নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত চিন্তার প্রকাশ...

সকাল সন্ধি

চিন্তার স্বাধীনতা চাই। প্রচলিত কুসংস্কার ভেঙ্গে দিতে চাই। সম্পর্কে অবৈধ বলে কিছু নেই...

সকাল সন্ধি › বিস্তারিত পোস্টঃ

আমি অনেক ঠেকে শিখেছি জীবনের মানে

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৮

৩৬-২৪-৩৬...
আমার ইচ্ছে হয় নি...আমি এরকম একটা তথাকথিত আদর্শ নারীদেহের পেছনে ঘুরে মরি। আমি কিশোরীবেলা পর্যন্ত প্রচন্ড মনোকস্ট নিয়ে সময় কাটিয়েছি আমার মোটা আদল নিয়ে। আপনাদের কটু মন্তব্য আমার শরীরে কাটার মত বিঁধেছে... আমি কিচ্ছু বলতে পারি নি, আমার সমাজ আমাকে এভাবেই বিচার করেছে। আমার কোন বাজার চাহিদা নেই।
আপনারা অনেকেই আপনাদের মোটা বান্ধবী নিয়ে আড়ালে আবডালে হেসেছেন। আমার এসব কমপ্লেক্স কাটাতে অনেক সময় লেগেছে, কলেজে উঠা পর্যন্ত আমি হীনমন্যতায় ভুগেছি এবং আমি এখন যেভাবে আছি খুব ভাল আছি। আমার কোন আফসোস নেই। তারচেয়ে বড় কথা আপনারা বলার কেউ নন। যখন আমি দিনের পর দিন ভাড়ার অভাবে পুরো শহর হেটে বেড়াইছি.. তখন আপনারা কেউ ছিলেন না।পরেরদিন সকালে আবার অই পায়ের ব্যাথা নিয়ে ক্যাম্পাস পারাপার করেছি আপনারা সেখানেও ছিলেন না।যখন তিনটাকার সিংগারা কেনার টাকার অভাবে সারাদিন উপোস কাটাইছি আপনারা সেখানে ছিলেন না।আপনারা বরং তনুশ্রী হয়ে ঘুরে বেড়ান।আমার ওসবের দরকার নেই।
আপনারা আপনাদের মতই বাজারে কাউকে খুজে নেন।আমি অনেক ঠেকে শিখেছি জীবনের মানে..
আমি আগামীকাল খুব বড় অফিসার হতে না পারলেও আমার কোন আফসোস থাকবে না।আমার অত উচ্চভিলাস নেই।আমি যেভাবে আছি.. সেভাবেই আমি থাকতে ভালবাসি।আর এমন কাউকেও আমার দরকার নাই যার কাছে আমার চেয়ে আমার শরীরের গ্রহনযোগ্যতা বেশি।

আমার এখন হাঁটতে কষ্ট হয়... হাঁপিয়ে উঠি। ডাক্তার বলেছেন ওয়েট কমান...আর ক্যালসিয়ামটা বড্ড কম।আমি চেষ্টা করছি ডাক্তারের কথা শোনার।কারন আমার শরীর এখন আর এত কষ্ট নেয় না।তারপরো আমি স্বপ্ন দেখি হেঁটে যাব ছায়াপথ।

(মিসইন্টারপ্রেট করবেন না.. অবশ্যই আপনার শরীরের যত্ন নিন।এতগুলো কথা বলার একটাই মানে...নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগার কোন কারন নাই... জীবন শুধু ৩৬-২৪-২৬ একটা অবয়বে আবদধ নয়।এই লেখা তাদের জন্য যারা কটু কথার ভারে আড়ালে চোখের জল ফেলেন.. আর মনে করেন.. "কি দরকার এমন মানবজনম!!! "

https://mobile.facebook.com/photo.php?fbid=1106686872759167&id=100002535956093&set=a.680207225407136.1073741832.100002535956093#comment_form_100002535956093_1106686872759167 ( Onuroron Sifat এর ফেসবুক ওয়াল থেকে)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৭

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.