নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেই নিজের নিয়ম বানাও

গল্পকার হবার জন্য লেখিনা, লিখি কারন যা বলতে ইচ্ছা করে তা শুনার কেউ নাই ।

চড়ুই

অসংখ্য বার পরাজিত হয়েছি কিন্ত আজও স্বপ্ন দেখি আরও একবার উঠে দাঁড়াবার।

চড়ুই › বিস্তারিত পোস্টঃ

মানব চরিত্র কত প্রকার এবং কি কি?

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৬

১) হ তরে কইছে

এই টাইপের মানুষজন মনে করে দুনিয়াতে একমাত্র তারাই সঠিক বাকী সবাই ভুল। নিজেদেরকে তারা সবজান্তা ভাবে। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও অনেক কিছু শিখার আছে তার কাছ থেকে। /:) /:) অনেকটা খালি কলসি বাজে বেশি টাইপ।

২) বড় ভাই যা কয় তাই ঠিক

এই টাইপের মানুষদের কোন নিজস্বতা নাই। বাকিদের তেল মেরে এদের দিন কাটে। আল্লাহ উনাদের হেদায়েত করুক।

৩) সুবিধাবাদী

এই টাইপের মানুষদের একটা কমন বুলি, " এই ব্যাপারে আমি আপনার সাথে সহমত"। যে দিক বেশি ভারি পাল্লা থাকে তারা ওইদিকেই থাকে। গা বাচিয়া চলে সবসময়।

৪) ঠোঁটকাটা

এই টাইপের মানুষরা মুখে যা আসে সরাসরি সেটা বলে দেয়। এরা খারাপ ভালো কিছু চিন্তা করেনা এবং মনে কোন কথা রাখেনা। এজন্য আশেপাশের মানুষ জন এদের খুব একটা দেখতে পারেনা। শত্রু তৈরি হবার সম্ভাবনা এদের অনেক বেশি। যদিও আমি নিজে এই গ্রুপে পরি। মুখে মধু অন্তরে বিষ আমার ক্ষেত্রে খাটেনা। যদি বিষ থাকে তো শুধুই বিষ নতুবা শুধুই মধু। মধ্যবর্তী কোন স্থান নাই। :| :| :|

৫) জেদি

এই টাইপের মানুষ একটু একগুঁয়ে স্বভাবের। এরা অতি আহ্লাদে বড় হয়। তাই কোন কিছু এদের অনুকূলে না হলে এরা সহজে তা মানতে পারেনা। আমি এটা চাই তো ব্যাস চাই আর কোন কথা না। তুমি মরো আর বাঁচো আমার এটা লাগবে ব্যাস।

৬) মিচকা শয়তান

এই টাইপের মানুষ জন সেই লেভেলের খারাপ হয়ে থাকে। এদের কাজ হচ্ছে কাঁটা ঘায়ে নুনের ছিটা দেয়া। সেই লেভেলের বদ প্রকিতির মানুষ এরা। এদের আপনি যাই বলেন কোন লাভ নাই খালি দাত কেলাইয়া হাসে। আর খালি পারে অন্যদের খুচাইতে। আপনি যখন বিপদে পড়বেন এরা তো আপনাকে বাঁচাবেই না বরং আপনার অবস্থা দেখে হাসবে। এরা হইলো বদের বদ, শয়তানের শয়তান, খচ্চরের খচ্চর। X( X( X(( X((

৭) আমি হইলাম জনমদুঃখী

এই টাইপের মানুষদের দেখলে মনে হবে দুনিয়ার সকল কষ্ট আল্লাহ যেন এদের দিছে। এরা মুখটাকে সব সময় বাংলার পাঁচের মতো করে রাখে। যেকোন উৎসব বলেন, অনুষ্ঠান বলেন এদের মুখ থেকে বিষণ্ণ ভাব কখনো যাইনা :( :( :(তোরা হাসলে কি সরকার তোদের কাছ থেকে ট্যাক্স নিবে??? একটু হাসলে কি হয়রে বাবা!!!!!!!

