নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগ গল্প সঙ্কলন ✒ জানুয়ারি\'১৯

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬



দুইটি মাস পর আবার ফিরে আসলাম গল্প সঙ্কলন নিয়ে। নানান ব্যস্ততার কারণে ঠিকমতো সঙ্কলনটা করতে পারিনি। তবে এবার থেকে আর মিস হবেনা।

সামহোয়্যারইন ব্লগ গল্প সঙ্কলন ✒ জানুয়ারি'১৯

১। ছোটগল্প: নির্মলা √ পার্থ তালুকদার।
২। গল্পঃ এপিটাফ √ জাহিদুল হক সুবন।
৩। গল্পঃ ভুলভুলাইয়া √ হাসান মাহবুব।
৪।ছোট গল্প: দ্বন্দ্ব √ ফয়সাল রকি।
৫। গল্প : কাঠের পা √ গেছো দাদা।
৬। গল্প – স্বাধীনতা আমার অহংকার! √ নীল আকাশ।
৭। গল্পঃ আমার সাদা পরীটা √ অপু তানভীর।
৮। গল্পঃ বিকেল বেলার রোদ √ জাহিদুল হক সুবন।
৯। গল্পঃ "জাল" √ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল।
১০। গল্পঃ রেল গাড়ির কামরায় √ আলমগীর জনি।

১১। গল্পঃ হারানো হৃদয় √ অপু তানভীর
১২। গল্পঃ রক্তের কিংবা বীর্যের স্রোত √ জাবির আহমেদ জুবেল
১৩। ছোটগল্পঃ চেনা অপরিচিত √ দিকশূন্যপুরের অভিযাত্রী
১২। গল্পঃ “সারপ্রাইজ” √ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল।
১৪। গল্পঃ আবার ফিরে আসা √ অপু তানভীর
১৫। গল্প - ভুল সবই ভুল! √ নীল আকাশ।
১৬। গল্প: চন্দ্রবিন্দু √ জাহিদুল হক সুবন।
১৭। গল্প: আত্মহত্যার আগে √ সাইয়িদ রফিকুল হক
১৮। গল্প: ভালবাসা দিবস √ সত্য শিকারী।
১৯। গল্প : আমার আপনার চেয়ে আপন যে জন~খুঁজি তারে আমি আপনায় √ আমি মাধবীলতা
২০। গল্প: ইঁচড়ে পাকা √ সাইয়িদ রফিকুল হক

২১। গল্পঃ পাপের ফল √ অপু তানভীর
২২। গল্প: বোকা মেঘ √ জাহিদুল হক সুবন
২৩। গল্পঃ ইরার ফিরে আসা √ রওনুক হাসান
২৪। ছোটগল্প : ওড়না √ পার্থ তালুকদার
২৫। গল্পঃ ইরার ফিরে আসা √ রওনুক হাসান
২৬। ছোটগল্পঃ ভাবনা √ আলমগীর জনি
২৭। গল্পঃ আমার বিয়ে √ রওনুক হাসান

২৮। কদর (ছোটগল্প) √ ফাহমিদা বারী
২৯। হ্যাকিং(ছোট গল্প) √ পাঠকের প্রতিক্রিয়া !।
৩০। ধোঁয়া (ছোট গল্প) √ মেহেদী হাসান হাসিব

৩১। পুতুলের জন্য চকবার /// ছোটোগল্প √ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
৩২। দালাল √ শিখা রহমান।
৩৩। বিড়াল নিয়ে যত কান্ড √ ঝর্ণার ধারা।
৩৪। বেলজার ভূত √ গুলশান কিবরীয়া।
৩৫। খুনসুটির সংসার (গল্প) √ কথার ফুলজুরি।
৩৬। বিবর্তন √ মৌরি হক দোলা।
৩৭। তিন্নি কি- কুত্তি কি- প্রহসনী √ মুহম্মদ নিজাম।
৩৮। এ যেন শুধু ই বেচে থাকা অথবা বাস্তবতার গল্প √ অপু দ্যা গ্রেট।
৩৯। আকাশে শান্তি, বাতাসে শান্তি √ Nazmul Naz Neel।
৪০। বন্ধুর বাড়ি যেও না! √ তরুণ কুমার জানা ।

