নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

দেশের জন্য কবিতা-৩

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩১

জনগণের সরকার আছে
সাইয়িদ রফিকুল হক

ব্যালট-দ্বারা নির্বাচিত সরকার আছে দেশে,
দেশটা তারা নিচ্ছে আগায় মস্ত-বীরের বেশে।
ইচ্ছাকৃত তোমরা যারা, নামছো মানুষখুনে,
দেশের ক্ষতি করছো শুধু, পরের কথা শুনে।
নিজের দেশে মরলে মানুষ, বাড়বে দেশের মান?
মানুষহত্যা কেমন করে সহ্য করি আমরা মুসলমান!
মহান আল্লাহ দেখছে সবই, বিচার হবে পরকালে,
জাহান্নামে জ্বলবে তুমি, নিজের পাপে-নিজের জালে।
আল্লাহ-তা’আলা এতো ভালোবেসে মানুষ করলেন সৃষ্টি,
সেই মানুষকে মারলে তুমি, নেই যে তোমার প্রেমের দৃষ্টি!
জনগণের সরকার এখন আছে ক্ষমতায়,
দেশটাকে তাই ভেবো নাকো চরম-অসহায়।
দেশের মানুষ উঠবে জেগে, পার পাবে না হত্যাকারী,
জনগণের সরকার আছে, টিকবে না যে অত্যাচারী।
সরকার এখন বন্ধুরূপে, তাইতো দেখি হাসি সবার মুখে,
মানুষ মেরে আঘাত কেন করছো তোমরা, দেশ-জনতার সুখে।
---------------------------------------------------------------

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.