৮) আমাকে আমার মতো থাকতে দাও

আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি


এই টাইপের মানুষ হলো শান্তিপ্রিয়। এরা কারো সাথে লাগতে যাইনা। চুপচাপ স্বভাবের।

৯) আমি হইলাম রাজু মাস্তান

সুতরাং সাবধান


নাম শুনেই বুঝতে পারছেন এদের ধরন। কথায় কথায় ঝগড়া,মারামারি করা এদের স্বভাব।

“একবার কইছি তো কইছি এলা ফুট, নইলে এখানটাতে মারবো একবারে শ্মশানে গিয়ে পরবি”।

ভাইজান ডরাইছি এইবারের মতো মাফ কইরা দেন। /:) /:) /:)

১০) ছাগলের তিন নাম্বার বাচ্চা

এরা একটু আবাল টাইপের। কি যে তারা করে নিজেরাই জানেনা। তাদেরকে নীল রঙের একটা জামা দেখিয়ে যদি বলা হয় , বলতো এইটা কি রঙ? সে বলবে- নীল। আপনি যদি বলেন তরে কইছে এইটা সবুজ রঙ। প্রতিউত্তরে সে বলবে , তাইলে মনে হয় এইটা সবুজ রঙ্গই হবে। B:-) B:-)

মন্তব্য ৮৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৬

অপ্‌সরা বলেছেন: ) মিচকা শয়তান
এই টাইপের মানুষ জন সেই লেভেলের খারাপ হয়ে থাকে। এদের কাজ হচ্ছে কাঁটা ঘায়ে নুনের ছিটা দেয়া। সেই লেভেলের বদ প্রকিতির মানুষ এরা। এদের আপনি যাই বলেন কোন লাভ নাই খালি দাত কেলাইয়া হাসে। আর খালি পারে অন্যদের খুচাইতে। আপনি যখন বিপদে পড়বেন এরা তো আপনাকে বাঁচাবেই না বরং আপনার অবস্থা দেখে হাসবে। এরা হইলো বদের বদ, শয়তানের শয়তান, খচ্চরের খচ্চর।


হা হা এইটাই সবচাইতে মজার...... :P

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৭

চড়ুই বলেছেন: মিচকা শয়তান থেকে সাবধান। ফাজিল গুলা X( X( X( X(

২| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৪

নীল জোসনা বলেছেন: দুনিয়া থাইক্কা কি তাইলে ভালো মানুষ সব পলাইছে ....। :-/ :-/

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৫

চড়ুই বলেছেন: আছে তবে কিঞ্চিৎ ভণ্ডামি তে সব ভইরা গেছে। /:) /:) /:) /:) /:)

৩| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:০২

ফা হিম বলেছেন: আমি মনে হয় সুবিধাবাদীদের দলে পরে গেছি।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৬

চড়ুই বলেছেন: ছিঃ ছিঃ ভাইজান আপনি এত খারাপ? :( :( :( :-P :-P
তয় আপনের সুবিধা হইলো আপনার শত্রু কম থাকবে। :P

৪| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:০২

না পারভীন বলেছেন: উপরোক্ত ১০ মিশালি টাইপের আরেকটি গ্রুপ থাকলে ভাল হত। সবগ্রুপের অল্পবিস্তর দিয়ে তারা তৈরী :) :D

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৬

চড়ুই বলেছেন: এইরকম মানুষ খুইজা পাওয়া কঠিন। /:) /:)

৫| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগারদের চরিত্র কত প্রকার ও কী কী? ব্যাখ্যা করুন। :) :)

