নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মুসলিম বাঙালী.... যে কিনা স্বপ্ন দেখে একটি সংঘাতহীন নতুন পৃথিবীর।

মুসলিম বাঙালী

একজন মুসলিম বাঙালী! যে কিনা স্বপ্ন দেখে একটি সংঘাতহীন সুন্দর পৃথিবীর।

মুসলিম বাঙালী › বিস্তারিত পোস্টঃ

শুধু একটু পজিটিভ চিন্তার প্রয়োজন

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৬

একটা মানুষ যেখানে হোচট খায়, সেখানেই সে
নিজেকে খুঁজে পায়!
আজকে তুমি ফেইল করেছো অথবা আশানুরূপ ফল
পাওনি তাই তুমি নিজের পরিবারের কাছে ধিক্কৃত, আর
সমাজের লোকেদের কাছেও তুমি এখন হাসির
পাত্র!
সমাজ আর পরিবারের অন্যান্য সদস্যদের কথা নাহয়
বাদই দিলাম কিন্তু তোমার বাবা,মা তোমার কাছ থেকে
একটু ভালো ফলাফল আশা করতেই পারে কারন তারা
তোমার জন্য একটু বেশিই খাটা-খাটুনি করে।

তাইবলে নিজেকে নিজের কাছে ছোট করা
অথবা আত্মহননের মত আত্মঘাতী সিদ্ধান্ত
কখনোই একজন বুদ্ধিমানের পরিচয় বহন করেনা।

তবে এই একটা জিনিসও সব সময় মনে রাখবে যে,
শুধুমাত্র সামান্য একটা কাগজ একটা মানুষের মেধার
বিচার করতে পারেনা।

যদি তুমি তোমার মেধা, চিন্তাধারা এবং লক্ষ্য ও
উদ্দেশ্যকে একই রাস্তায় পরিচালিত করতে পারো
তাহলে সার্টিফিকেট নামক অসহ্য সোনার হরিণটা
ছাড়াও জীবনে অনেক কিছুই করতে পারবে!

আমার পরিচিত এমন একটা ছেলে আছে যে কিনা
মেট্রিক পাশও করতে পারেনি কিন্তু সে নিয়মিত
পত্রিকায় কলাম লেখে!

একটা ছেলে যদি মেট্রিক পাশ না করেও পত্রিকায়
নিয়মিত কলাম লেখতে পারে তাহলে তুমি কেন
তোমার আশাগুলো পূরণ করতে পারবেনা?

আসলে সবই সম্ভব যদি সবকিছুকে একটু পজিটিভলি
চিন্তা করা যায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০০

হামিদ আহসান বলেছেন: পজিটিভ চিন্তা খুবই গুরুত্বপূর্ণ .....


১০ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৫

মুসলিম বাঙালী বলেছেন: আর সেটাই আমাদের সমাজে সবচেয়ে বেশী অভাব

২| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৯

জে আর শুভ বলেছেন: positive thinking

১০ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৭

মুসলিম বাঙালী বলেছেন: সেটাই যেন হয় সর্বদা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.