নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

জীবন যার উজানে

১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৩



একা একটা রুমে এদিক ওদিক পায়চারি করতাছি। বাহিরে ঝুম বৃষ্টি। জানালার পাশে বসে থাই গ্লাসের আড়ালে বাহিরের লোকগুলোর তামাশা দেখে প্রতিটা সময় পার করতাছি।
কিছুক্ষণ গান শুনা হয়। গান থেইকা মন তুলে আবার সিরিজ দেখা শুরু করি। এক এপিসোড দেইখা আবার বই নিয়া বসি। তারপর আবার জানালার দ্বারে গিয়া বসে সিগারেট ফুঁকি।

মিস করতাছি একে একে অনেক বন্ধুদের কে। যে সব বন্ধুরা ছিল ক্ষণিকের জন্য। কোন এক ভাংগাচূড়া ঘর। কিংবা আড়ালে কোন লোকালয়হীন জায়গায়। অনির্দিষ্ট সময়ের চুমু কিংবা আলিঙ্গনে। নাহয় সঙ্গমের সময় টুকু। অথবা মাস্টারবেশনে।

সেই কৈশোরের নষ্টালজিক সময়। লোকের ভয় কিংবা সমাজে টিকে থাকার ভয় কে উপেক্ষা করা, আমার সেই কৈশোর কি আর ফিরে পাবো। সেই কৈশোরের বন্ধুরাও আজ আর নাই। কেউ প্রেম কইরা পালিয়ে বিয়ে করছে। আর কেউ বিদেশ পাড়ি দিছে। আমি পড়ে আছি পতেঙ্গার এক কিনারে।

একা। নিঃসঙ্গ। বন্ধুহীন।

আমি তাহাতে হারিয়ে যায়
হারিয়ে যায় ঘুমে গানে
সময় শেষ হয়ে আসে আমায়
স্বপ্নে, আলসে, তাহাদের টানে......!


কবিতা : তাহারা

স্রাঞ্জি (এক আঁধারময় জীবন) সে

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

অন্ধ অডিটর বলেছেন: মানুষ আসলে বড়ই একা। বুঝতে পারলে কি একাকিত্ব বাড়ে? না কমে? নাকি নিজের অবস্থান চেনার পরে নিজেকে নিয়ে কষ্ট হয়? নাকি মানুষ এই একা হওয়া নিয়ে নিজের মধ্যে শক্তি অনুভব করে।

২| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে এখন মানুষের মূল্যায়ন হয় টাকার বিবেচনায়। সৃষ্টি কর্তার চেয়ে বড় কোন বন্ধু নেই।

৩| ১৭ ই জুন, ২০২২ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর ব্লগে এলেন।

৪| ১৭ ই জুন, ২০২২ রাত ১১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: নিঃসঙ্গতা কখনো কখনো উপভোগ্য।

৫| ১৮ ই জুন, ২০২২ সকাল ৯:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম ভাই।
আপনার প্রতিটা লেখা একটা সিগন্যাচার বহন করে।
ব্লগার স্রাঞ্জি সে নিরাশ করে না।


মনিরা সুলতানা বলেছেন: নিঃসঙ্গতা কখনো কখনো উপভোগ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.