নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় টিভি চ্যানেল বন্ধ: সাধুবাদ জানাই যদি রটনা সত্য হয় !!!

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩২

সোশ্যাল মিডিয়া সূত্রে জানতে পারলাম, বাংলাদেশ সরকার ব্যাপক আলোচনা সমালোচনার মুখে ভারতীয় বাংলা টিভি চ্যানেল স্টার জলসা ও জি বাংলা’র বাংলাদেশে সম্প্রচার আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে বন্ধ করে দিচ্ছে।



যদি রটনাটা ঘটনায় পরিণত হয়, তাহলে আমি সরকারকে সাধুবাদ জানাবো- দেরীতে হলেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। পাশাপাশি এটাও দাবী করবো, স্টার প্লাস টিভি চ্যানেলটাকেও বন্ধ করা হোক কারণ এটাই হচ্ছে পালের গোদা। গোদাটাকে চালু রেখে ছোট দুটোকে বন্ধ করে; আমাদের মূল উদ্দেশ্যটা সাধন হবে না অর্থাৎ বিদেশী সাংস্কৃতিক আগ্রাসন রোখা যাবে না।



সবশেষে আমি স্টার জলসা ও জি বাংলার পাশাপাশি স্টার প্লাস টিভি চ্যানেলটাও বন্ধ করার দাবী জানাচ্ছি!



এই বিষয়ে আমার পূর্বের লেখাগুলো:



১) ভারতীয় টিভি চ্যানেলের আগ্রাসনের রকমফের ও আমাদের করণীয়।

২) ভারতীয়দের নৈতিক অবক্ষয় ও আমাদের ভোগান্তি।

৩) ডরেমন, নোবিতা আর সুতপাদের গল্প।

৪) বাজার অর্থনীতি, যেখানে সেক্স, হিন্দি ছবি আর সৃষ্টিকর্তা ভাল দামে বিকচ্ছে।



২৮/০৭/২০১৪, দুপুর ১.০৯

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৪

ঢাকাবাসী বলেছেন: মাথাব্যাথা সাড়াতে মাথা কেটে ফেলা, নিজেদের অযোগ্যতা আর দুর্ণীতিকে প্রশ্রয় দেয়া!

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০৮

সুকান্ত কুমার সাহা বলেছেন: আপনার সাথে একমত! তবে এটাকে আমি 'মাথা' মানতে রাজী নই। বড়জোড় এটাকে শরীরের বাইরে হওয়া একটা টিউমার হিসেবে দেখতে পারি যা ক্রমাগত বাড়ছে এবং ভবিষ্যতে ক্যান্সারে রূপ নিতে পারে।

তাই এটার উপর অস্ত্রপাচার করাকেই শ্রেয় মনে করি!

ধন্যবাদ!

২| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৯

rakibmbstu বলেছেন: +++++++++++

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১২

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ!

৩| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫২

ঢাকাবাসী বলেছেন: এক নম্বরে চমৎকার জবার দেয়ার জন্য ধন্যবাদ।

২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ!

৪| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৫

আক্তারজানু বলেছেন: ভাইজান মনে হয় বাংলাদেশের টিভি অনুষ্ঠানগুলো দেখেন না। আমরা মানে আমি ঈদে এতো ভালো ভালো অনুষ্ঠান রেখেও ভারতীয় চ্যানেল দেখি। কেন জানেন?? একটি নাটক বা অনুষ্ঠান দেখা মানে মানে ৫ মিনিট পর পর ২০ মিনিটব্যাপী বিজ্ঞাপন মাথা গরম করে দেয়। তাছাড়া তখন ঐ নাটক বা অনুষ্ঠান দেখার আগ্রহটাই হারিয়ে ফেলি। আর বাংলাদেশে এতো এতো চ্যানেল থাকতে ভালো অনুস্ঠান বা বিনোদন কোথায়? রাত ৯টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত কোনটাতে লাইভ শো, কোনটাতে টক শো, কোনটাতে সংবাদ। আমাদের মহিলারা বিনোদন পাবে কোথায়? বাধ্য হয়েই তারা ভারতীয় চ্যানেল দেখছে। ঢাকাবাসী ভাইয়ের সাথে একমত। আপনার যোগ্যতা নাই আপনি আপনার দর্শককে আপনার চ্যানেলে আটকে রাখা। এটা দর্শক নয় বরং আপনার চ্যানেলের ব্যর্থতা। লেখককে বলছি সরকারকে সাধুবাদ জানিয়ে লাভ নেই। কারণ আপনি আপনার পরিবারকে বাংলাদেশের চ্যানেলগুলোর বস্তাপচা নাটক, বিরক্তিকর বিজ্ঞাপন, টকশো, লাইভ শো, খবর এ সব দেখতে বাধ্য করলেন।