৪১। কান্দেরে মন নাঈম জাহাঙ্গীর নয়ন।
৪২। নিয়মের বাধনে অসহায় এক ছাত্রের গল্প অপু দ্যা গ্রেট।
৪২। মল্লিক স্যার ও মৌলিক সংখ্যা √ তরুণ কুমার জানা ।
৪৩। সময়ের স্রোত √ তারেক_মাহমুদ
৪৪। মমতাময়ী অসীম সাহস √ সোহাগ তানভীর সাকিব
৪৫। প্রেম প্রেম বিয়ে √ সালাউদ্দিন শাহরিয়া।
৪৬। বৃহন্নলা √ মেহরাব হাসান খান ।
৪৭। সিলভার জুবেলি - বড় গলপ √ উজ্জয়নী
৪৮। একটি খুনের গল্প !! √ গেছো দাদা
৪৯। ভূতাচী √ জনৈক অচম ভুত
৫০। গল্পটা কাদের আলীরও হতে পারতো √ মোর্শেদ শেখ

৫১। তিতলি এবং বাবা √ নাঈম আশফাক
৫২। শাটল ট্রেন √ সালমা রুহী
৫৩। আমার কৈশোরে লেখা একটি গল্প: সৎ মা √ জসীম অসীম
৫৪। জীবনের খেরোখাতা √ মুহম্মদ নিজাম
৫৫। এঞ্জেল লাইলীঃ এক ফেসবুকীয় প্রেম কাহিনী (মহাপুরুষ সিরিজ) √ অপু দ্যা গ্রেট
৫৬। স্বপ্নচুরি √ বেচারা

৫৭। অনুগল্পঃ আলাউদ্দিন সাহেবের ছেলে যেভাবে পরীক্ষায় প্রথম হল √ অপু তানভীর
৫৮। অণুগল্প : কেনো তুমি আসনি √ পার্থ তালুকদার

৫৯। অনুবাদ গল্পঃ ভূমিকম্পের পর (হারুকি মুরাকামি) √ একলা চলো রে।

৬০। পরিণতি (অতিপ্রাকৃত গল্প) √ সিগন্যাস
৬১। মৃত গ্রাম (অতিপ্রাকৃত গল্প) √ সিগন্যাস
_________________________________________

পুনশ্চঃ এবারের সঙ্কলনে গল্পের শিডিউলটা করেনি। এর জন্য দুঃখিত।
_________________________________________

কৈফিয়তঃ সঙ্কলনে কোন পর্ব/ধারাবাহিক গল্প নিইনি।
_________________________________________

উৎসর্গঃ বাংলা ব্লগিং জগতের উজ্জ্বল নক্ষত্র নগরঋষি ইমন জুবায়ের (৪ জানুয়ারি ২০১৩) ভাইকে।

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

________________________________________

বিগত গল্প সঙ্কলন ✒

সামহোয়্যারইন ব্লগ গল্প সঙ্কলনঃ শুভ্র সেপ্টেম্বর ১৮
সামহোয়্যারইন ব্লগ গল্প সঙ্কলনঃ অক্টোবর ১৮

ব্লগার বিজন'দার কবিতা সঙ্কলন ✒

"অনাগত কাব্যের অসম্পূর্ণ কচড়া"... বছরের প্রথম কবিতা সংকলন-২০১৯!!
''বাংলা আমার আমি বাংলার"...... কবিতা সংকলন জানুয়ারি ২য় পাক্ষিক-২০১৯


মন্তব্য ৪৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: আহা!!! এক পোষ্টে সব কিছু। ;) অনেক অনেক ধন্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯

স্রাঞ্জি সে বলেছেন: আহা!___ :-B মন মাতানো মন্তব্য। আপনার উপস্থিতি আনন্দময় হোক এখানে। _____

অনেক ধন্যবাদ পছন্দের কড়াই ঠুকা দেওয়ার জন্য।

অনিঃশেষ শুভকামনা। আপনাদের নব জীবন আনন্দময় কাটুক।____ !:#P

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

নীল আকাশ বলেছেন: সুপ্রিয় স্রাঞ্জি শুভ অপরাহ্ন,
ব্লগের সকল গল্পকারদের পক্ষ থেকে আপনার জন্য রইল প্রানঢালা শুভেচ্ছা!
৬ নাম্বারে আমার খুব যত্ন করে লেখা একটা গল্প এসেছে। খুব ভালো লাগছে দেখতে...............
এইবার, এক এক করে সবার গল্পগুলি পড়া যাবে, যেইগুলি আগে পড়া হয়নি.........
আর এত সুন্দর কাজটা করার জন্য আমার পক্ষ থেকে রইল লাল গোলাপের শুভেচ্ছা........

ধন্যবাদ এবং শুভ কামনা রইল!


৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

হাবিব বলেছেন: গ্রেট স্রাঞ্জি সে...........

