নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মনাং বিধিই হোক যাপিত জীবনের প্রেরণার উৎস।

তাজা কলম

সেই কবে ... সভ্যতার আদিলগ্নে সূচিত হয়েছিল নিজেকে জানার অদম্য বাসনা। গ্রিক দর্শনের ‘know thyself’ কিংবা ভারতবর্ষের প্রাচীন দার্শনিকদের, “আত্মনাং বিধি”–র উত্তর আজো মেলেনি লাখো লাখো বছরের মানব ইতিহাসে। এই আত্মঅন্বেষণই তাজাকলমের জীবন তপস্যা। তবে নিজেকে জানার সাধনা বৈরাগ্যের পথে নয় বরং মানুষের সাথে থেকে, মানুষকে ভালোবেসে, মানুষের মাঝেই তাজা কলম খুজেঁ পেতে চায় আপন অস্তিত্বের ভূভাগ। তবুও তাজা কলম পৃথিবীতে এক গৃহী সন্নাসী কারন সে নিয়ত খুজেঁ ফিরছে শূণ্য খেকে আসা এবং শূণ্যতেই বিলীন হওয়া মানব জীবনের গুঢ় রহস্য। বিশেষ অনুরোধ: এ ব্লগে প্রকাশিত লেখাগুলো কপিরাইটের আওতাভূক্ত । লেখকের অনুমতি ছাড়া এখানে প্রকাশিত কোন লেখা কিংবা লেখার অংশ বিশেষ কেহ অন্য কোথাও প্রকাশ করলে বেআইনি কাজ হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে লেখকের সাথে যোগাযোগ করুন।

তাজা কলম › বিস্তারিত পোস্টঃ

মুখ ও মুখোশ

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪


মুনীর সাহেবের খুব সুনাম। কোন মেয়ের দিকে মুখ তোলেও তাকান না। আহা কি একনিষ্ঠ! বৌকে ছাড়া কিছুই বুঝেন না। কেউ কেউ নাকও সিঁটকায়, ' স্ত্রৈণ, পুরোপুরিই স্ত্রৈণ একটা!' মুখরোচক এসব কথাবার্তা মাঝেমধ্যে তার কানেও আসে। মনে মনে হাসেন তিনি।

টাইয়ের নট ঠিক করতে করতে ভাবনায় চলে আসে জয়ন্তি, মীরা এবং ঐশী। টেবিলের ড্রয়ার টেনে ব্রুট পারফিউমটি বের করেন। আচ্ছা, ব্রুটের বুনোগন্ধে কে যেন মাতাল হয়? ... ঐশীই তো। ঐশীর কাছেই যাওয়ার ডিসিশন নিয়ে ফেলেন তিনি। অফিস থেকে বেরুবেন এখন। পকেট থেকে মোবাইল বের করে স্ত্রীকে ফোন দেন, 'এ্যাই শুনছো, অফিসে আজকে এক প্রোগ্রাম পড়ে গেছে, বিদেশী ডেলিগেটস আসবে... ফিরতে বেশ রাত হবে ... লক্ষ্মীটি রাগ করো না .. আর হ্যা, তুমি খেয়ে নিয়ো প্লীজ, আমার জন্য বসে থেকো না। লাভ ইউ সুইটি!'

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

স্বপ্নবাজ তরী বলেছেন: সুন্দর হয়েছে

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকৃতই ছোট গল্প :)

+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.