নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

সাহিত্য কি এতই সস্তা?

০৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৮



সাহিত্য কি এতই সস্তা?
সাইয়িদ রফিকুল হক

আজকাল সাহিত্য তেমন একটা সৃষ্টি হচ্ছে না। আমাদের ভাষা ও সাহিত্য একটা গভীর সংকটে নিপতিত হয়েছে। শক্তিমান কিংবা জাত কবি, লেখক তথা সাহিত্যিকের অভাব সর্বত্র দৃশ্যমান। বর্তমানে শক্তিমান কবি-লেখকের সংখ্যা একেবারে নগন্য। কিন্তু এরই মাঝে সাহিত্যসৃষ্টির ডামাডোল অনেক বেশি! আয়োজন হচ্ছে বটে, কিন্তু সাহিত্যসৃষ্টি হচ্ছে না। এখন অনেকেই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ঢাকঢোল পিটিয়ে নিজের সাহিত্যকর্মের জানান দিচ্ছেন। তিনি খুব বাহাদুরি-সহকারে নিজের রচিত যেকোনো গদ্য-পদ্য তথা ‘কবিতা-গল্প-উপন্যাস’কে দুনিয়ার শ্রেষ্ঠ সামগ্রী মনে করে তা লোকজনকে খাওয়ার জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। আর খুব উঠেপড়ে লেগেছেন! এর থেকে পাঠকের আর নিস্তার নাই! এদের ভাব দেখলে মনে হয়: পৃথিবীতে আগে কখনো-কোনো সাহিত্য রচিত হয়নি! কিংবা তাদের চেয়ে বড় কোনো কবি, লেখক ও সাহিত্যিকের আবির্ভাবও হয়নি ইতঃপূর্বে!

সমকালীন জীবনে আমাদের অনেককিছু দেখতে হচ্ছে। আর দেখতে না-চাইলেও তা চোখের সামনে এসে পড়ছে। এগুলো তখন আর না-দেখে উপায়ও থাকে না। কিন্তু এইসব অখাদ্য খাওয়ানোর অপচেষ্টাকে কোনোভাবেই সুস্থ-মানসিকতা বলে গ্রহণ করা যায় না। এরা সম্ভবত শারীরিক ও মানসিকভাবে খুব পীড়িত। তাই, এমনটি করতে কোনো লজ্জাবোধ করছে না।

একশ্রেণির অতিসস্তা ও অর্থলোভী প্রকাশক-নামের স্রেফ ধান্দাবাজ, মুনাফালোভী ও ব্যবসায়ী এখন বাজারে ‘বয়লার মুরগী’ সাপ্লাইয়ের মতো বইয়ের ব্যবসায় নেমেছে। এদের যেমন রুচিবোধ নাই―ঠিক তেমনি এদের কাছে এসে যারা টাকার বিনিময়ে বই নামক অখাদ্য-কুখাদ্য প্রকাশ করছে―তাদেরও কোনো রুচির বালাই নাই। প্রকাশনাশিল্প এখন রুচি-সংকটে পড়েছে। আবার যাদের একটু রুচিবোধ আছে তারা আবার ভয়াবহ আঁতেল! এদের আঁতলামির যেন কোনো শেষ নাই! এরা একেকজন নিজেদের কী ভাবে―তা এই স্বল্পপরিসরে লিখে বোঝানো যাবে না। এদের আঁতলামির কারণে দেশে যোগ্য ও প্রতিভাবান লেখকের সৃষ্টি হচ্ছে না। এরা শুধু ব্যবসায়িক কারণে বই ছাপায়। যাদের বই পাঠক একটু খায়―তাদের বইই শুধু ছাপায়। এরা তেলে মাথায় তেল দিতে ব্যস্ত। ফলে, সাহিত্যসৃষ্টি হচ্ছে না। সত্যিকারের প্রতিভাবান ও নবীন লেখকের আবির্ভাবও ঘটছে না। এই আঁতেল-প্রকাশকরা সাহিত্য পড়ে না, বোঝে না, আর এগুলো প্রকাশও করে না। তারা দেখে শুধু বাজারদর। বাজারে কে কী খাচ্ছে, কী চাচ্ছে, আর কী খেতে চাচ্ছে―তা-ই শুধু এরা পরিবেশন করে থাকে।

বাংলাদেশে বইমেলার আগে এইধরনের অর্বাচীনদের আধিক্য সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। এরা যে সাহিত্যের চরম শত্রু তাতে কোনো সন্দেহ নাই। এদের লোভের কারণে উন্নতমানের বই থেকে পাঠকশ্রেণি বঞ্চিত হচ্ছে। পাঠকের রুচি বিনষ্ট হচ্ছে নিম্নমানের বইপাঠ করে।

