নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

বেসিক ব্যাংকের এমডি অপসারণঃ কিন্তু টাকার কি হবে?

২৫ শে মে, ২০১৪ রাত ৯:২৮

খবরে পড়লাম, সরকার বেসিক ব্যাংকের এমডিকে অপসারণ করেছে। কিন্তু আমার প্রশ্ন তাকে এখন অপসারণ করে কি লাভ? কাজ যা করার তা তো করেই ফেলেছে অর্থাৎ লুটপাট কমপ্লিট করার পর এখন তাকে সরিয়ে কি লাভ? টাকার কি হবে? অপরদিকে ব্যাংকের চেয়ারম্যান জনাব বাচ্চু'র কি হবে? রাজনৈতিক লিঙ্ক থাকায় সেও কি আর সবার মত বেঁচে যাবে? যেমন বেঁচে গেছে জনতা ব্যাংকের চোরগুলা!



আমি মনে করি গত ও এবারের আওয়ামীলীগ সরকার, অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই ক্ষেত্রে চরম ব্যর্থতাই শুধু দেখায়নি, চরম আর্থিক অন্যায়ও করেছেন! সাধারণ মানুষের গচ্ছিত টাকা তার লুট করিয়েছেন বা লুটে সহায়তা করেছেন। অন্যকোন দেশ হলে এতদিন সোনালী, বেসিক সহ আরও কিছু আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যেত এবং এদের আজীবন জেল বা ফাঁসী হত। সব সম্ভবের দেশ বলে বাংলাদেশে এখনো এরা বড় গলায় কথা বলছেন এবং স্বপদে বহাল তবিয়তে আছেন! একটু লজ্জাও নেই এদের! এরাই নাকি দেশের জ্ঞানী গুণী আর শিক্ষিত মানুষ! আওয়ামীলীগকে এরাই ভোটে জেতাবে? দেখা যাবে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হলে !!!



অপেক্ষায় আছি !!!



২৫/০৫/২০১৪, রাতঃ ৯.৩০

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৩৮

ঢাকাবাসী বলেছেন: এই সরকার কিচুই করবেনা কারন টাকার ভাগ তো তারা পে..!!

২৫ শে মে, ২০১৪ রাত ৯:৪৮

সুকান্ত কুমার সাহা বলেছেন: জানি! তারপরেও লিখতে ইচ্ছে করলো ! আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়েছেন !!!

২| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৪৬

সুকান্ত কুমার সাহা বলেছেন: অনেক পুরাতন একটা লেখার লিঙ্ক দিলাম, আশা করি প্রাসঙ্গিক মনে হবে----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.