২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

সুকান্ত কুমার সাহা বলেছেন: ব্যাখ্যা অনেক দেওয়া যাবে, তবে আমি মনে করি সরকারের যদি এগুলো বন্ধ করে দিতে চায়, তাহলে তা ভাল হবে। ধন্যবাদ!

৫| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৯

মুহাই বলেছেন: বাংলা নাটক বস্তাপঁচা আর ইন্ডিয়ানগুলা মনে হয় খুব ভালো????@আ. জানু

২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সুকান্ত কুমার সাহা বলেছেন: সে যা বলেছে তা কিন্তু ফেলে দিতে পারবেন না! তাদের জন্য আমরা নিজেদের তৈরী করতে পারিনি মানে আমাদের টিভি চ্যানেল গুলোর ভয়াবহ দুর্বলতা আছে। এটা আমাদের মানতে ও সংশোধন করতে হবে। ধন্যবাদ!

৬| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫১

আমি রিয়াদ বলেছেন: @ আক্তারজানু

নাটক কোনগুলা ভাল? যেগুলা পরকীয়া, লুলামি এইসব দেখায়? যদি তাই হয় তাইলে বাংলাদেশের বস্তাপচা নাটক ই ভাল।

আর যদি কাহিনী বা অভিনয়ের কথা বলেন তাইলে রুচির উন্নয়ন করা ভাল। সস্তা গল্পের, একই কাহিনী তেনাপ্যাঁচানো এই গুলা নাটক না ভাঁড়ামি।

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৫

সুকান্ত কুমার সাহা বলেছেন: আমাদের সব টিভি চ্যানেল সংবাদ পরিবেশন করে এর দরকার কি? এর জন্য তো আলাদা ৩-৪ চ্যানেলই আছে, তারা করলেই তো হত!

আবার সবাই টক শো চালায়, মানে অবস্থা এমন দাঁড়ায় যে মাঝে মাঝে টকার (যার অধিকাংশই চিটার) দেরও অভাব পড়ে যায়!

শুধু গানে-নাচের বা নাটকের চ্যানেল থাকলে ক্ষতি কি ছিল বা মুভি চ্যানেল? যার যেটা দরকার সে সেটা দেখতো।

আর বিজ্ঞাপন প্রচারের কথা না বা বললাম। আমার তো মাঝে মাঝে মনে হয়, এরা বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে অনুষ্ঠান চালায়।

তবে আমি মনে করি মিস জানুর কিছু কথা ঠিক না, যেমন আমাদের নাটকের মান ওদের চেয়ে অনেক অনেক ভাল।

ধন্যবাদ!!!

৭| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:০২

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:

@ সুকান্ত কুমার সাহা :

"সবশেষে আমি স্টার জলসা ও জি বাংলার পাশাপাশি স্টার প্লাস টিভি চ্যানেলটাও বন্ধ করার দাবী জানাচ্ছি!"

আমিও আপনার সাথে সহমত।

কিন্তু ঠিক কোন জায়গায় দাবী জানালে আসলেই কাজ হবে, সেটাই জানতে চাই।

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৬

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ! আমি মনে করি আপাতত ব্লগে জানালেই হবে !!!

৮| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:১১

সুকান্ত কুমার সাহা বলেছেন: @শরীফ

এই যে নিউজ চলে এসেছে >>>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.