কিছুদিন আগে ফেসবুকে কয়েকটি ‘অনলাইন বুক ডট কমে’র একটা বিজ্ঞাপনে দেখলাম, অমুক লেখকের তমুক বই কিনলে অমুক ফ্রি, তমুক ফ্রি! আরও দেখলাম, একটা ‘বই-প্রকাশনী’ তাদের সংস্থার লেখকের বই বিক্রির জন্য বইয়ের সঙ্গে ১২০টাকা মূল্যের একটা গামছা ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে! তাছাড়া, ইদানীং একটি বইয়ের সঙ্গে আরেকটি বই কিংবা কলম কিংবা নোটবুক ফ্রি দেওয়ার ঘোষণা দিচ্ছে সদম্ভে! বইয়ের সঙ্গেও এখন ইত্যাদি ফ্রি দেওয়ার হিড়িক পড়ে গেছে! আরেক তথাকথিত লেখককে প্রচার করতে দেখলাম, তার বই কিনলে লটারির মাধ্যমে ভাগ্যবান দশজনকে তার সঙ্গে ফাইভ-স্টার হোটেলে ডিনারের সুযোগ দেওয়া হবে! সুন্দরীদের হাতে তার বই তুলে দিয়ে তার ছবিপ্রকাশ করা হচ্ছে। আবার তা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেদারসে প্রকাশ করা হচ্ছে! এইরকম লোভনীয় সুযোগ থাকলে সাধারণ তরুণ-বয়সি পাঠকেরা কী করে ভালো বই চিনবে বা কিনবে? এটা জাতির জন্য অশনি সংকেত। এতে দেশ-জাতি ও আমাদের সাহিত্য ক্ষতিগ্রস্ত হবে চরমভাবে। অখ্যাদ্যকে খাওয়ানোর জন্য নানারকম প্রলোভন দেওয়া হচ্ছে। এইসব অখাদ্য-কুখাদ্য খেয়ে একশ্রেণির বিকৃতমনা পাঠকের জন্ম হবে। এরা আমাদের ক্লাসিক ও নান্দনিক সাহিত্যকে একসময় অবজ্ঞা করা শিখতে পারে! জাতির বৃহত্তর স্বার্থে এদের এখনই মূল সাহিত্যধারায় ফেরাতে হবে।

যারা একশ্রেণির সস্তা পাঠককে বিভিন্ন পুরস্কারের লোভ দেখিয়ে বইকেনায় আকৃষ্ট করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য একেবারে অসৎ। এদের এইসব বই বিক্রির জন্য এখন একটা সিন্ডিকেট কাজ করছে। আর এদের কাজ হলো যেকোনোভাবে তাদের মনোনীত লেখকদের বইগুলো মানুষের হাতে পৌঁছে দেওয়া। এগুলো বই হয়েছে কিনা―তা দেখারও এদের কোনো দরকার নাই। এদের চাই অর্থ আর নিজেদের মতাদর্শের বই বিক্রি করা। একশ্রেণির সস্তা পাঠকও তৈরি হয়েছে আজকাল।

বইপ্রকাশ হচ্ছে ভালো কথা। কিন্তু তার তো একটা মান থাকতে হবে। আর থাকতে হবে জাতধর্ম ও চেহারা। এখন প্রকাশনাশিল্প আগের যেকোনো সময়ের চেয়ে যথেষ্ট অগ্রসর ও আধুনিকতার মানদণ্ডে উৎকর্ষমণ্ডিত। তাই, এইসময়ে ছাপাখানার গুণে অখাদ্য-কুখাদ্য বইয়েরও চেহারা দেখতে ভালো মনে হয়। সবই প্রচ্ছদের, মেকাপের, কাগজের ও রঙের খেলা। কিন্তু ভিতরটাতে দেখা যায় বানান-ভুল, বাক্য-ভুল, ভাষাগত ত্রুটি আর ভাষাগত কোনো উৎকর্ষতা নাই! আর এইজাতীয় বইয়ে সাহিত্যভাষা আসবে কোত্থেকে? কবিতার ক্ষেত্রেও তা-ই। সেখানে, ছন্দ নাই, কাব্যগুণ নাই, অলংকার নাই! এমনকি ভাবসম্পদও নাই! তবুও এসব বই ছাপা হচ্ছে দেদারসে। টাকার লোভে সস্তা-প্রকাশনীগুলো আজ যেন এই রাজ্যের মাফিয়া হয়ে উঠেছে!

