নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মনাং বিধিই হোক যাপিত জীবনের প্রেরণার উৎস।

তাজা কলম

সেই কবে ... সভ্যতার আদিলগ্নে সূচিত হয়েছিল নিজেকে জানার অদম্য বাসনা। গ্রিক দর্শনের ‘know thyself’ কিংবা ভারতবর্ষের প্রাচীন দার্শনিকদের, “আত্মনাং বিধি”–র উত্তর আজো মেলেনি লাখো লাখো বছরের মানব ইতিহাসে। এই আত্মঅন্বেষণই তাজাকলমের জীবন তপস্যা। তবে নিজেকে জানার সাধনা বৈরাগ্যের পথে নয় বরং মানুষের সাথে থেকে, মানুষকে ভালোবেসে, মানুষের মাঝেই তাজা কলম খুজেঁ পেতে চায় আপন অস্তিত্বের ভূভাগ। তবুও তাজা কলম পৃথিবীতে এক গৃহী সন্নাসী কারন সে নিয়ত খুজেঁ ফিরছে শূণ্য খেকে আসা এবং শূণ্যতেই বিলীন হওয়া মানব জীবনের গুঢ় রহস্য। বিশেষ অনুরোধ: এ ব্লগে প্রকাশিত লেখাগুলো কপিরাইটের আওতাভূক্ত । লেখকের অনুমতি ছাড়া এখানে প্রকাশিত কোন লেখা কিংবা লেখার অংশ বিশেষ কেহ অন্য কোথাও প্রকাশ করলে বেআইনি কাজ হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে লেখকের সাথে যোগাযোগ করুন।

তাজা কলম › বিস্তারিত পোস্টঃ

ম্যাজিসিয়ান

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯


পরনে জীর্ণ এক জরির শেরওয়ানি, জায়গায় জায়গায় তালিতাপ্পি মারা। মাথায় কালো হেট। দেখলেই বাচ্চাদের বইয়ে আঁকা ক্লাউনের ছবিটাই ভেসে আসে। তবে ইনি ক্লাউন না। ইনি একজন ম্যাজিশিয়ান, গ্রামের হাটেবাজারে ম্যাজিক দেখিয়ে জীবিকা নির্বাহ করেন। বাপের দেওয়া নামের আগে পিছে বিশেষণ যোগ করে তার পরিচিতি জাদু সম্রাট সগির আলী মুন্সি বলেই। গ্রামের অনেকে অবশ্য তাকে খানিকটা সমীহ করে ম্যাজিসিয়ান সাব বলে ডাকে।

বেশ কিছুদিন হলো ম্যাজিশিয়ান সাবের আয় কমে এসেছে। একই ধরণের ম্যাজিক বারবার দেখতে দেখতে হাটুরেদের একঘেয়েমি এসে গেছে। তারা আর পয়সা খরচ করে তার ম্যাজিক দেখতে ভিড় জমায় না। হাটবার হলেও আজ তাই তাকে প্রায় খালি হাতেই বাড়ি ফিরতে হয়। বাড়িতে ঢুকেই দেখেন আট বছরের মেয়ে আর বৌ ম্লান মুখে বসে আছে। আজো অনাহারে। ওদের খানিকটা আনন্দ দেওয়ার জন্যই সে ম্যাজিকের বাক্স খুলে রুমাল বের করে। বাতাসে রুমাল উড়িয়ে বিড় বিড় করে মন্ত্র পড়ে বাতাস থেকে এক একটি গোলাপ ধরে এনে মা ও মেয়ের হাতে দেয়। ওরা দুজনে অবাক হয়ে যায়। হঠাৎ মেয়েটি বলে উঠে, 'বাজান, ম্যাজিক কইরা আমাগো লাইগ্য ছালুন আইন্যা দাও। কতো দিন হইলো যে আমরা হুদা হুদা ভাত খাইতাছি।'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.