নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কাদের জন্য যুদ্ধ করেছি

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৫




জড়বস্তু ব্যালট পেপার
হায়েনাদের হাতে রাতজুড়ে ধর্ষিত হয়
কতিপয় দলকানাদের হাতে সেই ধর্ষিতারা
একে একে আবার ধর্ষিত হয়।

একটি অশুভ ছায়ার শৃঙ্গ ধীরেধীরে পুনর্জন্ম নে
একটি অসভ্য উন্মাদ নেতৃত্বের হাতে সঁপে দে।

রক্তস্নাত পবিত্র ভূমির বুকে
হিংস্ররা আবার জন্ম নে।

ডেকে আনে আগ্নেয়গিরির গর্জন
ডেকে আনে মৃত্যুপুরীর ধ্বংসস্তূপ
ডেকে আনে পশুত্বের লোলুপদৃষ্টি
ডেকে আনে শকুনির তাণ্ডব।

সেইসব হায়েনারা চুষেনে
রাষ্ট্রীয় গণতন্ত্র
আর
জনতার স্বাধীনতা।


স্বর্গীয় ভূমির পূত আত্মারা

গর্জে উঠে কেঁদে উঠে।

নিঃস্ব হয়ে দেখে থাকে জন্মভূমি
ভাবে
কাদের জন্য যুদ্ধ করেছি.



কবিতাটি ইতিপূর্বে প্রকাশিত হয়েছিল। ভুলক্রমে মুছে যাওয়ায় আবার রিপোস্ট দিয়েছি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ধর্ষিত হবে সমাজ, ধর্ষিত হবে পরিবেশ
ধর্ষিত হবে পরিবার পরিজন
ধর্ষিত হবে বিবেক, ধর্ষিত হবে দেশ !!!

ধর্ষণ রোধে কিছু লেখার চেষ্টা করেছি আপনার শক্ত কমেন্ট আশা করছি ।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৩

নজসু বলেছেন:




কবিতায় মন্তব্য না নিতে পারো।
লাইক আটকাবা কিভাবে।
কবিতা পাঠে লাইক দিয়ে আসলাম। :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.