নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

একজন আত্মঘাতির জবানবন্দী

২৭ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩০



তারা আমাকে কঠোর প্রশিক্ষণ দিয়েছিল
আর বলেছিল-
আমরা সকলেই আল্লাহর রাস্তায়।

বিষয়টি খুব উত্তেজনার ছিল,যেমন বলা যায়
নতুন কোন কিছু আবিষ্কারের উত্তেজনা
কিম্বা বেহেস্ত পাবার অদম্য বাসনা।

তারা বলেছিল-
জিহাদের রাস্তায় মৃত্যু আসবে
আমিও তাই জানতাম ।

আহ্ এই মানুষের ভীড়ে
কত শিশু
কত মাতা
কত পিতা
এরা সকলেই আল্লাহর বান্দা;
আমার হাত কোমরের লাল বোতামে।

জানালা দিয়ে এক টুকরো আকাশ দেখা যায়;আকাশের ক্ষুদ্র অংশ,
ঠিক যেন মানব হৃদয়ের ক্ষুদ্রতা।
আমার ফাঁসি হবে আগামীকাল
মনে পড়ে তাদের কথা যারা আমাকে প্রশিক্ষণ দিয়েছিল
মনে পড়ে তাদের কথা যাদের বয়ানে জেনেছিলাম
জিহাদ করতে হলে আত্মঘাতি হতে হবে।

আহ্ এই সুন্দর বিকেল,এই মানুষের ভীড়ে
মৃত্যু নেমে আসবে একটু পরে,
আল্লাহ কি চাইছেন এই মৃত্যু?
-আমার হাত কোমরের লাল বোতামে।

জেলের এই ছোট্ট অপিরসর ঘরে
চিন্তার ঢেউ ঝাঁপিয়ে পড়ে
কেন মানুষ হত্যা করতে হবে
ধর্মের জন্য?আল্লাহ তাই চান?

তারা আমাকে বুঝিয়েছিল
জিহাদই একমাত্র পথ
ফেদাইন হলে,-বেহেস্ত নিশ্চিত।

একটা বুলেট আমাকে ফেলে দেয় মাটিতে
বলা যায় আমাকে ফিরিয়ে আনে
আল্লাহর পথে।

ছোট্ট জানালায় এক টুকরো আকাশ ঝুলে আছে
ঝুলে আছে ফাঁসির দড়ি,-আমার জন্যে।

২৬/০৩/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.