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সংকলন। ব্যাপারটি নিয়মিত করতে পারলে আরো ভালো হবে। আপনার পরিশ্রমী উদ্যোগ সফলতা লাভ করুক। এখন আর গল্প লিখি না।পোস্টটি গল্প লেখায় লেখকদের উৎসাহিত করবে বলেই আমার বিশ্বাস।।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ শ্রাঞ্জি সে, সুন্দর সংকোলন

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ কাজ।

উৎসর্গ টা একেবারে মনের মত হয়েছে।

ধন্যবাদ স্রাঞ্জি ।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১

শিখা রহমান বলেছেন: স্রাঞ্জি সে ধন্যবাদ সংকলনটার জন্য। পরিশ্রমী ও সময়সাপেক্ষ কাজটার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

উৎসর্গ যথাযথ হয়েছে। শুভকামনা প্রিয় ব্লগার ও কবি।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

সাত সাগরের মাঝি ২ বলেছেন: পরিশ্রমী পোস্টের জন্য ধন্যবাদ

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯

আরোগ্য বলেছেন: এতো সুন্দর একটি পোস্টের জন্য অভিনন্দন।

উৎসর্গের জন্য বিশেষ করে ধন্যবাদ জানাই। উনার গল্প আমার খুব প্রিয়।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

জাহিদ অনিক বলেছেন:
গল্প ! গল্প ! --- অনেক অনেক গল্প। অল্প অল্প পড়তে হবে

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

মাহের ইসলাম বলেছেন: এত পরিশ্রম করে, আমার জন্য পরিস্থিতি কঠিন করে দিলেন।
এখন সবগুলো গল্প পড়তে ইচ্ছে করছে। কি যে করি !!

অনেক অনেক ধন্যবাদ।
একটা অসাধারণ কাজ করেছেন।

ভালো থাকবেন, শুভ কামনা রইল।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



একদিন আমার গল্প ও থাকবে ।

সবার জন্য শুভ কামনা ।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরি! কত্ত গল।পই দেখী পড়া হয়নি!!!!!!!!!!!!!

অনেক অনেক ধন্যবাদ ভায়া সংকলনের জন্য।

++++

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৩

নজসু বলেছেন:

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: এই রকম পোষ্ট তৈরি করতে অনেক সময় লাগে। অনেক পরিশ্রম করতে হয়।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

পার্থ তালুকদার বলেছেন: আহ ! আগে প্রতিমাসে সংকলন হতো। পড়তাম। কি মজার দিন ছিল ব্লগে । নস্টালজিক।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১

পার্থ তালুকদার বলেছেন: আহ ! আগে প্রতিমাসে সংকলন হতো। পড়তাম। কি মজার দিন ছিল ব্লগে । নস্টালজিক।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৪৪

বলেছেন: দারুণ সংকলনের জন্য ধন্যবাদ।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪০

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ধন্যবাদ সংকলনের জন্য :-B

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯

জুন বলেছেন: ফেব্রুয়ারি মাসে একটা গল্প লেখবোই লেখবো /:)
পরিশ্রমী পোষ্টে অনেক ভালোলাগা স্রাঞ্জি স্রে :)
+

২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫

রুপ।ই বলেছেন: দারুন ! আস্তে আস্তে পড়ব সব । এত গুলো বছরে কয়জন ভাল ভাল লেখক পেয়েছি আমি যাদের লেখা পড়লেই আমার মন ভাল হয়ে যা্য় ।

২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১

রাকু হাসান বলেছেন:


কি অবস্থা সাঞ্জি ভাই,কেমন আছেন ,অনেক দিন কথা নাই আপনার সাথে ।

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮

ফয়সাল রকি বলেছেন: পার্থ তালুকদার বলেছেন: আহ ! আগে প্রতিমাসে সংকলন হতো। পড়তাম। কি মজার দিন ছিল ব্লগে । নস্টালজিক।
...সহমত...
কষ্টকর হলেও চালিয়ে যান, আমরা আছি পিছে পিছে.... পড়ার জন্য।

২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১

মেহেদী হাসান হাসিব বলেছেন: ৩০ নম্বরে আমি। ধন্যবাদ ভাই।

২৫| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: সব পোস্ট ফিরে আসছে তাহলে !

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২০

স্রাঞ্জি সে বলেছেন:


হাহা, হাহা হোহো _____ ম্যাজিক্যাল বস। তো ভাইয়া আপনি কেমন আছেন।

২৬| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: গুড এজওয়েল।

নতুন নতুন পোস্ট চাই :)

০৯ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৭

স্রাঞ্জি সে বলেছেন:


নতুন পোস্ট সময়ে আসবে........... !:#P

২৭| ০৯ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০০

শায়মা বলেছেন: জানুয়ারীর পরেরগুলো নিয়েও কাজ করো ভাইয়া। :)

