নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

বন্ধুরা আসুন, আমরা ফরমালিকে রুখে দেই!

২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৮

বন্ধুরা আসুন, আমরা সবাই মিলে খাদ্যপন্যে ফরমালিন ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হই এবং সেটা নিজ স্বার্থেই! একমাত্র জনসচেতনতাই পারে এটা বন্ধ করতে। বাঁচাতে পারে আমাদের আগামী প্রজন্মকে জটিল রোগ আর বিকলাঙ্গের হাত থেকে। এমনকি অকাল মৃত্যু থেকেও!



একটা জিনিষ দেখে আমি আতংকগ্রস্থ এই কারণে যে, সরকার যখন ব্যাপক জনচাপে এর বিরুদ্ধে পুলিশি অভিযান চালাতে শুরু করেছে, তখনই একশ্রেণীর পচে যাওয়া শয়তান ব্যবসায়ী; মানুষের রূপ ধারণ করে এর বিরোধিতা করছে। সরকারকে ভয় দেখাচ্ছে, ভুয়া টেস্ট রিপোর্ট বের করছে দুর্নীতিবাজ সরকারী আমলাদের ম্যানেজ করে। আর কৃষক, গরীব মানুষ, খুদে ব্যবসায়ী, অর্থনীতি ধ্বংস ইত্যাদির ধুঁয়া তুলে এটা বন্ধ করতে সরকারকে প্রেশার দিচ্ছে।



একমাত্র আমাদের সম্মিলিত চেষ্টাই এদের রুখতে পারে।



তাই বলছি- আসুন সবাই মিলে হাতে হাত রেখে ফরমালিনকে রুখে দেই- অন্তত নিজ সন্তানের মুখের দিকে চেয়ে!



তাদের ভালোর জন্য !!!



১৬/০৬/২০১৪



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:৪১

ঢাকাবাসী বলেছেন: কোটি কোটি টাকা ঘুষ খেয়ে সরকারের কিছু সংস্হা বলে এদেশে নাকি ফরমালিনই নেই!

২৬ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৮

সুকান্ত কুমার সাহা বলেছেন: রাইট ! তারপরেও আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে !!!

২| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আপন ভুবন.কম ব্লগারদের প্রচেষ্টায় গড়ে ওঠা একটি স্বতন্ত্র ওয়েব পোর্টাল। এটি ব্লগার্স কমিউনিটির প্রথম প্রয়াস। পড়ুন আপন ভুবন ব্লগ। লিখুন আপন ভুবনে। থাকুন আপনের সাথে। -

http://aponvubon.com/blog/

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩২

সুকান্ত কুমার সাহা বলেছেন: গালিব ভাই কেমন আছেন? আপনার লিঙ্কে গেলাম !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.