নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

কোলাজ

২১ শে মার্চ, ২০২১ রাত ১১:০৮


কোলাজ শব্দটা সেটে যায় মাথায়
চারদিক থেকে ঘিরে আসে,
রঙিন কাপড় কাগজ কাঠ জল রঙ তেল রঙ গজ রাঙতা,ঘড়ির কাটা
আঠা
আরো কত কি।
বুক থেকে শুষে নেয় হৃদয়. চোখের আলো, অভিমান অনুভূতি।
একটু একটু করে কোলাজের ক্যানভাস সাজানো হয়
জলীয় বাষ্প সীমানা।
অতঃপর সাজিয়ে দেয়া হয় দেয়ালে পেরেক ঠুকে
ঝুলে আছি তখন থেকে নিলাম চড়বে বলে

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:




সুন্দর কবিতা , শেষ চরনে মনে হল যেন
চারু-কারু-চিত্রকলা নতমুখে স্বয়ংবরা সাজিয়াছে দেয়ালে পেরেক ঠুকে।
দ্বিগবিজয়ী দর্শন আর সহস্র সঙ্গিত ভাবনা জারিত হয়েছে অভিমানি সুরে
জলবংশি নদীর মত বাষ্পিয় জলে প্রচারিত হয়েছে কোলাজ মনিভান্ডার ।
মনে হয় স্বয়ংবরা, প্রেমের জোড়া, সুখের চাবি-কাঠি
হ্নদয় মহলে বুকের অতলে খুঁজছে শান্তির শীতল পাটি।
কামনা করি হয় যেন বাংলা বধুর নকশী কাঁথার মাঠ
খুঁজে পাক সুখ তারার দিশা , অনাবিল স্বপ্নের সাধ।
কোলাজ কেটে গিয়ে স্বলাজে রক্তিমাব হোক অধরখানি
শুস্ক বুক ভরে উঠোক বিগলিত ধারায়, মুছে যাক অভিমানি সুর।

শুভ কামনা রইল

২৩ শে মার্চ, ২০২১ রাত ১:৪৩

রোকসানা লেইস বলেছেন: বাহ দারুণ সুন্দর মন্তব্য।
জীবনটা কোলাজ সমৃদ্ধ সুখ, দুঃখ আনন্দ, ব্যাথার সমাহার।
পৃথিবীর ঘড়িতে ঝুলে থাকা পেণ্ডুলাম। তাই কোলাজ কেটে যাওয়ার কোন সুযোগ নেই কখনো ভালো কখনো মন্দের আবহে দুলতেই থাকবে ...................
অনেক শুভ কামনা ডঃ এম এ আলী

২| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৩ শে মার্চ, ২০২১ রাত ১:৪৫

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা রাজীব নুর

৩| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

২৪ শে মার্চ, ২০২১ রাত ২:৩১

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ কাজী ফাতেমা ছবি

৪| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৬

জুল ভার্ন বলেছেন: চমতকার কবিতা। খুব সহজ সরল উপস্থাপন ভালো লেগেছে।

২৪ শে মার্চ, ২০২১ রাত ২:৩২

রোকসানা লেইস বলেছেন: আপনার ভালোলাগা আমার আনন্দ।
শুভেচ্ছা জুল ভার্ন

৫| ২৪ শে মার্চ, ২০২১ ভোর ৬:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:
অনুরূপে একটি মন্তব্য দেখার অপেক্ষায় আছে ।

২৪ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৬

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ :)
দেখছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.