নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মনাং বিধিই হোক যাপিত জীবনের প্রেরণার উৎস।

তাজা কলম

সেই কবে ... সভ্যতার আদিলগ্নে সূচিত হয়েছিল নিজেকে জানার অদম্য বাসনা। গ্রিক দর্শনের ‘know thyself’ কিংবা ভারতবর্ষের প্রাচীন দার্শনিকদের, “আত্মনাং বিধি”–র উত্তর আজো মেলেনি লাখো লাখো বছরের মানব ইতিহাসে। এই আত্মঅন্বেষণই তাজাকলমের জীবন তপস্যা। তবে নিজেকে জানার সাধনা বৈরাগ্যের পথে নয় বরং মানুষের সাথে থেকে, মানুষকে ভালোবেসে, মানুষের মাঝেই তাজা কলম খুজেঁ পেতে চায় আপন অস্তিত্বের ভূভাগ। তবুও তাজা কলম পৃথিবীতে এক গৃহী সন্নাসী কারন সে নিয়ত খুজেঁ ফিরছে শূণ্য খেকে আসা এবং শূণ্যতেই বিলীন হওয়া মানব জীবনের গুঢ় রহস্য। বিশেষ অনুরোধ: এ ব্লগে প্রকাশিত লেখাগুলো কপিরাইটের আওতাভূক্ত । লেখকের অনুমতি ছাড়া এখানে প্রকাশিত কোন লেখা কিংবা লেখার অংশ বিশেষ কেহ অন্য কোথাও প্রকাশ করলে বেআইনি কাজ হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে লেখকের সাথে যোগাযোগ করুন।

তাজা কলম › বিস্তারিত পোস্টঃ

কবি কিংবা কবিতাপাঠক

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪২


বনানী সুপার মার্কেটের গেটের পত্রিকা হকার্সের দোকানটি আমার বইয়ের একজন পরিবেশক। অণুগল্পের বই 'মাইন্ড রিডার' বেশ বিক্রি হলেও কবিতার বই কালেভদ্রে। কয়েকদিন আগে সন্ধ্যায় ইউনিভার্সিটি থেকে ফেরার পথে দোকানটির সামনে দিয়ে যাচ্ছিলাম। দেখি এক পৌঢ় খুব মনযোগ দিয়ে আমার কবিতার বই 'মধ্যাহ্ন খরায় তবু আসে প্রেম' পড়ছেন। প্রায় মিনিট পনেরো পৃষ্ঠা্ উল্টিয়ে পাল্টিয়ে বেশ কয়েকটি কবিতা পড়তে দেখলাম। পড়া শেষ করে বইটি তিনি সযত্নে রেখে দিলেন যথাস্থানে। এবার আমি নিজের পরিচয় দিয়ে তার সাথে আলাপচারিতা শুরু করি-

- তা বইটি কেমন লাগলো?
- আপনার লেখা কবিতাগুলো অন্যরকম। বেশ টানে। তবে সবচেয়ে ভালো লাগলো, আপনার কবিতায় প্রচলিত আরবি শব্দগুলোর অভিনব প্রয়োগ। যেমন 'আমলনামা', 'সুবহে সাদেক', 'পুলসিরাত' শব্দগুলোর প্রয়োগ আমার বেশ লেগেছে ...

বেশ গুছিয়েই কথা বলছিলেন তিনি। বুঝলাম তিনি বেশ বোদ্ধা পাঠক । বেশ শ্লাঘাও বোধ করলাম। এবার আমি তাকে জিজ্ঞেস করি -
- তা ভাই আপনি কি করেন?
- ছোটখাটো বিজনেস করি। তবে আমিও কবিতা লিখি। ৮৩ সালে বইও বের করেছিলাম। এখনো লিখে যাচ্ছি... নোবেল পুরস্কারের জন্য বই সাবমিট করবো বলে ভাবছি।

আমি হাসবো কিংবা কাঁদবো বুঝতে পারলাম না। কবি কিংবা কবিতাপাঠক হামেশাই কি এমনতরো তারছেঁড়া হয়ে থাকে !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৭

পুলহ বলেছেন: কবির ব্যাক্তিগত অভিজ্ঞতা এবং উপলব্ধি- সংক্ষিপ্ত কিন্তু সাবলীল, এক টানে পড়ে গেলাম। আবারো বলছি- লেখার সাবলীলতায় মুগ্ধ হয়েছি।

" কবি কিংবা কবিতাপাঠক হামেশাই কি এমনতরো তারছেঁড়া হয়ে থাকে ! " :D
আপনার কবিজীবন সাফল্যমন্ডিত হোক! ভালো থাকবেন ! :)

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: যাক উনার বিরাট স্বপ্ন সত্যি হোক।
চমৎকার লাগল আপনার লেখাটা।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

রানার ব্লগ বলেছেন: কবি রা এমনি হয় জগত সংসার ভুলে খেয়ে বসে থাকে।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: কবি ছাড়া কেউ কবিতা পড়ে না!
ভদ্রলোকের উচ্চাশা বেশ হাসাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.