নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

দুর্বোধ্য

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০

টুকরো পৃথিবীর সীমানায় সীমাহীন মানুষের সুখ আবাস
অনন্ত ভালোলাগা জড়িয়ে থাকে উসুম চাদরে আপন মনে
কণির্য়ার আলো জ্বলে দ্বিধাহীন সীমানা পেরিয়ে অথচ
বেঁধে দেয়া কাঁটাতার পেরুতে দেয় না এক ইঞ্চি জমি।
গর্জে উঠে ভূস্বামীর প্রভূ ভক্ত কুকুর।
আর অনাদী সুখের
সুরতহাল হয় লাশ কাটা ঘরে প্রাণের আনন্দ,
বেঁচে থাকার আকাঙ্খা ঘুমায় চিরতরে।
একবুক বেদনার পরিভাষা ঘিরে থাকে অজানা দৃষ্টিতে।
কে দিয়েছে নির্ধারন করার অধিকার
চিরায়িত পৃথিবী বাঁধার।
হায়রে অহংকারী মানুষ যদি জানতে নিজেকে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৩

মরু বালক বলেছেন: সুন্দর হয়েছে।
আর বেশি চাই ।
ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১

রোকসানা লেইস বলেছেন: শুভকামনা মরু বালক :)

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা :)

সুন্দর লিখেছেন +++++++

শুভকামনা :)

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১২

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ অপূর্ন


তোমার জন্যও অনেক শুভকামনা
ভালো থাক সারা ক্ষণ

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

সায়েম মুন বলেছেন: চমৎকার লিখেছেন।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

রোকসানা লেইস বলেছেন: শুভকামনা সায়েম মুন

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারন লিখেছেন +++++++++++++

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

রোকসানা লেইস বলেছেন: :) অনেক শুভকামনা গিয়াসলিটন

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: ন

দৃষ্টিপাত


বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।


: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়



কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ

আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।




আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।

বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.