নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

মানুষের জন্য কবিতা-৭

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১

“কবিতা”
স্বার্থ-ঝোলা
সাইয়িদ রফিকুল হক

ধর্ম মানে স্বার্থ-ঝোলা তোমার হাতে,
আর যে তুমি নিজের স্বার্থে
আঘাত করবে সবার আঁতে!
ধর্ম মানে মনগড়া সব তোমার বুলি,
হারাম সবই খাবে তুমি
তোমার চোখে মস্ত-ঠুলি!
ধর্ম মানে তুমি হবে মিথ্যাবাদী,
তবু তুমি লাগবে পিছে
আর যে সবাই সত্যবাদী।
ধর্ম মানে তোমার স্বার্থে তুমিই রাজা,
সুদে-আসল লাভে-লাভে মানুষজনের
করবে প্রাণ ভাজা-ভাজা!
তুমি তোমার ধর্ম মানে নিজেই জানো না,
ধর্মকথা আছে তোমার মুখে-মুখে
আল্লাহ-রাসুল তুমিই মানো না!
লাভ কি এমন শয়তানীটা আবাদ রেখে?
পরের আতর সহ্য হয় না, নিজের গায়ে ধূলা মেখে!
তোমার গন্ধে ভূত পালায়, তবু তুমি ধার্মিক?
ভিতরটাতে পচন ধরা, আছো শুধু চার্মিক!
হায়রে আমার নিধি রাম-রে, তবু তোমার সরদারি,
আর কতোকাল করবে তুমি শয়তানেরই বরদারি?
মানুষ হওয়ার ইচ্ছা যদি থাকে তোমার,
আর কোরো না শয়তানীটা এমন বেশুমার।
তওবা করে ভালো হওরে মিথ্যাবাদী-হনুমান!
তোমার মতো ভণ্ড নয়রে এই দুনিয়ার মুসলমান।
--------------------------------------------------------


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

দেবজ্যোতিকাজল বলেছেন: আর কার কার জন্য কবিতা হয়

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিতা হয় মানুষের জন্য। মানুষ ব্যতীত অন্য কেউ কবিতা বা কাব্যপাঠ করতে পারে না। ব্যাপারটা এবার বুঝে নিন। ধন্যবাদ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

দেবজ্যোতিকাজল বলেছেন: জোকস করেছি । ভাল থেকো

২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: চমৎকার বলেছেন।এজন্য আপনাকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ। ব্লগে আমন্ত্রণ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.