০৯ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

স্রাঞ্জি সে বলেছেন:
আপু ফেব্রুয়ারিতে অনেক গল্প নিয়ে রাখছিলাম, কিন্তু অবস্থা একটু খারাপ ছিল। তাই আর পোস্ট নিয়ে আসেনি। তবে সামনে নিয়ে আসবো। একসাথে ছয়মাসের।

২৮| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: স্রাঞ্জি সে ভাই আপনি কোথায়? আপনি আপনি একটা বাস অথবা একটা টেম্পু অথবা একটা রিক্সা নিয়ে এয়ারপোর্টে চলে আসুন।

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৫৫

স্রাঞ্জি সে বলেছেন: ঠাকুর'দা কত্তোদিন পর আপনাকে পাইলাম। আমি এখন নিউমার্কেট রেল স্টেশন মোড়ে আছি। আপনি ঐহানে বসেন। আমি আসতেছি ট্রেন কইরা। ও ভালা কথা, আপনি বিমানবন্দর রেল স্টেশন চলে আসেন।

২৯| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০১

ঠাকুরমাহমুদ বলেছেন: আমার লেখায় ইদানিং আপনাকে পাই না, ঝেড়ে সমালোচনা করুন, তাহলে ভালো লিখবো, সমালোচনা না করে তৈলাক্ত কমেন্ট করবেন লেখা ডাব্বা মেরে দিবে।

আমি বিমান বন্দর রেল ষ্টেষনে বসে মানুষের ধাক্কাধাক্কি কিলাকিলি আর অসৎ লোকের কাজ কারবার দেখিছি
- একজন নিরব দর্শক।

১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০৯

স্রাঞ্জি সে বলেছেন: আমি আসলে আজকাল কমেন্ট করা বন্ধ করে দিয়েছি। তবে আপনার পোস্ট প্রায় সময় পড়ি।

কি বলেন৷ রেল ষ্টেশনের মানুষগুলোতো ফেরেস্তা। এদের অসৎ বললেন। ভাগ্য ভালো, ওদের সামনে বলেননি। তা না হলে খাইছে কপাল। এককাজ করুন। এদের কাছ থেকে ইন্টারভিউ নেন। ভালো অভিজ্ঞতা পাবেন। হুমায়ুন আহমেদ নাকি এমন করতেন শুনেছিলাম।

৩০| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:১২

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার এতো এতো পোষ্ট কি করেছেন? কোথায় সব পোষ্ট এবং কেনো ?

১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:২২

স্রাঞ্জি সে বলেছেন: আমার ব্লগ লেখার শুরু থেকে এই পর্যন্ত ত্রিশটি পোস্ট করছিলাম। ওখানের মধ্যে প্রায় কেটে দিছি। আর কয়েকটা ড্রাফটে আছে। আর কিছু তো এখানে পোস্টঅই আছে।

৩১| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: কিছুদিন আগে দেখেছিলাম আপনার অনেক লেখা ব্লগে নেই শুধু মাত্র একটি পোষ্ট বাদে !!! এখন আবার দেখালম আছে সব লেখা। ধন্যবাদ। আমি এই কাজটি দুইবার করেছি তার জন্য আজো মনে কষ্ট লাগে প্রায় ৫৫ টি পোষ্ট চিরতরে মুছে দিয়েছি।

১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩৪

স্রাঞ্জি সে বলেছেন:
ও মাই গড। ৫৫ টি, অনেক কষ্টে লেখা পোস্ট নিশ্চয়। কেন করেছিলেন এমন, ঠাকুর'দা।

৩২| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: অপব্লগারদের টিটকারী আর তথাকথিত ঈমানদের নোংরা অশালীন মন্তব্যে। আজকে তারা কোথায় গেছে জানিনা তবে আমি ব্লগে আছি।

১০ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩১

স্রাঞ্জি সে বলেছেন: হুম, বুঝতে পারছি। আমিও এই ভয়ে পোস্টগুলো ড্রাফটে রাখছিলাম। যখন এই সামু বন্ধ করে দেয়া হয়েছিল। তখন অতিরিক্ত ফ্লাডিং বেড়ে গেছিল। যার তার পোস্টে অশালীন ছবি কমেন্ট করতো। তাই এদের থেকে বাঁচার জন্য পোস্ট সরে রাখছিলাম। হ্যাঁ দাদা! এই অপব্লগাররা বেশিদিন টিকে থাকতে পারেনা কোনসময়।

৩৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: খুবই চমৎকার একটি কাজ করে যাচ্ছিলেন। আশাকরি, আবার শুরু করবেন।

৩৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫

আমি তুমি আমরা বলেছেন: প্রিয় স্রাঞ্জি সে, আবার শুরু করুন আপনার গল্প সংকলন পোস্ট।

৩৫| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গ্রেট জব !! অব্যাহত থাকুক.... শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.