নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

বিদীর্ণ মন ও কিছু কথা

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৭



আকাশটা আজ একলা হয়ে আছে।

তা শুধু আমার জন্যেই
জানিনা কেন এমন হলো,
পৃথিবীটা কত নিষ্ঠুর।

আচ্ছা শুধু কি আমার জন্যই।।

কত পথ চেয়ে বসে আছি
জীবন অববাহিকতায়
তবুও শেষ হয় না আমার চাহনি,

কেন আমার জন্য এত নিষ্ঠুর হয়ে আছে
প্রকৃতির রহস্যময়ী আবডালের গহীনে।

জীবন বড়ই অস্থির।

কোন এক অশুভ ঘুণাক্ষরে
আলসে সময় শেষ হয়ে আসে,
নাকি আমি উম্মাদ হয়ে গেছি
নিষ্ঠুর পৃথিবীর রঙ্গিন হাওয়ায় ভেসে।

আজ আকাশটা একলা হয়ে আছে
আমার মন বিদীর্ণ যান্ত্রিকতায়।

জীবন এখানেই শেষ, নাকি আরো বাকি
জানো কি তোমরা কত নিষ্ঠুর এ পৃথিবী।

শুধু আমার জন্যই।


অফটপিকঃ
ইদানিং মনটা আমার ভালো নাই। খুব নিঃসঙ্গতাই দিনগুলো যাচ্ছে। স্বপ্ন যা দেখি সে স্বপ্নকে প্রতিনিয়ত খুন করতে হয়। তা একটা ইসলামিজম পরিবারের কারণে হয়ত। আমি আমার মত চলতে চাই। কিন্তু পশ্চাতে পরিবার বাধা হয়ে আসে, কর্তাদের অনুকূলে থাকতে হবে আমাকে।

যা আমি কোন দিন মানতে পারিনা। আমি তো চাই নিজের মত করে বাঁচতে। নিজেকে নিজের মতো গড়ে তুলতে।

গত শুক্রবারে চট্টগ্রাম গেছিলাম, সিনেমা হলে দেবী দেখার জন্য, তাও সিনেমা হলের প্রথমবার যাওয়া। বাড়িতে বলে যায়নি। কিন্তু কিভাবে যেন বাড়িতে জেনে যাই। এমনিতে আমি আযাদ নাসরিন হুমায়ুনদের বই পড়ি। তার কারণে আমার উপর ক্ষিপ্ত কর্তারা। তারউপর সিনেমা হলে গেছি যখন শুনছে। আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিছে। মোবাইল নিয়ে পেলছে (এখন হাতে যেটা আছে, তা বন্ধুর মোবাইল)।

এখন কেমন জানি একটা নিঃসঙ্গতায় কাটতেছি। আকাশটা একলা হয়ে আছে। আমার জন্য হয়ত।

আলবিদা......
___________________________________________

যারপরনাই লজ্জিত। আর দুঃখিত মন্তব্যের উত্তর গুলো না দিয়ে।

একটা কথা মনে রাখা উচিত। অশুভ শক্তি ধ্বংস হয়ে, নূতন দিগন্ত প্রস্ফুটিত হয়। নূতন উদ্যমীত হয়ে। জেগে উঠে নূতন ভাবনা। হরেক রকমের চেতনা।

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০

হাবিব বলেছেন:




প্রিয় স্রাঞ্জিদা! এতো হতাশার কথা কেন বলতেছো? হতাশ হয়ো না। সব ঠিক হয়ে যাবে। আগুনে না পুড়লে কি খাঁটি সোনার গহনা হওয়া যায়। সোনা এমনিতে কেউ গায়ে মাখে না। তাকে পুড়িয়ে একটা আকৃতি দিয়ে তারপর তাকে ব্যবহার উপযোগী করে। এখন হয়তো খারাপ সময় যাচ্ছে, সব ঠিক হয়ে যাবে! একটা কথা যেনে খুবই আশ্চর্য লাগছে তুমি এই প্রথমবার হলে গিয়েছো। এই যুগে এমনটা খুঁজে পাওয়া দুষ্কর। তাই বলবো, তুমি সত্যিই আলাদা। তোমার হতাশা দূর হোক করুণাময়ের দরবারে প্রার্থনা।

২| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপ্নিতো রীতিমত কারাগারে আছেন দেখছি -----

৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

সুমন কর বলেছেন: হতাশ হলে চলবে না......আপনার সাথে যা হচ্ছে, সেটা দুঃখজনক !! আলোচনা করুন, সমাধানের পথ পেয়ে যাবেন।

শুভেচ্ছা.........

৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, রাতের পরেই ভোর
তুমি তোমার প্রথম শত্রু নিঃসঙ্গতা কে চিনতে পেরেছ। তুমি এ থেকে বের হয়ে আসো, আমি কাউকে উপদেশ দেইনা, তুমি জানো তোমার কি করা উচিত! ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিও, শুধু এটুকু বলবো...
যেখানেই থাকো ভালো থাকো,
ভালো থেকো, কারণ তোমার সাথে এখনো দেখা হয়নাই, আড্ডা দেওয়া হয়নাই। ভালো থেকো কেননা, এখনো আমরা দাবা খেলি নাই।
জীবনে সবারই কখনো না কখনো খারাপ সময় আসে, এটা আসা দরকার, তাহলে আমরা জীবনের সুখের সময়টা ভালো কাটাতে পারি। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো ভাই।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: শত্রু ২-৩ দিন ধরে আপনাকে মিস করছি। আর এদিকে আপনি আছেন কারাগারে। যাইহোক, হতাশ হয়েন না।

না বলে যাওয়াতে ফ্যামিলি ক্ষ্যাপছে। তাই সব নিয়ে নিছে, নিয়ম কানুন কড়া করছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

আপাতত ধৈর্য ধরুন। যথাসম্ভব সবার আদেশ, উপদেশ মেনে চলবার চেষ্টা করুন। শুভকামনা।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

আরোগ্য বলেছেন: ভাই, আমিতো জীবনে একবারও হলে যাইনি, ফেসবুকও চালাইনা। আর আমার এতে কোন আফসোস নেই।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৫

ওমেরা বলেছেন: আপনার পরিবার মানে আপনার মা,বাবা, ভাই,বোন এরাই আপনার সবচেয়ে আপনজন এরা আপনার কষ্টে,কষ্ট পাবে আপনার সুখে আনন্দিত হবে এরা আপনার মায়ার বন্ধন এরা কখনো আপনার খারাপ চাবে না। এখন আপনি হয়ত বুঝতে পারছেন এক সময় ঠিক বুঝবেন। এর পর বন্ধু বান্ধব এরা একদিকে আপনার বন্ধ আরেক দিকে আপনার প্রতিদন্ধিও মনে রাখবেন ।

আপনার পরিবারের আচরনে কষ্ট পেলেও মনে রাখবেন তারা কখনো আপনার প্রতিদন্ধি নয় তারা আপনার শুধুই শুভাকাংখি।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

নজসু বলেছেন: বেশ কিছুদিন হলো তোমার গতিবিধি পর্যবেক্ষণ করছি।
আমার মনে হচ্ছিলো, কিছু একটা হয়েছে তোমার।
কোন কারণে মন বিক্ষিপ্ত হয়ে আছে। নয়তো ব্যস্ত।
ব্লগে সরব উপস্থিতি নেই।
এখন বুঝলাম।
চিন্তা করবে না। সমস্যার সাথে সমাধান আছে।
বরং ব্লগে সবার সাথে মেতে থাকার চেষ্টা করো।
এতে মন হালকা থাকবে।

পয়সাপাতি দেয়া বন্ধ আর মোবাইল কেড়ে নেয়া মানে সামান্য কিছু ঘটেনি।
মা বাবা তো কোন সন্তানের খারাপ চাননা।
বুঝতে পারছি তোমার মনের কিংবা আবেগের একটা দাম আছে।

তবুও আলোচনা করে সমস্যার সমাধান করো।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কাজী নজরুল ইসলামের আলগা করো গো খোপার বাধন গানের কথা মনে পরে গেলো...

