবতা আনন্দের হোক। ++

০১ লা মে, ২০১৬ রাত ১২:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা যুগল।
ভালো থাকা হোক।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

মহামহোপাধ্যায় বলেছেন: বর্ণনা দারুণ হয়েছে। ভীষণ অনুভব করলাম নীরবতার সৌন্দর্য্য।


ভালো থাকুন। শুভকামনা।


......... আমার একটা আকাশ ছিলো, তারা খসে পড়া আকাশ....... :(

০১ লা মে, ২০১৬ রাত ১২:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেকদিন পর আপনাকে পেলাম। আশা করি ভালোই আছেন।

আমারও ছিল, শান্ত শীতল সরোবর !! ভালো থাকুন। ধন্যবাদ।

১৮| ১০ ই মে, ২০১৬ সকাল ১১:৫৭

তাশমিন নূর বলেছেন: দারুণ বর্ণনা দিয়েছেন। নীরবতার ভাষা পাঠ করা আসলেই অত সহজ নয়, আর সবাই তা পারেও না। তবে কিনা, যারা পারে, তারা পারে।

১০ ই মে, ২০১৬ রাত ১০:৩৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
আসলেই যারা পারে, তারাই শুধু পারে।

অনেক ভালো থাকুন।

১৯| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

শায়মা বলেছেন: অনেক ভালো লাগলো নস্টালজিয়া ভাইয়া!

১৪ ই মে, ২০১৬ রাত ১২:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে পেয়ে ভালো লাগলো!
একটা গল্প লেখার কথা ছিল না ?

ভালো থাকুন সব সময়। ধন্যবাদ।

২০| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৫০

ভরকেন্দ্র বলেছেন: মন ভেসে যেতো শত বর্ষ আগে নোঙ্গর করা কোন বণিকের টিমটিমে বাতিজ্বলা কিস্তি ও তার কেতনে।

ভালো লাগলো...।

২১| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৩

বিজন রয় বলেছেন: নতুন লেখা কই?

২২| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৭

মাহমুদ০০৭ বলেছেন: এভাবেই হয়ত প্রিয় সাহিত্যিক রা আমাদের মন মাঝারে মিশে যান , শাহাদুজ্জামান আমারো প্রিয় সাহিত্যিক । আপনার তোলা ছবিগুলো শীঘ্রই আরণ্যকে পরিণত হবে ।
পুঁজির শিখা পৃথিবীর কত প্রান্তকে আরণ্যক বানাচ্ছে কে জানে !
পোষ্টে ভাল লাগা রইল । ব্লগে আবার নিয়মিত হন ।

২৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নচারী গ্রানমা ,




নিয়মিত হবেন বলেছিলেন । কিন্তু কই ???????????
উপরে আমার করা মন্তব্যে যা বলেছিলুম, তাই-ই তো সত্য হতে চলছে মনেহয় !!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.