নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বিনির্মাণে যাঁরা দিয়েছেন নিজেদের সর্বোচ্চ ত্যাগ, আমরা তো কেবল তাদের পথের যাত্রী।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

জশন-এ-জুলুস বিমুখ যাত্রা

২১ শে মে, ২০২৩ ভোর ৪:১৩



ইদানীং খুদ কবিতারাও আসবে আসবে করে আসে না নীড়ে। শূন্যতা নিয়ে ঘরে ফিরে নীরব বিষাদ ছায়া। অথচ, একটা সময় আমাদের পূর্ণতার আকাঙ্খা ছিল সমুদ্রের উচ্ছ্বাসের ন্যায় স্বচ্ছ। পবিত্র হরফের মতই ছিল আমাদের বন্ধন; স্বার্থেরও উপরে। কিন্তু এ-সময়ে এসে আমরা দিক পরিবর্তনের ডাকে নিজেদের হারিয়ে ফেলছি অনায়াসে।
নিশ্চয় এটা ভাববাদ বিপরীত সফলতা নয়; এটা তো নির্ঘাত আমাদেরই অযোগ্যতার মিছিল। যেখানে হারিয়েছি আমরা নিজেদের বুকে লেখা নিখুঁত প্রেমের বাণী। খোয়েছি একে অন্যের হাতের শক্ত বন্ধন। এতে করে তোমাতে থাকা আমার পরিচয় মিটে গেছে সেভাবে, যেভাবে মুছে গেছে আমার হৃদয়ে থাকা তোমার আত্মার জিকির।


০০.০৯
২১শে মে, ২০২৩
আলেজান্দ্রিয়া, ইতালি

ছবি: নিজ মোবাইলের ক্লিক।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৩ ভোর ৫:৩০

কামাল১৮ বলেছেন: গদ্য কবিতা ভালো লাগলো।তবে ইঙ্গিতটা ভালো বুঝিনি।আসলে বানীটা কি ছিলো।ঈশ্বর প্রেম না জনগনের মুক্তি।

২১ শে মে, ২০২৩ দুপুর ১২:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এটা প্রেমের কবিতা। ছ্যাঁকা খাওয়া মানুষগুলো চাইলে এটা তাদের প্রিয়জনদের গিফট দিতে পারে B-)

২১ শে মে, ২০২৩ দুপুর ১২:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জ্বি কামাল ভাই, এটা আধ্যাত্মিক কবিতা।

২| ২১ শে মে, ২০২৩ সকাল ১০:০৩

শূন্য সারমর্ম বলেছেন:

জুলুসের পোস্টারে দেয়া যায় এ লিখা?

২১ শে মে, ২০২৩ দুপুর ১২:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কেন নয়! আমি তো অর্থের দিক বিবেচনায় এটা ব্যবহার করছি।

আপনাকে ধন্যবাদ জানতে চাওয়ার জন্য।

৩| ২১ শে মে, ২০২৩ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবনের প্রেম নাকি আধ্যাত্মিক লিখা
তবে সুন্দর লেগেছে

২১ শে মে, ২০২৩ দুপুর ১২:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু, এটা জীবনের প্রেমের ঢঙে প্রকাশ পাওয়ায় সন্দেহ তৈরি হচ্ছে, তৈরি হওয়ারই কথা। এটা যে পূর্ণ কবিতা হয়ে উঠেনি।

যাই হোক, আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো।

৪| ২১ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৫| ২২ শে মে, ২০২৩ সকাল ১১:৫৯

জটিল ভাই বলেছেন:
অনুচ্ছেদ হলেও মনে হলো কবিতা পড়লাম। অসাধারণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.