নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ না শান্তি চাই!

১৭ ই জুন, ২০১৪ রাত ১০:১৪

ইরাকে- শেষ পর্যন্ত ইরানকে সরাসরি যুদ্ধে নামতেই হলো! সিরিয়াতে সৌদি আরব-আমেরিকা-ইসরাইল আগে থেকেই প্রক্সি যুদ্ধ চালাচ্ছিল আর সেটা ইরান-রাশিয়া-হিজবুল্লাহ আর আসাদ সরকার মিলে ঠেকাচ্ছিল। কিন্তু সেই প্রক্সি যুদ্ধটা গত কয়েকদিনে ইরাক পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। আর কয়েকদিন পর হয়ত; আমেরিকা, সৌদি আরবকে ইরাকে সরাসরি যুদ্ধে নামতে বাধ্য করবে। আর সেটা যদি নাও হয়, তাহলে ইরাকী শিয়া সেনা দ্বারা সৌদি আরবের সীমান্ত আক্রান্ত হবে! তারপর বেঁধে যাবে ভয়ংকর যুদ্ধ! আর সেই যুদ্ধের তাপ, পাকিস্তান-ভারত হয়ে বাংলাদেশেও আসতে পারে, অন্তত: সাম্প্রদায়িক হানাহানি রোধ করা যাবে না বলে মনে করি। যার আলামত ইতিমধ্যেই প্রকট হয়ে দেখা দিচ্ছে উল্লেখিত দেশগুলোতে!



যুদ্ধ মানেই অশান্তি, নির্মমতা, রক্ত, মৃত্যু আর হাহাকার! বারুদের গন্ধে আর ঝাঁঝে বিষাক্ত হয়ে পড়ে বাতাস, জল, মাটি সবকিছু। পুড়ে ছারখার হয়ে যায় বেঁচে থাকার সব অবলম্বন !



তাই প্রার্থনা করি, সকল পক্ষের যেন সুমতি হয় এবং তারা নিজ নিজ অস্ত্র সম্বরণ করে; পাশাপাশি একে অপরকে ভাই-বন্ধু হিসেবে বরণ করে নেয়।



আরো আশা করি, শান্তির কাছে যেন অশান্তি সবসময় পরাজিত হয়!



ওম শান্তি !!!



১৭/০৬/২০১৪ রাত ১০.০০

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.