নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতের সব প্রানী সুখি হোক

স্বামী বিশুদ্ধানন্দ

স্বামী বিশুদ্ধানন্দ › বিস্তারিত পোস্টঃ

এতো হিংস্রতা, পৈশাচিকতা ও নৈতিক স্খলন - কোথায় তলিয়ে যাচ্ছে বাংলাদেশ ?????

০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:১৩

বাংলাদেশের সর্বত্র হিংস্রতা, পৈশাচিকতা, সীমাহীন লোভ, দূর্নীতির মতো সামাজিক অবক্ষয় কতটা চরমে পৌঁছেছে তা নিচের কয়েকটি উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যায়:

- ফেসবুক বা সামাজিক মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের উস্কানি দিয়ে সংখ্যালঘুদের সহায় সম্পত্তি লুটপাট, ধর্ষণ ও অন্যান্য জঘন্য কার্য কলাপ | যারা এতে জড়িত তারা কুকর্ম শেষে চরম আনন্দ লাভ করে |

- বাসার কাজের লোকদের সামান্য অপরাধে গরম খুন্তি দিয়ে ছ্যাক দেয়া সহ বিভিন্ন রকম অত্যাচার | গৃহকর্তী/কর্তা টর্চারপর্ব শেষ হওয়ার পর মনে চরম পরিতৃপ্তির ঢেক তোলেন |

- গ্যারেজ বা অন্যত্র হতোদরিদ্র স্বল্পবয়সী কর্মচারীটির পায়ুপথে কম্প্রেসরের বাতাস প্রবেশ করিয়ে দিয়ে তার মালিক এবং অন্যান্য সহকর্মীরা এক নিদারুন আনন্দ বা রিক্রিয়েশনের মজা পান |

- সরকারি কর্মকর্তা/কর্মচারীরা সহজ সরল পাবলিককে তাদের প্রাপ্য সেবা না দিয়ে মক্কা/মদিনা দেখিয়ে ঘুরাতে থাকেন | চরম অসহনীয় এই চক্কর থেকে নিস্তার পেতে গিয়ে পাবলিক নূন্যতম সেবাটুকু পাওয়ার জন্য তার সকল সঞ্চয় ওই দুষ্টচক্রের হাতে তুলে দিলে ওই বদমাশগুলো দাঁত কেলিয়ে হাসে, এদের মনে বিন্দুমাত্র অপরাধবোধ কখনোই জাগ্রত হয় না |

-যে রক্ষক সেই ভক্ষক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ঠান্ডা মাথায় নারায়ণগঞ্জের সাতখুন সহ বিভিন্ন গুম, খুন, অত্যাচারে জড়িত থেকেও কখনো বিন্দুমাত্র অনুশোচনায় ভোগেন না |

- এক শ্রেণীর পিশাচচক্র মানুষকে নিস্রংশভাবে পঙ্গু বানিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করছে | মানুষের সবচাইতে মূল্যবান সম্পদ তার দেহটিকে চিরতরে ধ্বংস করে এই চক্রটির নিয়ন্ত্রকদের মনে কখনই বিন্দুমাত্র অনুশোচনা হয় না |

- শাহ আলম-তপন-আজাদ-দরবেশ-সিনহাদের মতো হতোদরিদ্র শিল্প (!)পতিরা জনগণের প্রাপ্য নূন্যতম আয়করটুকুও ঠিকমতো প্রদান না করে দামি দামি গাড়ি বাড়ি নারী নিয়ে ফুর্তি করতে একটুকো সংকোচ বোধ করেন না | বরং মাঝে মাঝে শেয়ার বাজার বা ডেসটিনির মতো ক্যারিকেচার করে পাবলিককে পথে বসিয়ে দাঁত বের করে হাসেন |

মানুষের হিংস্রতা, সীমাহীন লোভ, দূর্নীতির মতো মানুষের চরম অধঃপতন বা স্খলনের উপরের উদাহরণ বা তালিকা কোনোদিনই শেষ হবে না | এই সকল পিচাশের অন্তর আল্লাহ বা সৃষ্টিকর্তা একদম সিলগালা করে দিয়েছেনা, তাই এরা মানুষকে চরম নির্যাতন বা কষ্ট দিলেও এদের মনে বিন্দুমাত্র অনুশোচনা হয় না বা এদের নিজেদের সূখ স্বাচ্ছন্দ্যের কোনো ঘাটতি হয় না | সেই হিসাবে এরা বেশ সূখীই বলতে হবে |

