নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বিনির্মাণে যাঁরা দিয়েছেন নিজেদের সর্বোচ্চ ত্যাগ, আমরা তো কেবল তাদের পথের যাত্রী।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

SAVE PALESTINE

০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ১:০৫


আমি যেন আমার মেয়েটার হয়ে
কথা বলতে পারি,
নৃশংসভাবে মৃত্যুমুখে পতিত হওয়া
আমার মেয়েটার আত্মা হয়ে
যেন কথা বলতে পারি প্রভূর সাথে।
মনে পড়ে, মেয়েটা আমার হাত ধরে
জানতে চেয়েছিল, এমন নির্মম মৃত্যুর কারণ!
আমি বলতে পারিনি
পারিনি তাকে সন্তুষ্টিমূলক উত্তর দিতে
আর তাই আমি চাই,
প্রভুর সাথে সাক্ষাত করতে।

ছেলেটা এখনো বালেগ হয়নি
তবু আগ্নেয়াস্ত্রের খোঁজে বেরিয়ে যায়
প্রতি সন্ধ্যারাতে।
আমি স্থায়ী পঙ্গুত্ব বরণ করে চলেছি
ঐ বোমার আঘাতে,
তাই তাকে বাধা দেয়ার কোন ক্ষমতা নেই,
আমার নিষ্পাপ নাবালেগ ছেলেটাকে
বাধা দেয়ার কোন ক্ষমতা নেই আমার।
তাকে উৎসাহও দিতে পারি না;
সর্বস্ব হারানোর ভয়ে,
নাবালেগ এই ছেলেটাই আমার সব
আমার পুরো স্বপ্ন ঘিরে আছে
স্বাধীনচেতা এই ছেলেটার আপাদমস্তক।

সাপ্তাহ খানেক হল আমার মায়ের সাথে
ওর মাও গেছে বোমার তলে
আমার মায়ের মিলে যায় পুরোদেহ
তার মায়ের মিলে অর্ধাংশ,
থেঁতলানো, নৃশংস থেঁতলানো
আমারই প্রিয়তমার অর্ধাংশ।


রিপোষ্ট: অতীত, বর্তমান ও ভবিষ্যতের কথা বলে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২২

সোনাগাজী বলেছেন:



ওখানে অনেক নবীর জন্ম হয়েছে, অনেক নবী সেখানে গেছন; নবীরা রক্ষা করবেন।

২| ০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৪৩

অহরহ বলেছেন: সোনাগাজী বলেছেন: "ওখানে অনেক নবীর জন্ম হয়েছে, অনেক নবী সেখানে গেছন; নবীরা রক্ষা করবেন।"

বদরের যুদ্ধে দশ হাজার কাফেরের বিরুদ্ধে মাত্র ৩০৩ জন মুসলিম যুদ্ধ করেছেন, আল্লাহর ফেরেশতা এসে সাহায্য করেছে। চিন্তার কারণ নেই, আল্যা আছে না.......... ???

৩| ০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ২:৫২

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: ইউরোপের ইহুদি রোহিঙ্গাদের জায়গা দিয়ে ফিলিস্তিনীরা আজকে নিজ দেশেই পরবাসী।

৪| ০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:২৩

জগতারন বলেছেন:
বিগত 75 বছর ধরে ইসরাইলিদের হাতে একতরফা মার খেয়ে এসেছে।
ফিলিস্তিনিরা তখন আমেরিকা ও পশ্চিমাদের কারোরই কোন মাথাব্যথা দেখা যায়নি ।
হামাসের একটিমাত্র আঘাতেই তারা হইচই শুরু করে দিয়েছে।

৫| ০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:২৯

কামাল১৮ বলেছেন: যুদ্ধ করো জন্যই মঙ্গল বয়ে আনে না।

৬| ০৯ ই অক্টোবর, ২০২৩ ভোর ৬:৩৫

কাঁউটাল বলেছেন: ফিলিস্তিনিদেরকে বাঁচানোর জন্য আপনি নিজের পকেট থেকে কত টাকা খরচ করতে তৈরী আছেন?

৭| ০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:৪২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দুর্বলের পক্ষে কেউ থাকে না। ফিলিস্তিন পারলে শক্তিমত্তা বা সবদিক দিয়ে এগিয়ে যাক, স্বয়ং ইসরায়েল এসে পা চাটবে। হুটহাট ক্ষেপণাস্ত্র ছুড়ে মরণ ডেকে আনতে নেই।

৮| ১০ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২৮

রাজীব নুর বলেছেন: এরকম পরিস্থিতিতে জাতিসঙ্গের কিছু বলা উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.