নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

২৬ মার্চ ২০২১

২৭ শে মার্চ, ২০২১ রাত ১:৪৬


তোমাদের প্রয়োজন ছিল বুঝি লাশ?

তারা নেমেছিল রাজপথে-
শিশু,কিশোর আর যত ছিল তরুণ,সব একসাথে
ধর্মীয় লেবাসে
ধর্মীয় শ্লোগানে।

তোমাদের প্রয়োজন ছিল বুঝি লাশ?

মতিঝিল,-শাপলা চত্বর
পদ্মার জলে ভেসে গিয়েছে
কত ইতিহাস
সেই সব কথা অনেককাল আগের!

তোমাদের প্রয়োজন ছিল বুঝি লাশ?

স্বাধীনতা কথাটি তোমরা মাননিকো কোনকালে
কলির সন্ধ্যা ছিল কি আজ?
তাই যত ডান,যত বাম
সব মতবাদ মিশেছিল একসাথে।

তোমাদের প্রয়োজন ছিল বুঝি লাশ?


অবুঝ শিশু আর ঘুনে ধরা তরুণের মস্তকে
ছিল কি উন্মাদের উল্লাস?

তোমাদের প্রয়োজন শুধু লাশ
তাই মদি নয়
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও নয়
প্রতারণার চাদরে মোড়া ছিল লাশ।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২১ রাত ২:১৩

রাজীব নুর বলেছেন: ওরা জানোয়ার।

৩০ শে মার্চ, ২০২১ রাত ১:০৭

সুদীপ কুমার বলেছেন: বলতে পারছিনা।

২| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০৫

অক্পটে বলেছেন: উল্টা গীত তো ভালোই শিখছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদি প্রেমে মশগুল হয়ে যে লাশগুলো উপহার দিল আমাদের সরকার তা আমাদের চিরদিন মনে থাকবে। প্রতারক হাসিনার কেন দরকার হয় তার সাম্প্রদায়িক গুরু মোদিকে দেশে আনার?

৩০ শে মার্চ, ২০২১ রাত ১:০৮

সুদীপ কুমার বলেছেন: ঝাল ধরেছে,পানি খান।

৩| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৫

অক্পটে বলেছেন: প্রতিবাদমূখর নিরস্র জনগণের উপর আওয়ামী জানোয়াররা এসে হামলা করে মানুষগেুলো মেরেছে।

৩০ শে মার্চ, ২০২১ রাত ১:০৯

সুদীপ কুমার বলেছেন: স্বপ্নে অনেক কিছুই দেখা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.