নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মনাং বিধিই হোক যাপিত জীবনের প্রেরণার উৎস।

তাজা কলম

সেই কবে ... সভ্যতার আদিলগ্নে সূচিত হয়েছিল নিজেকে জানার অদম্য বাসনা। গ্রিক দর্শনের ‘know thyself’ কিংবা ভারতবর্ষের প্রাচীন দার্শনিকদের, “আত্মনাং বিধি”–র উত্তর আজো মেলেনি লাখো লাখো বছরের মানব ইতিহাসে। এই আত্মঅন্বেষণই তাজাকলমের জীবন তপস্যা। তবে নিজেকে জানার সাধনা বৈরাগ্যের পথে নয় বরং মানুষের সাথে থেকে, মানুষকে ভালোবেসে, মানুষের মাঝেই তাজা কলম খুজেঁ পেতে চায় আপন অস্তিত্বের ভূভাগ। তবুও তাজা কলম পৃথিবীতে এক গৃহী সন্নাসী কারন সে নিয়ত খুজেঁ ফিরছে শূণ্য খেকে আসা এবং শূণ্যতেই বিলীন হওয়া মানব জীবনের গুঢ় রহস্য। বিশেষ অনুরোধ: এ ব্লগে প্রকাশিত লেখাগুলো কপিরাইটের আওতাভূক্ত । লেখকের অনুমতি ছাড়া এখানে প্রকাশিত কোন লেখা কিংবা লেখার অংশ বিশেষ কেহ অন্য কোথাও প্রকাশ করলে বেআইনি কাজ হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে লেখকের সাথে যোগাযোগ করুন।

তাজা কলম › বিস্তারিত পোস্টঃ

লেখালেখি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০২

লেখার মান বাড়াতে হলে সবসময় নিজেকে হতে হবে নিজের লেখার নির্মম সমলোচক। কথাটি মননশীল কিংবা সৃজনশীল্‌ উভয়ক্ষেত্রেই প্রযোজ্য। কবিতা কিংবা কথাসাহিত্যের জন্য বিষয়টি আরো বেশী জরুরী। আপনার পিঠ চাপড়ানোর জন্য অনেককেই পাবেন।, আপনার লেখা পড়ে কিংবা না পড়েই আপনাকে বাহবা দেওয়ার লোকের কমতি নেই। কিন্তু এতে বিভ্রান্ত হলে লেখক হিসেবে নিঃসন্দেহে আপনি হবেন নিম্নগামী। একমাত্র বোদ্ধা পাঠকেরাই আপনার লেখার যথার্থ মূল্যায়ন করতে পারেন, তারা চাইলে। সত্যিকার অর্থে, বোদ্ধা পাঠকের সংখ্যা মুষ্টিমেয়। এ প্রসঙ্গে জীবনানন্দের বহুলচর্চিত বয়ান "সবাই কবি নয়, কেউ কেউ কবি" বদলে বলা যায়, "সবাই পাঠক নয়, কেউ কেউ পাঠক।" অবশ্য এ বিষয়ে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে আপনি সস্তা পাঠকপ্রিয়তা চান না সত্যিকার অর্থে ভালো লেখতে চান।

তবে আপনার লক্ষ যাই হোক না কেন, ভালো লিখতে হলে আপনাকে সবসময়ই নিজেকে অতিক্রম করতে হবে। খেয়াল রাখতে হবে আপনার আজকের লেখা যেন গতকালের লেখার চেয়ে মানসম্মত এবং অনন্য হয়।

শুভ লেখালেখি।










মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

ভবোঘুরে বাউল বলেছেন: গুরুত্তপূর‌্ণ পরামর‌্শ দেওয়ার জন্য ধন্যবাদ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

তাজা কলম বলেছেন: ধন্যবাদ।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনি এই নিয়ম অনুসরণ করেন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

তাজা কলম বলেছেন: চেষ্টা তো করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.