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:২০

চড়ুই বলেছেন: ভাইয়া আপনে দেখি আসলেই গুরু। আমি আর কি বলবো পোস্ট থেকেই বুঝেনিন।

৬| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৫

অপ্‌সরা বলেছেন: @সোনাবীজ ভাইয়া উদাহরন সহ ব্যাখা করতে হবে তাইনা? :P


আমি মনে হয় মিচকা এর কিছু আর সুবিধাবাদী এর কিছু আর জিদ্দি টাইপ( আউল ফাউল) মিক্সড এ পড়বো। :P :P :P :P

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৮

চড়ুই বলেছেন: আপু আপনার জন্য রইলো শুভকামনা। তবে আমিও মিচকার ট্রেনিং চাই। লিঙ্ক দেন। /:) /:) /:) /:) /:) /:) /:)

৭| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উদাহরণটা উহ্য থাকবে। পাঠক নিজেকে খুঁজে নিবেন নিজ দায়িত্বে :)

@শায়মা আপু।

৮| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ৮:২৯

সিস্টেম অ্যাডমিন বলেছেন: বর্তমানে আমি 'জেদি' বিফলে 'আমাকে আমার মতো থাকতে দাও',কখনও জনমদুঃখী গোছের । সুবিধাবাদী হবার চেষ্টায় আছি ।

২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০০

চড়ুই বলেছেন: শুভকামনা আপনার জন্য।

৯| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০১

লেখোয়াড় বলেছেন:
আপনি কোন দলে হে লেখক??

আমার তো মনে হয় আপনি ৬ নম্বর দলে। মিচকা...............!!

অনেকদিন পর ব্লগে একজন ব্লগার পেলাম বলে মনে হচ্ছে।

তবে হ্যাঁ আমাকে কোন দলে ফেলা যায় সেটা শায়মা বলত পারবে!!

২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০০

চড়ুই বলেছেন: না রে ভাই আমি মিচকা না। আমি কোন দলে সেটা পোস্টে দেয়া আছে। তবে মিচকা হবার চেষ্টাই আছি।

১০| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৪

রাবেয়া রব্বানি বলেছেন: বর্তমানে ৮ নং এ আছি

২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০১

চড়ুই বলেছেন: তাইলে তয় দেখি আপনি অনেক লক্ষ্মী। অন্য গুলাতে ভেজাল।

১১| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৫

রাবেয়া রব্বানি বলেছেন: বাই দা ওয়ে আপনার বায়ো ভালো লেগেছে। কিপ আপ।

২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০১

চড়ুই বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১২| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৩

হাসান ইফহাজ বলেছেন: অতি ভাল লাগলো .

২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৫

চড়ুই বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: ৮ নাম্বারে আছি এখন :) তয় মাঝে মধ্যে ৯ নাম্বার হইতে মুন্চায় B-))
বিশ্লেষণে পিলাচ ++++++

২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৩

চড়ুই বলেছেন: আপনিও লক্ষ্মী।
তয়ই যদি হন গুন্ডা
তবে দয়া কইরা নিয়েন না আমার জানডা।
:-/ :-/ :-* :-*

১৪| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৮

মুহাই বলেছেন: একাধিক গ্রুপে নিজের বৈশিস্ট্য খুঁজে পাচ্ছি!!!!

২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬

চড়ুই বলেছেন: শুভকামনা জানবেন।

১৫| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৯

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা মজা পেলাম, যদিও ব্যক্তিগত দৃষ্টিকোন থেকে লেখা। আসলে ব্লগ হলো বাস্তব জগতেরই একটা প্রতিচ্ছবি, এখানে দুনিয়ার সব কিসিমের মানুষই পাবেন।

তবে আমার মতে বাস্তবে হোক কিংবা ভার্চুয়াল জগতেই হোক, কেউই পুরাপুরি কোন পার্টিকুলার গ্রুপে পড়ে না, সবার মধ্যেই অনেকগুলোর মিশ্রণ দেখা যায়।

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২২

চড়ুই বলেছেন: হয়তোবা

১৬| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অসংখ্য বার পরাজিত হয়েছি কিন্ত আজও স্বপ্ন দেখি আরও একবার উঠে দাঁড়াবার।