নতুনদের বইপ্রকাশে আরও বেশি-বেশি সুযোগ দিতে হবে। তবে বইপ্রকাশের আগে পাণ্ডুলিপি যাচাইবাছাই করার পক্ষে মদীয় অভিমত। এক্ষেত্রে যেন নতুন বা নবীন লেখকেরা কোনোপ্রকার আঁতেল-দ্বারা শরবিদ্ধ না-হয় সেদিকেও সবার দৃষ্টিনিবদ্ধ রাখতে হবে। আঁতেলরা তরুণদের চিন্তাভাবনার সঙ্গে একমত বা সহমত হতে পারবে না। সেইজন্য এক্ষেত্রে যথার্থ বুদ্ধিজীবীদের হস্তক্ষেপ অতীব জরুরি। তবেই আমাদের সাহিত্য আবার সুদিনে ফিরতে পারবে।

আমাদের দেশের একশ্রেণির অতি-উৎসাহী মানুষ এখন জোর করে কবি, লেখক ও সাহিত্যিক হতে চাচ্ছেন। এজন্য তারা বিজ্ঞাপন বা পাবলিসিটিকে সর্বাগ্রে স্থান দিয়ে মাঠে নেমে পড়েছেন। এ যেন একটা যুদ্ধ! তারা নিজেদের প্রকাশের জন্য রীতিমতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন! এই লড়াইয়ে তাকে যেকোনোমূল্যেই যেন জিততে হবে! তাই, আজকাল সবচেয়ে জনপ্রিয় প্রচারযন্ত্র ফেসবুকসহ অন্যান্য প্রচারমাধ্যমেও লক্ষ করলে দেখা যায়, কীভাবে মানুষ নিজেকে লেখক হিসাবে প্রতিষ্ঠিত করার সংগ্রামে নিয়োজিত! এই লড়াইয়ে আজ একজন গৃহবধূ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে বা পাশ্চাত্যের বা ইউরোপের যেকোনো দেশে থাকা প্রবাসীরাও সর্বাধিক এগিয়ে রয়েছেন। আর মাঝখানে যারা রয়েছেন―তাদের কথা নাহয় বাদই দিলাম।

নিজেকে লেখক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য একশ্রেণির মানুষ এখন এতই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে যে, তাদের কাণ্ডকারখানা পাগলামির পর্যায়ে পৌঁছে গেছে। বই আর নিজেকে সবার কাছে তুলে ধরার জন্য এইরকম বাতুলতা কখনোই কাম্য হতে পারে না। এভাবে কখনো সাহিত্যসৃষ্টিও হতে পারে না। আর সাহিত্য কি এতই সস্তা?


সাইয়িদ রফিকুল হক
০৬/০১/২০২১

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


বই মেলার গার্বেজ বইগুলো কোথায় যায়?

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমার জানামতে, বেশিরভাগই নীলক্ষেত ফুটপাতে।
বাইছা নেন ২০ টাকা, ২০ টাকা, ২০টাকা...।

২| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২৯

রানার ব্লগ বলেছেন: যতটুকু সাহস সঞ্চয় করেছিলাম বই প্রকাশের আপনার লেখা পড়ে সব শেষ!!!

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনি সাহস রেখে বইপ্রকাশ করুন।
আর প্রকাশের আগে ভালোভাবে সম্পাদনা করে নিবেন।

অশেষ ধন্যবাদ আর শুভকামনা রইলো।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১০

মনিরা সুলতানা বলেছেন: নিজেকে লেখক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য একশ্রেণির মানুষ এখন এতই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে যে, তাদের কাণ্ডকারখানা পাগলামির পর্যায়ে পৌঁছে গেছে। বই আর নিজেকে সবার কাছে তুলে ধরার জন্য এইরকম বাতুলতা কখনোই কাম্য হতে পারে না। এভাবে কখনো সাহিত্যসৃষ্টিও হতে পারে না। আর সাহিত্য কি এতই সস্তা?

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ।
আর মদীয় ব্লগে স্বাগতম।
আপনাকে অশেষ ধন্যবাদ। আর শুভেচ্ছা নিরন্তর।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু বাটপার প্রকাশক আছে যাদের কাছে টাকাই সব। এরা বিভিন্ন গ্রুপ,ফেসবুক, ব্লগ থেকে প্রবাসী ও সম্পদশালীদের তথ্য সংগ্রহ করে তাদেরকে বই প্রকাশের প্রস্তাব দেয়। একপর্যায়ে লেখকের গলায় পাড়া দিয়ে নিজের পকেট ভারি করে।
মান্সম্পন্ন সাহিত্য সৃষ্টি না হওয়ার পেছনে যতটা না লেখক দায়ী, তার চেয়ে বেশি দায়ী এসব ভবঘুরে ধান্দাবাজ প্রকাশক।