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:১০

বিলুনী বলেছেন: সকলকে নিয়ে বাংলাদেশ , যেহেতু বলা হচ্ছে তলিয়ে যাচ্ছে বাংলাদেশ??? সেহেতু এ দায়টা সকলের , সকলের মধ্যে পোস্ট লিখকও অন্তর্ভুক্ত থাকার কথা !!! তাই নয় কি !!!। ডালাওভাবে বাংলাদেশের কথা না বলে দায়ীদের কথা বিশেষভাবে বললে ভাল হয় । দেশের ১৭ কোটি মানুষের মধ্যে হাতে গোনা কয়েক হাজার বা লক্ষ লোক সকল অপকর্মের জন্য দায়ী , এদের সংখ্যা এক পার্সেন্টেরও কম (বাংলাদেশে ৯০ হাজার গ্রাম আছে, গ্রামের অপ্রাপ্ত বয়স্ক ও বৃদ্ধদেরকে বাদ দিয়ে প্রতি গ্রামে ৫০জন (যদিও এ সংখ্যাটা বেশীই ) মানুষকে খারাপ ধরে নিলে সারা দেশের জন্য এর সংখা দাঁড়ায় মাত্র ১০/১২ লাখের মত যা দেশের মোট জনসংখ্যার ১ ভাগের ও কম ) , তাই এদের অপকর্মের জন্য গোটা বাংলাদেশে তলিয়ে যাচ্চে বল্লে দেশের শতকরা ৯৯ ভাগ সৎ ও ভাল লোকের এই খারাপ কর্মের দোসর বলা হয়ে যায়না কি ? এটা এই ৯৯ পার্সেন্ট মানুষের অনুভিতিতে আঘাত দেয়ার সামিল । আশা করি কোন পোস্টের শিরোনামে ডালাওভাবে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করে দেশের সকল সৎ ও ভাল মানুষের ইমেজকে প্রকাশ্য গনমাধ্যমে তুলা ধরার বিষয়টি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন । তাদের অপকর্মের সাথে সারা দেশকে গুলিয়ে ফেললে অপরাধিরা পার পেয়ে যায়, সকলের সাথে মিশে যায় , মনে করে তাদের সাথে গোটা দেশই খারাপ তাই তারা খারাপ হলে দোষকি । অন্যায়ই এর প্রতিবাদ অবশ্যই করতে হবে, তবে তা হবে অন্যায়কারীর বিরোদ্ধে , দেশের বিরোদ্ধে নয় ।
বিজ্ঞানী পিথাগোরাস কপিকল আবিস্কার করে বলছিল আমাকে কোথাও একটু জায়গা দাও দাঁড়াবার, আমি পৃথিবীকে টেনে তুলব । কিন্তু পৃথিবীর বাইরে দাঁড়াবেন তিনি কোথায় , এর বাইরে দাঁড়াবার কোন জায়গা নাই, তাই পিথাগোরাস দুনিয়াকে টেনে তুলতে পারে নাই । তেমনি ভাবে লিখক বাংলাদেশে বসবাস করে দেশটাকে তলানী থেকে টেনে তুলতে পারবেননা । তাই পুরা দেশ তলিয়ে যাচ্ছে না বলে যাদের জন্য তলাচ্ছে বিশেষ করে তাদের কথা বললে সাধুবাদ পাবেন । প্রতিকার পেতেও সুবিধা হবে , আমরা সকলেই উপকৃত হব ।

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি কিভাবে নিশ্চিত হয়ে গেলেন কত পার্সেন্ট লোকের নৈতিক স্খলন হয়েছে ? এক পার্সেন্ট না দশ পার্সেন্ট সেটা মূখ্য নয়, সমাজে ওই এক পার্সেন্ট অপরাধী যদি গুরুত্বপূর্ণ পদে আসীন থাকে (যেমন রাজনৈতিক নেতা, আমলা, ব্যবসায়ী-শিল্পপতি, ধর্মীয় নেতা, ইত্যাদি) তবে সেই এক পার্সেন্টই গোটা দেশটাকে তলিয়ে দেয়ার জন্য যথেষ্ট |

২| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: আমরা এখনো মানুষ হতে পারিনি :(

০৪ ঠা নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সাদা মনের মানুষটিকে ধন্যবাদ !

৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


২৬ বছর ধরে বিএনপি-জামাত ও আওয়ামী ক্ষমতা যুদ্ধের সময়, মানুষের অধিকার খর্ব হয়েছে, একই সাথে মানুসের মাঝে এনারখিজম'এর জন্ম হয়েছে।

এখন আওয়ামী লীগ একক ক্ষমতার অধিকারী হয়েছে; কিন্তু বর্তমান পরিবেশ তাদেরকে কিছু সুযোগ এনে দিচ্ছে, নাগরিকেরা নিজেদের মাঝে ভয়, দ্বন্দ, সন্ত্রাস সৃস্টি করে নিজেদের ব্যস্ত রাখছে; সরকার এতে নিজেদের মতো করে চলার সুযোগ নিচ্ছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ঠিকই বলেছেন ! ধন্যবাদ !

৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:০৮

বিলুনী বলেছেন: ধন্যবাদ স্বামীজি , এবার এসেছেন শুদ্ধপথে । ভাল কথা বলেছেন পারসেন্ট বড় কথা নয় ধরতে হবে হাতে গুনা কতিপয় রাজনৈতিক নেতা, আমলা, ব্যবসায়ী-শিল্পপতি, ধর্মীয় নেতাকে । এদের জন্য বাংলাদেশ তলিয়ে যাবে শুনতে রাজী নই। আমার কিছুটা ক্ষোভ ছিল সেখানেই । প্রবল প্রতাপশালী পাকী হানাদেরকে কাবু করে মুক্ত যারা করেছে এ দেশ আমরা সেই বিরেরই জাতি । কয়টা দুষ্ট বদসাইসকে পরাভুত করা কোন কঠীন কাজ নয় প্রমান করতে হবে আমরা তা পারি । এদেরকে সামাজিকভাবে করতে হবে বয়কট, এদের ডাকা সভা সমাবেশ থেকে করেতে হবে পৃষ্ঠ প্রদর্শন । বুঝিয়ে দিতে হবে এরা সমাজের বেতনভুক চাকর আর সেবক । এদেরকে বলা যাবেনা স্যার , যে বলিবে স্যার সে যেন হয় ছাড়খার সামাজিক বিচারে । ধর্মীয় নেতাদেরকে বলা যাবেনা হুজুর এ তে শুধু তাদের অহংকারই বারে । করতে হবে আইন, যারা জনগনের সেবক হবে জনগনের অর্থে যাদের বেতনভাতা হবে , তারা প্রথমেই ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেক সাধারন জনতাকে আগে ছালাম দিবে , ও জনগনের কেও তাদের কাছে গেলে চেয়ার হতে দাড়িয়ে উঞ্চ অভ্যর্থনা জানাবে ও সম্বোধন করবে স্যার স্যার বলে । সরকারী বড় কর্মকর্তা হতে ছোট কর্মচারী পর্যন্ত সকলেই জনগনের চাকর । তাদের উপাদি হতে হবে বড় চাকর , মাঝারী চাকর , চোট চাকর ইত্যাদি ইত্যাদি এবং এই উপাদি ব্যাচ লাগানো থাকবে তাদের সরকারী ইউনিফর্মের গায়ে । বেতন ভাতাদি হবে বড় ছোট চাকর ভেদে । তাদের অন্তরে গেথে দিতে হবে তারা যে জনগনের চাকর আর সেবক । জনতা তাদেরকে সম্বোধন করবে মি: বড় চাকর , মেঝো চাকর বা মি: ছোট চকর বলে । ব্যবস্থাটি যদি পছন্দ না হয় তাহলে নেমে আসুক তারা জনগনের কাতারে তখন জগগনের চাকরেরা তাদের ডাকবে স্যার স্যার বলে । এ ব্যবস্থটি মেনে নেয়ার জন্য হাজার লোক পাওয়া যাবে এই বেকারত্বের কালে। এরকম হলে সরকারি কর্মকর্তা/কর্মচারীরা সহজ সরল পাবলিককে তাদের প্রাপ্য সেবা না দিয়ে মক্কা/মদিনা দেখিয়ে ঘুরাতে পারবেন না কোন কালে |
অন্যান্য ক্ষত্রের অপকর্মও বন্ধ হবে দ্রুতলয়ে , সকলেই বুঝবে সামাজিক যাতাকল কাকে বলে । সমাজের সেবাদাসদের বাড়ী গাড়ী চালচলন দেখে সকলেই চিনে কে কেমন , যদি গনমাধ্যমে তাদের নাম ধাম ধরে বলে তাহলে এই অনাচার যাবে জাহান্নামে চলে , দেশটা যাবেনা অতলে ।
ধন্যবাদ ভাল একটি পোস্টের জন্য ।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনাকেও ধন্যবাদ !

