নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ুয়া কাক

বোকা আমি

বোকা

বোকা আমি › বিস্তারিত পোস্টঃ

উদ্ধার কর্মী আমি

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

পাইরেসির বদৌলতে বিকেল বেলাই দেখতে বসছি সদ্য মুক্তি প্রাপ্ত সাইফ এর Bullet raja, । কি চমৎকার ভাবে নায়িকার সাথে কোমর দুলাইয়া নাচতেছে, আবার একটু পর একাই একশোর পার্ট লইয়া সবকয়ডা ভিলেনরে পিডাইয়া তুলা তুলা কইরা দিতাছে। নায়িকারে আবার সবার হাত থেকে উদ্ধার করতেছে অপূর্ব ভাবে। হঠাৎ ঠিক তখনই বাসার বাইরে কিসের জানি চিল্লাফাল্লা শুনে কানটা খারা করলাম ব্যাপার কি শুনতে, বুঝলাম আমার নিচের তলায় আগুল লাগছে। আয়-হায় এখন কি করি, লুঙ্গি পইরাই দিলাম দৌড়, বাইরে নামতে যামু তখনই শুনি আগুন নিয়ান্ত্রনে কিন্তু নিচের তলার তিনটা পিচ্চি আটকা পরছে, দরজা নাকি বাইরে থেকে লক। নিচে গেলাম ঘটনাটা নিজের চোখে দেখতে, যাইয়া দেখি ছোট-খাটো জটলা হইয়া গেছে, সবাই ইট দিয়া তালা ভাঙ্গতে ব্যাস্ত, আমি যাওয়ার সাথে সাথে কয় এক জন ঘটনা ব্যাখ্যার সাথে তালার চৌদ্দ গুষ্টি উদ্ধার করল। আমিও ওনাদের সাথে তালা ভাঙ্গার কত ক্ষণ মোহোরা করলাম, কিন্তু মরার তালা কি আর ইট দিয়া ভাঙ্গে। একটু পরি দেখি আমার পাশের বাসার সুন্দরী ও (সুন্দরীর ব্যাপারে পরে বলব) চলে আসছে ঘটনাডা দেখতে। তারে দেইখ্যা তো আমার সিনাডা টান টান হইয়া গেল। আইসাই কয় ভাইয়া কি হইছে (আহ কি সুন্দর কইরা কথা কয়)। বললাম আগুন লাগছিল, তবে চিন্তার কোন কারন নাই আগুন নিয়ন্ত্রণে, এখন দরজা খলা হচ্ছে। সে বলল, ভাইয়া যে তালা মনে হয় না ভাঙ্গবে , আপনারা দরজা ভাংছেন না কেন। আহ কথাডা শুইনা মনে হইল এত মানুষ কেউ এই বুদ্ধি দিতে পারল না আসলে ও যেমন সুন্দর তার বুদ্ধি খানা যেন তারই মত সুন্দর। আর কোন কথা না বলেই ঝাপাইয়া পরলাম দরজা ভাঙ্গার কাজে, শুরু করলাম এক জন এক জন কইরা লাথি মারা, প্রথম দুই তিনটা লাথি বীর পালয়ান এর মতই দিলাম কিন্তু দরজাটা এক চুল ও সরল না কোন দিকে। তারপর দিলাম আর এক লাথি কিছু বুঝলাম না, মনে হইল কি জানি ঝাকি দিয়া উঠলো প্রথমে মনে হইছিল দরজাটা ভাইঙ্গা গেছে কিন্তু না একটু পরে পায়ে বিরাট যন্ত্রণা :(( অনুভব করলাম। মনে হইল আমার পা খানা ভাইঙ্গা গেছে :(( না হইলে নির্ঘাত হাড্ডি সরে গেছে। আমি আর কি উদ্ধার করমু, আমারে এখন কে উদ্ধার করবে, মামা আমি তো ফাইসা গেছি মাইনকার চিপায়। তখন ব্যাথার চাইতে বেশি অনুভব করলাম আমার ফাটা প্রেস্টিজের। আমার সুন্দরীর কাছে কি আমার প্রেস্টিজের বারটা বাজল :|

কিন্তু না খেয়াল কইরা দেখলাম আমার সুন্দরী ভিরের মধ্যে নাই কখন জানি চলে গেছে বুঝতেই পাই নাই B-) আহ কি শান্তি। কিন্তু হায় এই কি আমি তো হাটতেই পারছি না :-/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.