নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বিনির্মাণে যাঁরা দিয়েছেন নিজেদের সর্বোচ্চ ত্যাগ, আমরা তো কেবল তাদের পথের যাত্রী।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র—সমমর্যাদা (কবিতা)

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫০



যাদুঘরের সামনে একটা ফেস্টুন দাঁড় করানো হয়েছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সকলেই ফেস্টুনে শরীক হচ্ছে। আমি তুমি আমরা থেকে নিয়ে সকলেই অংশ নিচ্ছে। নেংটা নাস্তিক থেকে নিয়ে ধর্মান্ধ মোল্লা মৌলভী সকলের সাথেই যুক্ত হয়েছে ধনী-গরিব উঁচু-নিচু কুল। ভেদাভেদ ভূলে দাঁড়িয়েছে সেখানে পতিতা রমনী; কাঁধে হাত রেখে তার প্রধানমন্ত্রী। দাবী একটাই, গণতন্ত্রের সহবৎ প্রদর্শন।
অথচ এভাবেই প্রত্যেকের ঘুম ভাঙে। লেখকের ভাঙে স্বপ্ন। সন্ধ্যার অন্ধকার লুটেপুটে খেয়ে নেয় তাদের নগ্ন দেহ। সকলেই নিজেদের নগ্নতা খোঁজতে গিয়ে, পেয়ে যায় আপন আপন স্বার্থকতা। ভুলে যায় অন্যের অধিকার। অবশেষে ভোরের আলোতে গণতন্ত্রের ফেস্টুন থেকে খসে পড়ে সমমর্যাদার খোলস।




২৫শে জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
ছবিঃ ইন্টারনেট

মন্তব্য নিষ্প্রয়োজন

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.