১০| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৪

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
আপনার পোষ্টের প্রতিটা লাইন পড়লাম।

ভালো থাকুন।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৪

নীল আকাশ বলেছেন: ওমেরা আপু বলেছেন: আপনার পরিবার মানে আপনার মা,বাবা, ভাই,বোন এরাই আপনার সবচেয়ে আপনজন এরা আপনার কষ্টে,কষ্ট পাবে আপনার সুখে আনন্দিত হবে এরা আপনার মায়ার বন্ধন এরা কখনো আপনার খারাপ চাবে না। এখন আপনি হয়ত বুঝতে পারছেন না, এক সময় ঠিক বুঝবেন। - আপুর সাথে আমি এক মত।

ইনসাল্লাহ খুব শিঘ্রই আপনার জীবনে কালো মেঘের ছায়া কেটে যাবে আর নতুন সুর্যোদয়ের আগমন ঘটবে। সেই প্রত্যাশায়.....।

১২| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮

নজসু বলেছেন: কি অবস্থা?
পরিস্থিতি কেমন?
ভালো আছো আশা করি।

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: আমাদের দেশে বেশিরভাগ পরিবারই সন্তানদের মুক্ত ও স্বাধীন পরিবেশে বেড়ে ওঠতে দিতে চান না। চারপাশে একটা বেড়াজাল তৈরি করে রাখা হয়। সমাজও তেমনই পশ্চাদপদ!
আশা করি একদিন সব প্রতিকূলতা কাটিয়ে ওঠবেন।

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


আগে নিজের সমস্যার সমাধান করেন, পরে ব্লগিং

১৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি অনেকটাই তোমার সমস্যা বুঝতে পারছি।

তুমি যেটা যাচ্ছ সেটা এখন সম্ভব নয়। কারণ তুমি ছাত্র। বাবা-মার উপর নির্ভরশীল।

কোন বাবা মা চায় না তার সন্তান খারাপের দিকে যাক। এখন এগুলো মেনে নিতেও কষ্ট হবে। তোমার কাছে মনে হবে তুমি যা করছ থাই ঠিক। সময়ের সাথে সাথে সব বুঝবে।

সব দকি ঠিক রেখেই পথ চলতে হবে।

ভাল থেক ধন্যবাদ।

১৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কাব্যময় কবিতা। সুন্দর লেখা। ভাব প্রকাশ

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩

নজসু বলেছেন: MIss you. :(

১৮| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

রাকু হাসান বলেছেন:

ব্লগে একদম না দেখে ভাবছিলাম ব্যস্ততা । পোস্টটি চোখ এড়িয়ে গেল । দেখে মনটা খারাপ হয়ে গেছে । ইচ্ছা ও প্রচণ্ড মানসিক শক্তি নিশ্চয় এসবের সমাধান দিবে । দোয়া রাখছি । একটি কঠিন সময় পার করছেন । :(

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন ভালো হয়েছি কী

সুন্দর লেখা আপনার
শুভকামনা

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: এখন মনের অবস্থা কেমন???

২১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০০

খায়রুল আহসান বলেছেন: অফটপিক এর কথাগুলো না পড়লে বুঝতেই পারতাম না আপনার বিদীর্ণ মন ও কিছু কথা কেন এতটা বিষাদে ভরা।
বুঝতেই পারছি, ব্লগার_প্রান্ত এর কথাগুলো তার অন্তরের গভীর থেকে উঠে এসেছে। আশাকরি, কথাগুলো আপনি আবার ভেবে দেখবেন, বিশেষ করে তুমি তোমার প্রথম শত্রু নিঃসঙ্গতা কে চিনতে পেরেছ। তুমি এ থেকে বের হয়ে আসো এই কথাটা। বয়সে ছোট হলেও তিনি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেছেন। আরেকজন বয়সে ছোট ব্লগার ওমেরা এর কথাগুলোও (৭ নং মন্তব্য) প্রণিধানযোগ্য। আর সবার সেরা কথাটি তো বলে গেছেন প্রবীণ ব্লগার চাঁদগাজী সাহেবই।
এখন কি অবস্থা? পারলে একবার এসে সবার মন্তব্যের উত্তরগুলো অল্প কথায় হলেও দিয়ে যাবেন, কারণ ব্লগের সবাই আপনাকে খুব ভালবাসে।
কবিতা ভাল লেগেছে। কবিতায় প্লাস + +


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.