Noah and the whale এর the first day of spring গানটা শুনেছেন ? একেবারে এই রকম কথাবার্তা।

পোস্টটা মজার, যদিও ব্যাপারটা ঠিক এতো সহজ বলে আমি মনে করি না। :|

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৮

চড়ুই বলেছেন: জী না গানটা শুনিনি। মানব মন বড়ই বিচিত্র আর অনেক কমপ্লেক্সিটি থাকতে পারে। কমেন্টে ধন্যবাদ।

১৭| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩০

সাদাসিধা মানুষ বলেছেন: নাম্বার ১০ আছি মনে হয়.. :-(

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩১

চড়ুই বলেছেন: ভাইজান কিতা কইলেন??? /:) /:) /:) /:) /:) /:) /:) /:) #:-S #:-S #:-S B:-) B:-)

১৮| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪

সাদাসিধা মানুষ বলেছেন: হ, ঠিক আপনেরডাই মনেলয় ঠিক :-P

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৬

চড়ুই বলেছেন: আমার কোনটা ঠিক মনেলয়?

১৯| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৬

সাদাসিধা মানুষ বলেছেন: :-) জ্বী জ্বী! এক্কেরে হাছা কথা!

২০| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩০

সাদাসিধা মানুষ বলেছেন: হাছা না? :O

২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১২

চড়ুই বলেছেন: কি হাছা আর কি যে হাছা না সেইটা আপ্নেই জানেন। খেপলেন কেন???

২১| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪২

হাইজেনবার্গ ০৬ বলেছেন: সবগুলাই নারী চরিত্রের বৈশিষ্ঠ, পুরুষ বা ছেলেরা এমন না।

২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১১

চড়ুই বলেছেন: হি হি আমার তো উল্টা মনে হয়।

২২| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৬

শাহ আজিজ বলেছেন: আচ্ছা চড়ুই পাখি নিজের অ্যাসেসমেনট করছে কখনও ??

২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১১

চড়ুই বলেছেন: করেছি।

২৩| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৮

সুমন কর বলেছেন: হাহাহাহাহ............দারুণ বিশ্লেষণ !!

২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১১

চড়ুই বলেছেন: ধন্যবাদ।

২৪| ২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

শিশির খান ১৪ বলেছেন: হুম আসলে নারী চরিত্র বেশী প্রাধান্য পাচ্ছে আমি এক মত ,ছেলেদের সাথে মিল আছে তবে ওদের বিভাজন টা একটু অন্য রকম ভাবে করতে হবে

২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

চড়ুই বলেছেন: নারীপুরুষ নির্বিশেষে সবার সাথেই চরিত্র গুলো মিলে। এমন অনেক জন কেই আমাই চিনি যারা পুরুষ এবং তাদের মধ্যে এই আচরন গুলো বিদ্যমান।

২৫| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৬

অপ্‌সরা বলেছেন: ১)হ তরে কইছে - ০

২) বড় ভাই যা কয় তাই ঠিক-০

৩) সুবিধাবাদী-০

৪) ঠোঁটকাটা - ১০

৫) জেদি-৫

৬) মিচকা শয়তান-৮০

৭) আমি হইলাম জনমদুঃখী-০

৮) আমাকে আমার মতো থাকতে দাও-৫

৯) আমি হইলাম রাজু মাস্তান-০

১০) ছাগলের তিন নাম্বার বাচ্চা-০


লেখোয়াড়ভাইয়ার নাম্বারিং করলাম....... :P

২৬| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪৮

জসীম অসীম বলেছেন: আমি আপনার ব্লগে আজই প্রথম। পড়ে ভালো লাগলো।ধন্যবাদ।

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৪

চড়ুই বলেছেন: স্বাগতম আমার ব্লগে।

২৭| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৮

ইলি বিডি বলেছেন: মারাত্মক পোস্ট, ভাল লাগলো।

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৪

চড়ুই বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।

২৮| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৩

সাদাসিধা মানুষ বলেছেন: নানা ছিছি ক্ষেপিনি! আমি আপনার সাথে একটু দুষ্টুমী করলাম :-) কিছু মনে করবেন না..ভালো থাকুন!