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আসলে তা-ই। এই শ্রেণিটি এখন আমাদের সাহিত্য নিয়ে ব্যবসা ফেঁদে বসেছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শুভেচ্ছা নিরন্তর।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু বাটপার প্রকাশক আছে যাদের কাছে টাকাই সব। এরা বিভিন্ন গ্রুপ,ফেসবুক, ব্লগ থেকে প্রবাসী ও সম্পদশালীদের তথ্য সংগ্রহ করে তাদেরকে বই প্রকাশের প্রস্তাব দেয়। একপর্যায়ে লেখকের গলায় পাড়া দিয়ে নিজের পকেট ভারি করে।
মান্সম্পন্ন সাহিত্য সৃষ্টি না হওয়ার পেছনে যতটা না লেখক দায়ী, তার চেয়ে বেশি দায়ী এসব ভবঘুরে ধান্দাবাজ প্রকাশক।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু বাটপার প্রকাশক আছে যাদের কাছে টাকাই সব। এরা বিভিন্ন গ্রুপ,ফেসবুক, ব্লগ থেকে প্রবাসী ও সম্পদশালীদের তথ্য সংগ্রহ করে তাদেরকে বই প্রকাশের প্রস্তাব দেয়। একপর্যায়ে লেখকের গলায় পাড়া দিয়ে নিজের পকেট ভারি করে।
মান্সম্পন্ন সাহিত্য সৃষ্টি না হওয়ার পেছনে যতটা না লেখক দায়ী, তার চেয়ে বেশি দায়ী এসব ভবঘুরে ধান্দাবাজ প্রকাশক।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু বাটপার প্রকাশক আছে যাদের কাছে টাকাই সব। এরা বিভিন্ন গ্রুপ,ফেসবুক, ব্লগ থেকে প্রবাসী ও সম্পদশালীদের তথ্য সংগ্রহ করে তাদেরকে বই প্রকাশের প্রস্তাব দেয়। একপর্যায়ে লেখকের গলায় পাড়া দিয়ে নিজের পকেট ভারি করে।
মান্সম্পন্ন সাহিত্য সৃষ্টি না হওয়ার পেছনে যতটা না লেখক দায়ী, তার চেয়ে বেশি দায়ী এসব ভবঘুরে ধান্দাবাজ প্রকাশক।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য কথায় বিলাই বেজার ;)

তবু সত্য বলতেই হবে। আর এই স্রোত যদিও সমসামিয়ক বিভ্রম সৃষ্টি করছে,
মহাকালে শেওলার মতোই ভেসে যাবে।
তবে হ্যা, ক্ষতি যা হচ্ছে তা রিকভার করা দুরুহ বটে।

এমনিতেই ডিজিটাল সোশাল মিডিয়ার ভীরে বইয়ের পাঠক কমছে দ্রুত, তার মাঝে এই চর্চা আতংকজনক বটে!

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর বলেছেন ভাই।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আর শুভেচ্ছা অগণিত। শুভকামনা।

৯| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৮

নেওয়াজ আলি বলেছেন: সিলেটের প্রকাশক পায়রা প্রকাশনী অনেক লোকের টাকা বই কিছুই ফেরত দেয়নি। বিভিন্ন লেখকের অসাহিত্য প্রকাশতো আছেই

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুব টাউট এরা। এদের থেকে সাবধানে থাকাই ভালো।

আপনাকে অশেষ ধন্যবাদ। আর শুভেচ্ছা নিরন্তর।

১০| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


@গিয়াস উদ্দিন লিটন,

আমি ব্লগে আসার পর, ব্লগার সাধুর ১টা পোষ্ট পড়ে টের পেয়েছিলেম যে, এই লোকের সমস্যা আছে; আমি আকার ইঙিতে উনাকে বলেছিলাম। উনার একটা বইয়ের নাম দিয়েছিলেন, "রবীন্দ্রনাথা ঠাকুরের ১১৫ বছর ... ব্লা ব্লা ব্লা", ২ পাতা জোড়া নাম; আমি সেটা নিয়ে হাসাহাসি করেছিলাম, আমি উনার মন খারাপ করার চেষ্টা করিনি; কিন্তু নামের মাঝে সে সততার অভাব ছিলো, সেটা নিয়ে হেসেছিলাম।

১১| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৭

রাজীব নুর বলেছেন: মানুষকে তো বেঁচে থাকতে। বেঁচে থাকতে গিয়ে মানুষকে অনেক কিছু করতে হয়।

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ ভাই।
অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.