নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ফেসবুক লিংক:-https://www.facebook.com/SyedAlFahad.BD

সৈয়দ আল ফাহাদ

টুকটাক লেখালিখি করি!

সৈয়দ আল ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

"আবেগ দিয়ে ক্রিকেট না দেখে, ভারতীয় বাংলা সিরিয়াল দেখেন!"

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

"খেলা শুরুর আগে বাংলাদেশি সাপোর্টার্সের পোষ্ট- আজকে বাংলাদেশ জিতবেই।
খেলা শেষে বাংলাদেশি সাপোর্টার্সের পোষ্ট- বাল খেলে শালারা, খেলা বুঝে না, জিতা ম্যাচ হারে, দেখুম না আর বাল গো খেলা।"
.
বুঝতেই পারছেন আজকের পোষ্টের টপিক কি। হ্যা আজকের টপিক বাংলাদেশ ক্রিকেট প্রেমী দের নিয়ে। বাংলাদেশে থাকে কিন্তু ক্রিকেট ভালোবাসে না এমন কম মানুষই পাওয়া যাবে। ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে। বাই দ্যা ওয়ে আজকের টপিক ক্রীকেট বুঝে না এমন কিছু আবাল সাপোর্টার্সদের নিয়ে। তারা খেলা বুঝে না বুঝে খালি জিততে হবে।
.
ক্রিকেটকে আমরা অনেক ভালোবাসি, তাই বলে সব ম্যাচ জিততেই হবে এমন না। এই যে ধরেন বাংলাদেশ একটানা ৭-৮ টা সিরিজ জিতলো তখন আমরা অনেক সাপোর্ট করছি বাংলাদেশ টিমকে। আর যখন বাংলাদেশ নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডে সিরিজ হারলো তখন দেখা গেলো বাংলাদেশের সাপোর্টার্সদের থেকে হেটার্স অনেক বেশি। তাদের হরেক রকম পচানী মূলক পোষ্টে মুখরিত ফেসবুক। তারা পোষ্ট দিয়েই তাদের ক্ষোভ প্রকাশ করেনি আমাদের ক্রিকেটারদের ফেসবুক ফ্যান পেজের কমেন্টেও তাদের মা বাবা নিয়ে উড়াধুরা গালিগালাজ। কেনো? কেনো এইসব? যখন দল জিতবে তখন সাপোর্ট করবো আর হারলে সাপোর্টের বদলে পচানি দিবো তা তো হয় না। আমার মনে হয় দলকে জিতার সময় সাপোর্ট না করে হারার সময় সাপোর্ট করতে হয়। কারন ঐ সময় খেলোয়াড়দের মন মানসিকতা ভালো থাকেনা। কিন্তু আমরা সেই সময় সাপোর্ট না করে,তাদের আরো বেশি কষ্ট দেই। কেনো আমরা এমন করি? আবেগ। আবেগের বশে আমরা এমন করি। নিউজিল্যান্ড সিরিজের কথাই বলি, খেলা হচ্ছে নিউজিল্যান্ডে, বাংলাদেশ ঘরের মাঠে বাঘ। শুধু বাংলাদেশ না, সব দলই তাদের ঘরের মাঠে বাঘ। এই নিউজিল্যান্ডকে আমাদের দেশে এনে হোয়াইট ওয়াশ করেছিলাম মনে আছে? বাংলাদেশ বাইরের মাঠে এখনও তাদের ভালোটা করতে পারে নি। আশা করি খুব শীঘ্রই ঘরের মাঠের পাশাপাশি বাইরের মাঠেও তাদের সেরা টা দেখাতে পারবে। যার জন্য দরকার আমাদের সাপোর্ট,ভালোবাসা। হারুক জিতুক সবসময় পাশে থাকা উচিৎ আমাদের।
.
হেটার্সদের মানে আবেগি ক্রিকেট প্রেমিদের প্রতি উপদেশ "আবেগ দিয়ে ক্রিকেট না দেখে, ভারতীয় বাংলা সিরিয়াল দেখেন!"
-ধন্যবাদ
আমার ফেসবুক

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


ক্রিকেট জাতিকে কিছুটা হেন্ডীতে পরিণত করছে।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১৭

কালীদাস বলেছেন: কিছু করার নেই ভাই। যখন কোন পার্টিকুলার খেলায় কোন টিম ভাল করা শুরু করে, তখন এক্সট্রিম সাপোর্টার গুষ্ঠী হবেই। খেলায় খারাপ করার জন্য প্লেয়ারকে মারার ঘটনাও দেখবেন সকারে।

তবে সবার জন্যই বলা- অতি আবেগ ভাল না :(

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০

সৈয়দ আল ফাহাদ বলেছেন: হুম, এতো আবেগ ভালো না!

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৬

মুন্সি পালোয়ান বলেছেন: আবেগ দিয়ে ক্রিকেট না দেখে, ডাউনলোড করে ইরানী মুভি দেখেন

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯

সৈয়দ আল ফাহাদ বলেছেন: ইরানি মুভি কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.