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৫

চড়ুই বলেছেন: কিছু মনে করিনি।

২৯| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৭

অণুজীব বলেছেন: Ami 8 number a kintu manus bole Ami naki 6 er moddhe pori.

post valo hoise.

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৫

চড়ুই বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩০| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৭

এহসান সাবির বলেছেন: গুড পোস্ট!!!

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৬

চড়ুই বলেছেন: ধন্যবাদ।

৩১| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪০

আহসানের ব্লগ বলেছেন: কি বোলোবো ঠিক বুঝতে পারছিনা।

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৬

চড়ুই বলেছেন: কেন?

৩২| ২৬ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৩৫

অর্বাচীন পথিক বলেছেন: উপভোগ করলাম , আমি আছি ৪ ন ং এ

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৬

চড়ুই বলেছেন: হে হে আপু আপনে তো আমার দলে।

৩৩| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৬

মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ বলেছেন: চড়ুই আপু, কেমন আছেন??

২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৮

চড়ুই বলেছেন: ভালো আছি ভাইয়া। ঈদ মোবারক।

৩৪| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৯

অর্বাচীন পথিক বলেছেন: হু আপু, তবে বড্ড চাপে থাকতে হয় সব সময়, পিচে টিকে থাকাই মুশকিল :P

২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৭

চড়ুই বলেছেন: ব্যাপার না আপু। ডু হুয়াট ইউ ওয়ানট টু ডু। :) :)
ঈদ মোবারক।

৩৫| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৫

আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: ভালো পোস্ট।

২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৮

চড়ুই বলেছেন: ধন্যবাদ।

৩৬| ২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

সাইফুল শাকিল বলেছেন: আমি নিজেই ৪, ৫, ৮ । তবে পুরো না অর্ধেক করে । কোনটার প্রথম অর্ধেক কোনটার শেষের অর্ধেক ।

২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

চড়ুই বলেছেন: শুভকামনা জানবেন।

৩৭| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১:১৬

নাইমুল ইসলাম বলেছেন: "এরা মুখটাকে সব সময় বাংলার পাঁচের মতো করে রাখে" - এই ডায়ালগটা আমার আব্বা দেয় আমাকে যখন রাগ বেশি প্রকাশ করে ফেলি =p~
কিন্তু আমি জনমদুঃখী টাইপের না :P

২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৪

চড়ুই বলেছেন: হে হে, কোন টাইপের সেটা তো বললেন না।

৩৮| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২১

অর্বাচীন পথিক বলেছেন: ঈদ মোবারক
চড়ুই

২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩১

চড়ুই বলেছেন: :#) :#) :#) :D

৩৯| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২২

না পারভীন বলেছেন: আমিই দশ মিশালি চড়ুই। কোনটাই খুব প্রমিনেন্ট না কিন্তু সব ই আছে চরিত্রে। হাহাহা :D

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৮

চড়ুই বলেছেন: তাইনাকি? আমার তো মনে হয় আপনি অনেক শান্ত আর লক্ষ্মী।
ভালো থাকবেন।

৪০| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫২

নাইমুল ইসলাম বলেছেন: আমি ৪ এবং ৫ নম্বর টাইপের আর একটু যদি নিজের প্রশংসা করি তাহলে বলবো ৮ নম্বর টাইপটাও আমি 8-|

