নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

তাহলে আমাদের আরও জনসংখ্যা চাই!

২০ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৯

তাহলে অবস্থা এই? আমরা তাহলে ভবিষ্যতে জন ঘাটতিতে ভুগতে যাচ্ছি? আজকের নিউজটা পড়ে কিন্তু আমার তাই মনে হচ্ছে! যেখানে শুনতে পাচ্ছি নিকট ভবিষ্যতে বাংলাদেশের ভূমির পরিমাণ এক রেখে জনসংখ্যা হতে যাচ্ছে ২৫ কোটি! অপরদিকে আরও শুনতে পাচ্ছি গ্লোবাল ওয়ারমিং-এর কারণে দেশের এক তৃতীয়াংশ ভূমি সমুদ্রে ডুবে যাচ্ছে, হতে যাচ্ছে উদ্বাস্তু কোটি দুয়েক মানুষ নিজ দেশেই। সেখানে আরও জনসংখ্যাবৃদ্ধির উৎসাহ দেওয়ার মানে কি? তাহলে কি উপরে যে দুটো প্রেডিকশনের কথা বললাম, তা কি ভুল তথ্য? তাহলে কি জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতির আশংকা করা হয় তা নিছক অলিক কল্পনা? বিদেশের কাছ থেকে ক্ষতিপূরণের নামে টাকা নেওয়ার কায়দা?



আমার মাঝে মাঝে মনে হয়- এই দেশের সবকিছু যদি আমাদের নেত্রস্থানীয়দের দুই-একজনই ভাল বোঝেন তাহলে তো আর দেশে বিশেষজ্ঞ মানুষের প্রয়োজন পড়ে না! সবচেয়ে ভাল হত যদি একজন-দুজন বাদে দেশের আর সব মানুষের মাথায় ঘিলু বাদ দিয়ে অন্যকিছু থাকতো! কিন্তু সেটা তো আর হয় নাই - এটাই দুঃখের কারণ!



জনসংখ্যার চাপে দেশে মানুষের এমনিতেই ত্রাহি ত্রাহি অবস্থা! রাস্তায় পা ফেলা যায় না, বাসে লঞ্চে ওঠা দায়, কৃষি জমি কমে যাচ্ছে দিন দিন, নদী-খাল দখল হয়ে যাচ্ছে, নাই বাচ্চাদের পড়ার মত পর্যাপ্ত স্কুল-কলেজ! নাই আরও কত কিছু! আর আমরা তুলনা শুনছি চিন, জাপানের? কিন্তু বিবেচনা করছি না- চিন-জাপান যেখানে আছে সেখানে আমাদের পৌছাতে কতদিন লাগবে বা আদৌ পৌঁছাতে পারবো কিনা? অপরদিকে চিন-জাপানের প্রতি বর্গমাইলে কত জন মানুষ বাস করে আর আমাদের এখানে কতজন করে এবং ভবিষ্যতে কতজন করবে? আর ওদের পার ক্যাপিটা ইনকাম কত আর আমাদের কত? সেটাও বিবেচনা করছি না!



আমি মনে করি দেশে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির যে হার এখানে দেখানো হয়েছে, মানে ১.৩৭ শতাংশ; তাতে একটা শুভঙ্করের ফাঁকি আছে; আর সেটা হল দেশ থেকে প্রতিবছর যে পরিমাণ মানুষ বিদেশে চলে যাচ্ছে বা গিয়েছে তা জনসংখ্যার মুল বৃদ্ধি থেকে বাদ পড়েছে, যার কারণে গড়ে জনসংখ্যা বৃদ্ধির হার কম দেখা গেছে গাণিতিকভাবে। আর এই জনস্রোত বিদেশমুখী না হলে এই দেশের মানুষের সংখ্যা হত প্রায় ২০ কোটি! এখানে একটা সংখ্যা উল্লেখ করতে চাই আর তা হল- আমরা জানি বাংলাদেশ স্বাধীনতা লাভের সময়, মানে ১৯৭১ সালে এদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের হার ছিল মোট জনগোষ্ঠীর ২২% আর বর্তমান ২০১৪ সালে ১০%। তাহলে এই ১২% মানুষ গেল কোথায়? তাদের কি জন বৃদ্ধি হয়নি? অপরদিকে ইউরোপ- আমেরিকায় বাংলাদেশি নাগরিকের স্থায়ীভাবে বসবাস করার হার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তাদের পরবর্তী প্রজন্ম সেখানেই বেড়ে উঠছে। তাহলে এই জনসংখ্যা কি দেশের মোট জনসংখ্যার সাথে যোগ হত না?



আমি আশংকা করছি, এখন এই উৎসাহ মূলক বাতচিত শুনে দেশে জনসংখ্যা প্রোডাকশনের জোশ বেড়ে যাবে বহুগুণে! আর আমাদের প্রতিবেশী দেশ দুটি বাংলাদেশী চিহ্নিত করে পুশব্যাক করার তোড়জোড় শুরু করবে নতুন করে!



তখন ???



২০/০৬/২০১৪, ৩.০০ বিকাল

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৬

আমি দিহান বলেছেন: জন্যসংখ্যার বৃদ্ধি কমাতে হলেও আগে জনগণকে সচেতন হতে হবে। নেত্রস্থানীয় ব্যক্তিরা কি করবেন?

২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:২৭

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ !!!

২| ২০ শে জুন, ২০১৪ রাত ১০:০১

নহে মিথ্যা বলেছেন: ভাই কিচ্ছু বলার নাই... বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রনের দরকার কি...?? হাসিনা যখন বলেছে... তখন নির্ঘাত জনসংখ্যা নিয়ন্ত্রনের দরকার নাই... তার এই উক্তির জন্য অশান্তিতে নোবেল পুরস্কার দেবার আবেদন জানাচ্ছি... :|

আমি দিহান নেত্রীস্থানীয় ব্যাক্তিরা কি করবে তা বলি শোনেন... এক কালে সবুজ ছাতা... কমিউনিটি ক্লিনিক... স্যানিটেশন নিয়ে টিভি রেডিওতে অনেক অনুষ্ঠান হত... আর এগুলা হত বলেই বর্তমানে আমরা এই সব বিষয় নিয়ে অনেক কিছু জানি যা আমাদের পূর্বের প্রযন্ম জানত না... আর এর জন্য ঐ উপর থেকে বাজেট আসে আর নেতৃত্ব আসে... উপর থেকে যদি এগুলা না আসত তাহলে এগুলার বাস্তব রূপ হত না... নামের ওয়াস্তে কয়েকটা কুলাংগার মন্ত্রী বানায় থুইছে... যে গুলার কোন ভবিষ্যত জ্ঞান নেই... অনেকটা আপনার মত তাই মনে হচ্ছে কিছুই করার নেই তাদের...

আর প্রধান মন্ত্রী আজো পরে আছে সেই ১৯৭১ সালে... তিনি যে কবে বর্তমান সময়ে এসে দেশের ভবিষ্যত নিয়ে চিন্তা করবেন তা আল্লাহই জানেন... অবশ্য জোড় করে ক্ষমতায় আসলে দেশের ভবিষ্যত থেকে নিজের ভবিষ্যত নিয়েই বেশি চিন্তা করতে হয়... তাই হয়ত এরকম উদ্ভট আর মূর্খের মত কথা বলেছেন...

জনসংখ্যা বেশি হলে তা কোন দিন কোন দেশের জন্য মংগল বয়ে আনে না...

৩| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:২৮

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.