নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

অন্ধের দৌরাত্ম্য

৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫



অন্ধের দৌরাত্ম্য
সাইয়িদ রফিকুল হক

আগে দেখতাম অন্ধজনেরা চলতো লাঠিভর দিয়ে,
তাঁদের প্রয়োজন হতো একটা লাঠির কিংবা মানুষের।
এখন দেখি নতুন জাতের অন্ধগুলো বুকফুলিয়ে দৌড়ায়!
এরা মানছে না উঁচু-নিচু, অসমতল, মসৃণ কিংবা অমসৃণ পথ!
ধনসম্পদের ঝনঝনানিতে সকল রাস্তা এখন কুর্ণিশ করে এদের!
এই সমাজে এদের এখন আর কোনো লাঠির প্রয়োজন হয় না।
কুবেরের ধন হাতে পেয়ে এরা নিজেরাই একেকটা বিরাট লাঠি!

অন্ধগুলো হানা দিচ্ছে আমাদের চিন্তা-বিবেক আর মননের দুর্গে,
নতুন-পুরাতন সকল শকুনের হৃদয়ে চাষ হচ্ছে শিল্পকলা-কাব্য!
হায়েনাগুলোর নখরাঘাতে উৎপাদিত হচ্ছে সুকুমারশিল্প-সাহিত্য!
পাশবিকতার উদ্দাম জন্তুগুলো উপহার দিচ্ছে নগ্নশিল্পের স্তূপ!
এই অন্ধগুলো আরও বেশি অন্ধ হচ্ছে—আরও বেশি লাফাচ্ছে!
চিরায়ত অন্ধের দৌরাত্ম্যে চক্ষুষ্মানেরা আজ পালাচ্ছে শহর ছেড়ে!
মানুষের লোকালয়ে চিরঅন্ধগুলো আজ গড়তে যাচ্ছে স্থায়ী আবাস।


সাইয়িদ রফিকুল হক
২৮/১১/২০১৯



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ে জীবনানন্দ দাশের কবিতার লাইন মনে পরে গেক- অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা; যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-প্রীতি নেই-করুনার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।

৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: জীবনানন্দ আমার গুরু যে!

শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.