নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

কবির জন্ম

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:২১



হতাশার পাখি ডানা ঝাপটায় রাতের আঁধার মাঝে
মানুষটি , যার একমাত্র সঙ্গী – একটি কলম ও একটি খাতা,
শোবার প্রস্তুতি নেয়
সে জানে এই রাতই তার শেষ রাত, তারপর চির মুক্তি ।

নিঃসঙ্গ রাত সময়ের রথে চাপে , আর মানুষটি আহ্বান করে মৃত্যুকে ।

পরদিন ,পাশের বাড়ির পোষা কুকুর ,-প্রথম খবর পায় মৃত্যুর
কিন্তু বলতে পারেনা কাউকে,-ওই যে আমাদের প্রতিবেশী
যে কিনা আমাকে প্রতিদিন বিস্কূট দিতো খেতে
যার মুখের ভাষায় তোমরা রুপকথার গন্ধ পেতে
ওই মানুষ গত রাতে মারা গিয়েছে-অবহেলা রোগে।

এরপর পৃথিবীর বুকে কত যুদ্ধ হলো
কত মানুষ মারা গেলো প্রতিযোগিতা রোগে
কেউ তার রাখলো না কোন খোঁজ ।

তারপর কোন এক বসন্ত বিকেলে
মৃত কবি প্রাণ ফিরে পেলো একদল তরুণ-তরুণীর সুললিত কন্ঠে
দৃপ্ত উচ্চারণে - কবিতায় , গানে গানে ।

০৩/০৩/২০১৭

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন কবি পাঠে মুগ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.