নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

এই স্বাধীনতা শুধুমাত্র আমাদের

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৯


আমি তাদের কথা বলছি
যারা ভাই হয়ে ভাইয়ের উপর পেট্রোল বোমা হামলা চালিয়েছে অতীতে।
আমি তাদের কথা বলছি
যখন পেট্রোল বোমায় দগ্ধ হয়ে
তীব্র যন্ত্রণায় মানুষ মারা গিয়েছে
আর তারা তাদের হৃদয় মাঝে
প্রথম বীর্যপাতের পুলক অনুভব করেছে।
আমি তাদের কথা বলছি
যাদের ডি এন এ তে পাওয়া যায় পাকিস্থান
আর যাদের ডি এন এ তে লেখা রয়
রাজাকার,আলবদর,আলশামস এর পরবর্তি প্রজন্ম
আার তাদেরই ডি এন এ তে লেখা রয় জঙ্গী,
আত্মঘাতি
আমি তাদের কথা বলছি।

আমি সেই সব পত্রিকার পাতায় আগুন জ্বেলে দিতে চাই
যে সমস্ত পত্রিকার পাতায় জঙ্গী নামক দানবের পক্ষে
সহানুভূতি নামক ভূত লুকিয়ে থাকে।
আমি সেই সব রাজনীতিবিদের ফাঁসি দেখতে চাই
যারা জঙ্গী দানবের পক্ষে নর্তন- কুর্তন করে।

আমি সেই সব বাটপার সুশীলদের শুলে চড়াতে চাই
যারা ভাষার বহুমুখি ব্যবহার করে শুধুমাত্র জঙ্গী নামক
একদল উন্মাদের জন্য কল্পিত স্বপ্নদোষের মত সুখানুভূতি পেতে।

এই বাংলা কোন উন্মাদের জন্য নয়
এই স্বাধীনতা কোন উন্মাদের জন্য নয়
এই বাংলা শুধুমাত্র আমাদের।।
২৬/০৩/২০১৭

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১:১০

মিঃ আতিক বলেছেন: 'আমি তাদের কথা বলছি
যাদের ডি এন এ তে পাওয়া যায় পাকিস্থান'
তাদের কথা বলবেন না ..
যাদের ডি এন এ তে পাওয়া যায় ভারত তারা?

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১:১৭

সুদীপ কুমার বলেছেন: মারহাবা।মারহাবা।কেয়া বাত হ্যায়।

২| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: 'আমি তাদের কথা বলছি
যাদের ডি এন এ তে পাওয়া যায় পাকিস্থান'
তাদের কথা বলবেন না ..
যাদের ডি এন এ তে পাওয়া যায় ভারত তারা?
সুন্দর মন্তব্য

৩| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪৯

কলাবাগান১ বলেছেন: দুইজন ব্লগার পাওয়া গেল যাদের কাছে জংগীপনা কে কিভাবে ধ্রুমজ্বাল জ্বালিয়ে সাপোর্ট করা যায় তা শিখতে হবে। ১৯৭১ শেষ হয়েছে কিন্তু রাজাকার-আলবদর দের ইজম এখনও পুরাদমে বিদ্যমান।

৪| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৫

ধ্রুবক আলো বলেছেন: ভাই, প্রথম কমেন্টের উত্তর টা হিন্দিতে দিলেন, ক্যায়া বাত হ্যায় !!
স্বাধীনতা দিবস আজ।
স্বাধীনতা যেমন আমাদের তেমনি রক্ষা করার দায়িত্বও আমাদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.