৫| ০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শিক্ষিতের হার বাড়ছে কিন্তু প্রকৃত শিক্ষা মননে বাড়ছে না -- কিছু কিছু মানুষের নৈতিক স্খলন হচেছ সব চেয়ে বেশি --

০৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একদম সঠিক | তাইতো একাত্তরের গণহত্যা, নারায়ণগঞ্জের সাতখুন, বা বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে ফেলাতে উচ্চশিক্ষিত এবং উচ্চ পদে আসীন ব্যক্তিদের অংশ নিতে দেখা যায় |

৬| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৫

লাডল্লা পোলা বলেছেন: প্রশাসনের ভেতরেও এখন জঙ্গিবাদের ভূত ঢুকেছে
আর এখন বিরোধীদল বাদেও সরকারের মধ্যেই জঙ্গিদের সমর্থনকারীর অভাব নেই।
যেই দেশে নিরীহ নাগরিকদের ব্যক্তিগত কোনো অধিকার নেই সেই দেশে নিরীহ মানুষের বসবাস অযোগ্য।

০৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৩৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দূর্নীতি, অপরাধ সহ বিভিন্ন পাপাচারে অংশগ্রহনকারীদের কোনো দলভেদ নেই | এই একটি বিষয়ে এই সকল দুস্কৃতিকারীরা দলমত নির্বিশেষে অংশগ্রহণ করে - সেটা বিরোধী দলের সদস্য হউক বা ক্ষমতাসীন দলের সদস্যহোক |

৭| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৫

সৈকতের ঢেউ বলেছেন: আমরা ভাল থাকতে চাই,তাই সেটা যে কোন ধরনের সুবিধা নিয়েই হক। কিন্তু আমরা ভাল হতে চাইনা,এটাই আমাদের অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে।

১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:০৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অপ্রিয় হলেও এটাই সত্য | আমরা ভালো থাকতে চাই সবাই, যেকোনোভাবেই হোক না কেন | ভালো হতে চাই না কারণ তাতে স্বার্থ হানি হয় |

৮| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৫

ফ্রিটক বলেছেন: ভাল লেখা। যাভাবা উচিত। তবে আরও কিছু ঘটনা আছে।

১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:১০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ আপনাকে | আরো অনেক ঘটনা আছে, তবে এই তালিকা শেষ করা যাবে না |

৯| ১৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ হয়তো বাসের অযোগ্য স্হানে পরিণত হবে, আফগান বা সোমালিয়ার মতো হয়ে যাবে, মনে হয়।

১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:১৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: "সৈকতের ঢেউ" তার মন্তব্যে এর মূল কারণ ব্যাখ্যা করেছেন | দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে যেকোনোভাবে ভালো থাকা নয়, সর্বপ্রথমে আমাদের ভালো হওয়ার চেষ্টা করতে হবে |

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



জাতি বিশৃখলার কারণে নৈতিকতা হারাচ্ছে

১১| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: রাজনীতিকদের কারণে দেশ পিছনে হাটছে যদি রাজনীতিকরা সৎ হতো তাহলে আমরা সিংগাপুর মালয়েশিয়ার মতো হতে পারতাম।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ আপনাকে | গুন্ডা লেলিয়ে দিতেও আমাদের মহামান্য রাজনীতিক নেতারা বিন্দুমাত্র বিচলিত বোধ করেন না |

১২| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪

রাকু হাসান বলেছেন:


ভাল লিখেছেন । সত্যি দিন দিন আমরা অধঃপতনের দিকে যাচ্ছি । আমরা কি অসভ্য হচ্ছি দিন কে দিন !

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ আপনাকে | এতই হিংস্র ও অসভ্য হয়ে গেছি যে স্কুলের কোমলমতি কিশোরদের উপর গুন্ডা লেলিয়ে দিতেও আমাদের মহামান্য নেতা (ও তাদের সমর্থকরা) বিন্দুমাত্র বিচলিত বোধ করেন না |

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: যখন এ পোস্টটা লিখেছিলেন, তার চেয়ে এখনকার অবস্থার আরও অবনতি হয়েছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই, আপনার সাথে সম্পূর্ণ একমত। কোনো সন্দেহ নেই যে মানুষ দিন দিন আরো হিংস্র ও পিশাচ হয়ে যাচ্ছে। আর দুর্নীতিকেতো এখন জাতি নর্ম হিসাবেই মেনে নিয়েছে।
আমাদের সামাজিক ও ধর্মীয় অনুশাসনের কোনোটাই কেন জাতিকে এই চরম স্খলন থেকে রক্ষা করতে পারছে না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.