নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নপত্র ফাঁসঃ পরিত্রাণের উপায় কি?

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

একটা জিনিষ আমি অনেকদিন ধরেই খেয়াল করছি- দেশে যখন কোন একটা দুর্ঘটনা ঘটে পাশাপাশি সময়ের মধ্যে একই রকমের দুর্ঘটনা আরও ঘটে। গার্মেন্টসে আগুণ লাগলে দেখা যায়; পরের কয়েকদিনে পর পর আরও গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুণ লাগছে। একটা লঞ্চ ডুবলে, আরও লঞ্চ ডোবে। কিছুদিন আগে পদ্মা-যমুনা নদীতে পর পর কয়েকটি নৌকা ডুবেও অনেকে মারা গেল। এই রকম ঘটনার নজীর দেশে আরও আছে।



বর্তমানে দেশে চলছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দুর্ঘটনা। একটার পর একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে; সরকারের নিয়ন্ত্রণ থেকেই। সরকার কিছুতেই তা রুখতে পারছে না। শিক্ষামন্ত্রী নানা কথা বলে প্রথমে তা পাশ কাটাতে চাইলেও এবার আর তা পারবে না- বলে মনে হয়। প্রাথমিকের প্রশ্নপত্র এবার ব্যাপকভাবেই ফাঁস হয়েছে।



মানুষের লোভের কাছে যখন বিবেক বন্দি হয়ে পড়ে তখন আর কিছুই করার থাকে না। কারণ যাই কিছু করা হোক না কেন, তাতে মানুষের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা থাকবেই। এখন যদি তারা নিজেরাই স্ব স্ব স্থানে অসৎ হয়ে যায়, বিবেক হারায়; তাহলে আর কিছুই অবশিষ্ট থাকে না। এতে করে দেশ থাকেনা, মানবিকতা থাকে না, ধর্ম থাকে না। যারা আজ প্রশ্নপত্র ফাঁস করছে তারা সবাই লোভের কাছে নিজেদের বিবেককে বন্দি করে ফেলেছে। টাকার কাছে নিজেদের বিক্রি করে দিয়েছে।



ফেসবুক, মোবাইল ফোন বন্ধ করে দিয়ে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাবে না; বলে আমি মনে। এথেকে মুক্তি পেতে চাইলে প্রশ্নপত্রের পদ্ধতি পাল্টাতে হবে-



আমার ধারণাঃ



আচ্ছা একই বিষয়ে ৫/১০ সেট প্রশ্নপত্রে পরীক্ষা হলে কেমন হয়? তাতে সম্পূর্ণ আলাদা আলাদা প্রশ্ন থাকবে অর্থাৎ প্রতি পরীক্ষায় ৫/১০ টা করে সেটে পরীক্ষা নিলে কেমন হয়? যদি তা পরীক্ষার হলে Randomly বণ্টন করা হয় ছাত্র/ছাত্রীদের মধ্যে?



তাতে করে প্রশ্নপত্র ফাঁস হলেও সবাইকে অন্তত ৫ থেকে ১০ সেট করে উত্তর পড়তে হবে এবং কিছুদিন পরে ফাঁসকারীরা প্রশ্ন ফাঁস করতে নিরুৎসাহিত হবে। হবে অভিভাবকরাও!



-- আমি, আমার ধারণাটাকে পারফেক্ট বলছি না; বলছি- এথেকে পরিত্রাণের উপায় কি তা আমাদেরই ভেবে বের করতে হবে? এটা ভেবেই বললাম !!!



২৭/১১/২০১৪

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

এমএম মিন্টু বলেছেন: প্রশ্নপত্র ফাঁসের দুর্ঘটনা :| :( :((

২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

সুকান্ত কুমার সাহা বলেছেন: এটা মুলতঃ রূপক অর্থে বলা হয়েছে। আশাকরি পুড়ো পোষ্ট পড়ে বুঝেছেন? ধন্যবাদ !!!

২| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪

তিক্তভাষী বলেছেন: যারা প্রশ্ন ফাঁস করে তাদের সবগুলোকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে কেমন হয়?

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

সুকান্ত কুমার সাহা বলেছেন: সেটাও ভাল হয় কিন্তু কে দিবে?

৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

নতুন বলেছেন: পরিক্ষার আগে... ১০ সেট প্রশ্নপত্র বানিয়ে বাজারে ছেড়ে দিতে হবে... তখন কোনটা আসল আর কোনটা নকল তা বুঝতে পারবেনা... তখন ছাত্রদের বাবা মা এই রিক্স নি নিয়ে তাদের বই পড়তে বলবে...

যেই জিনিসের চাহিদা আছে তার উতপাদন বেশি...

আমাদের দেশের অভিভাবকরাই তাদের ছেলে/মেয়ে দের জন্য প্রশ্নের খোজ করে... তাই আগে সমাজের সবার বুজতে হবে... বাবা মা হয়ে কিভাবে... ৫/৮ এ পড়ুয়া শিশুদের চুরি করে পাশ করা শেখাচ্ছে... এরা বড় হয়ে কি করবে?

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

সুকান্ত কুমার সাহা বলেছেন: সহমত !

৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

আর ভি এফ বলেছেন: সবকিছু সরকারের উপর চাপিয়ে না দিয়ে আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হতে হবে। তবেই আমরা এগুতে পারবো্ ।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

সুকান্ত কুমার সাহা বলেছেন: রাইট। ধন্যবাদ!!!

৫| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৫

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আর ভি এফ বলেছেন: সবকিছু সরকারের উপর চাপিয়ে না দিয়ে আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হতে হবে। তবেই আমরা এগুতে পারবো্ ।

ভালো লাগা রইল

২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০০

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ !!!

৬| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৭

এ কে এম রেজাউল করিম বলেছেন:

আমার একটি অভিমত এখানে বলতে চাইঃ

পরীক্ষাহলে প্রশ্ন ৫ সেট আসবে, তারপর পরীক্ষারথীরা লটারী মাধ্যমে এক এক সেট প্রশ্ন পত্র নিয়া পরীক্ষা দিবে । প্রয়োজনে এই ৫ সেট প্রশ্ন আগে থেকেই ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেয়া যেতে পারে।

ব্যাস প্রশ্ন ফাঁস সমস্যা চুকে গেল ।

কি বলেন ব্লগাররা ?

২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ আপনাকে !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.