নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ,আর কি কোন পরিচয় চাই?আমার তা মনে হয় না ....

জায়গীরদার

..I'm the world you’ll never see I'm the slave you’ll never free I'm the truth you’ll never know I'm the place you’ll never go I'm the sound you’ll never hear I'm the course you’ll never steer I'm the will you’ll not destroy I'm the mystery you'll never solve..

জায়গীরদার › বিস্তারিত পোস্টঃ

শেষ বিকেলের মেয়ে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫২

শেষ বিকেলের আলোয় একা একা হাঁটার আনন্দটা কমবেশি সবার পছন্দের.........
তাও আবার সেই সাথে যদি প্রিয়জনের পাশে হাঁটা যায় তাহলেতো সোনায় সোহাগা.........
যাইহোক আমার আবার সেই সৌভাগ্যটা হয়ে উঠেনি কখনও।
হয়ে উঠেনি প্রিয়জনের হাত ধরে বিকেলের শেষ আলোয় কিছুটা পথ হেঁটে আসা।
আজও তার ব্যাতিক্রম হয়নি
আমি আর আমার নিসঙ্গতা হেঁটে চলেছি নাম না জানা কোন পথের ঠিকানায়.........

বিকেলের শেষ আলোকে সাথী করে যখন নীড়ে ফিরছিল শঙ্কচিল,দূর আকশে রক্তিম সূর্য যখন অস্থনিত যাবার জন্য প্রস্তুতিতে ব্যাস্ত ঠিক সেই মুহূর্তে দেখা হলো এক নাম না জানা মেয়ের সাথে......।

হয়তো সেও আমার মতো তার নিসঙ্গতাকে সাথী করে হেঁটে চলছিলো আপন মনে,
কথা হলো কিছুক্ষন, হাঁটা হলো দুজনের কিছুটা পথ একই সাথে.........
বিকেলের শেষ আলো অন্ধকারে ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করলো
একসময় বিদায় নিয়ে দুজন আবার নিজেদের পথে হাঁটা শুরু করলাম.........।
নামটা জানার খুব ইচ্ছে থাকা স্বতেও জানা হলনা।
আর কি হবে নাম জেনে হয়ত আজকের পর আর কখনও দেখা হবে না আমাদের।
হাঁটা হবেনা পাশাপাশি একসাথে কিছুটা পথ,
হয়তো তার কথা মনে পরবে কোন এক অলস বিকেলে
তখন না হয় তাকে মনে রাখব শেষ বিকেলের আলোয় খুঁজে পাওয়া শেষ বিকেলের মেয়ে নামে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪০

প্রাকৃত বলেছেন: ভাল লাগলো

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

জায়গীরদার বলেছেন: ধনবাদ

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪১

আরণ্যক রাখাল বলেছেন: কি হলো এটা?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০

জায়গীরদার বলেছেন: যা হওয়ার কথা ছিল
আবার পথচলা আমার আর আমার নিসঙ্গতার
ভালো থাকবেন

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: জানা অজানার দোলাচলেই ভালোবাসারর লালন হয়।
দেখা হবে একদিন, গ্রীষ্মের কোন তীব্র রৌদ্দ্রজ্জল দিনে নতুবা কোন জ্যোৎস্নাময়ী রাতে।

তবে নিশ্চিত যে দেখা হবেই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪

জায়গীরদার বলেছেন: হয়ত দেখা হবে হয়ত না
কিন্তু থেমে থাকবেনা এই পথচলা
ভাল থাকবেন সবসময়

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০১

নিলু বলেছেন: ভালো , লিখে যান

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫

জায়গীরদার বলেছেন: চেস্টা করছি ভাল লিখবার
দোয়া করবেন

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৯

শায়মা বলেছেন: https://www.youtube.com/watch?v=TFps0S6dnCQ


এই গান তোমার জন্য ভাইয়া!:)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

জায়গীরদার বলেছেন: খুবই সুন্দর একটা গান
অনেক ধন্যবাদ তোমাকে
ভালো থেকো প্রতিটা মুহূর্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.