নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

গনপোড়াতন্ত্র চাই না! মুক্তি চাই!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

পণ করেছিলাম, দেশের জ্বালাও, পোড়াও, পেট্রোল বোমা, অবরোধ, হরতাল নিয়ে আর লিখবো না। রাজনীতি থেকে ৭ হাত দূরে থাকবো। উটের মত বালিতে নাক ডুবিয়ে মরুঝড় থেকে বেঁচে থাকবো। কিন্তু পাড়লাম না। আজ কুমিল্লায় যাত্রী বোঝায় চলন্ত বাসে পেট্রোল বোমা মেরে ৭ জন নিরীহ মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার খবরটা দেখে থাকতে পাড়লাম না। পণ ভাঙলাম। সকালেই খবরটা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল।

গত কয়েকদিন ধরেই আমার বাইরে চলাচলে- বাস, সিএনজি ব্যবহারে ভয় ভয় লাগছিল; বাসা থেকে বেড়িয়ে আবার সুস্থ অবস্থায় বাসায় ফিরবো কিনা সেটা নিয়ে নিজেই অনিশ্চয়তার মধ্যে থাকছি। কিন্তু আমাদের মত দিন এনে দিন খাওয়া সামান্য চাকুরীজীবী মানুষদের কর্মস্থলে যেতেই হয়; না হলে সুস্থ অবস্থায়ও বেঁচে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিবে; চাকুরী থাকবে না।

তাই আমি বলতে চাই; আমরা ‘গণতন্ত্রের’ নামে এই ‘গনপোড়াতন্ত্র’ চাই না! আমরা শান্তি চাই! তা যেকোনো মূল্যে; আলোচনায়, বৈঠকে বা নির্বাচনে অথবা আইনের সর্বচ্চো প্রয়োগে। উয়ি ডোন্ট মাইন্ড!

আমরা শক্তিশালী শাসক চাই! যিনি আমাদের নিরাপত্তা দিতে পারবে। দিবে মুক্তির গ্যারান্টি; পেট্রোল বোমার আগুনে জীবন্ত পুড়ে যাওয়ার হাত থেকে। আরও চাই আমাদের সন্তানরা নিয়মিত স্কুলে যাক, নিরাপদে পরীক্ষা দিক! মানুষের মত মানুষ হোক!

রাষ্ট্রের কাছে আমরা এর যেয়ে বেশী কিছু চাই না!

০৩/০২/২০১৫ রাত: ৮.৫৭

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

বিধ্বস্ত পথিক বলেছেন: আমরা সবাই আপনার মত করেই চাইছি। একটা 'কিন্তু' সবসময়ই থেকে যাচ্ছে...

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

সুকান্ত কুমার সাহা বলেছেন: ???

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


জমিতে চাষের দরকার নেই, ধান চাই; গণতন্ত্রের দরকার নেই, মুক্তি চাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১১

সুকান্ত কুমার সাহা বলেছেন: জমিতে পেট্রোল ঢেলে আগুণে পুড়িয়ে তাতে ধান ফলুক- সেটাও চাই না! ধন্যবাদ !!!

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০২

প্রথম বাংলা বলেছেন: আমরা মুক্তি চাই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৬

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.