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৮

চড়ুই বলেছেন: শুভকামনা জানবেন। ঈদ মোবারক।

৪১| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: জ্ঞানীদের ব্লগে কমেন্ট করতে ভেবে চিন্তে করতে হয়! আমিও ভাবছি আপনার এই পোষ্ট এ কি কমেন্ট করা যায়, তবে এতটুকু জানি আমি কোন গ্রুপে আছি সেটা আমি নিজে বিচার করলে পক্ষ পাতিত্বের ঠেকানোর অযোগ্য একটা সিচুয়েশন এর মুখোমুখি হতে হয়! বিচার টা অন্যরা করলে ভালো হয়! শায়মা আপুর দৃষ্টি আকর্ষণ করছি

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৩

চড়ুই বলেছেন: "জ্ঞানীদের ব্লগে কমেন্ট করতে ভেবে চিন্তে করতে হয়! আমিও ভাবছি আপনার এই পোষ্ট এ কি কমেন্ট করা যায়,"

কি বুঝাতে চাইছেন? এটা নাকি যে আপনি ১ নাম্বার দলে? :P

"তবে এতটুকু জানি আমি কোন গ্রুপে আছি সেটা আমি নিজে বিচার করলে পক্ষ পাতিত্বের ঠেকানোর অযোগ্য একটা সিচুয়েশন এর মুখোমুখি হতে হয়! বিচার টা অন্যরা করলে ভালো হয়! "

আপনি মানুষ হিসেবে কেমন সেটা অন্যরা কিভাবে বলবে? তারা কি আপনাকে আপনার থেকে ভালো চেনে আজিব!!!!! B:-) B:-)

যাই হোক ভালো থাকবেন।

৪২| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৮

আরািফন বলেছেন: লেখাটা জীবন থেকে নেওয়া।আমার মুখের কারণে আনেকের সাথে ভুল বোঝাবুঝি হয়।

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৪

চড়ুই বলেছেন: ব্যাপার না। চেষ্টা করবেন এই ভুল বুঝাবুঝি যেন আপনার পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে না হয়। কারণ তারা জীবনে অনেক গুরুত্বপূর্ণ। বাকি সব গোল্লাই যাক। ঈদ মবারাক।

৪৩| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ভালই তো মানব চরিত্র তাহলে দশ প্রকার। আর তাদের সুন্দর বর্ণনাও পাওয়া গেল । !:#P !:#P

৪৪| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: এইতো, আপনি না হয়ে অন্য কেউ হলে ঠিক ই বুঝতো! আপনি অবশ্যই মহাজ্ঞানী, না হলে নিজেকে বিচার করার দুর্লভ ক্ষমতা পেতেন না!
মহাজ্ঞানীর ব্লগে দ্বিতীয় বার কমেন্ট করার সাহস করে আমি ধন্য!
যাই হোক ঈদের আগাম শুভেচ্ছা গ্রহণ করুন!

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫০

চড়ুই বলেছেন: আপনার কমেন্ট পড়ে হাসবো না কাঁদবো সেটা বুঝতেছিনা। দুনিয়াতে মনে হয় আপনি একাই একটা পিস যে নিজে কেমন সেটা জানেনা। আর কি বললেন আমি মহাজ্ঞানী, নারে ভাই আমি মহাজ্ঞানী না আমি খুবই নগণ্য একজন মানুষ। তবে আপনার এত লাগছে কেন? বার বার মহাজ্ঞানী মহাজ্ঞানী করছেন কেন?
"ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনা"। প্রবাদ তা মনে পরে গেলো।

আপনি যদি নিজেকেই না জানেন তাহলে আপনে অন্য কারো সম্পর্কে কি মতামত দিবেন? জান আগে নিজেকে জানুন।
আপনাকেও ঈদের আগাম শুভেচ্ছা দয়া করে গ্রহণ করুন।
:) :)

৪৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫০

অদ্বিত বলেছেন: আমি শুধু ৮ নম্বরের মধ্যেই পড়ি। ঐ একটাই আমর সাথে মেলে।

৪৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫১

অদ্বিত বলেছেন: ৪ নম্বরটা কোন মানুষেরই হওয়া উচিত না।

৪৭| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৯

লিখেছেন বলেছেন: হ তরে কইছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.