নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

কন্যা গো, তুমি কবিতা ভালবাসোনা

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৬

কন্যা গো,

তুমি কবিতা ভালবাসোনা

পড়তে ভালবাসো আর সব কিছু

কি ভীষন বিষ্ময়ে হতবাক হই

তোমার পড়ার ব্যাপ্তি দেখে।



কন্যা গো,

তুমি ভালবাসো কইতে

শুধু দুই দিনে কত কথাই না,

এখন মনে হয় তাই,

পরিচয় জন্ম জন্মান্তরের।



কন্যা গো,

কথা বলেছি আমিও কিছু

কিন্তু বলিনি একটি কথা

বিশ্বাস করবেনা বলে-

তোমার চেয়ে তীক্ষ্ণ ধী কারুর সাথে

আমার কখোনোই পরিচয় হয় নি।

যখন তুমি আমার সমান হবে

কি বিশালই না হবে তোমার জানা।



কন্যা গো

বলেছি কি তোমাকে?

তোমার চেয়ে শখের সহভাগ

কারুর সাথে নেই আমার বেশী?

বলিনি।

সময় পেলাম কোথায়?

অতি দ্রুত লয়ে বলে যাওয়া

তোমার শব্দাবলী

ধুনে গ্যাছিই শুধু,

মন্ত্রমুগ্ধ তন্ময়ে।



শুধু জানাতে পেরেছি

এমন প্রেমে আর

কোনোদিনই পড়িনি,

আর পড়বোও না কখোনো,

আমৃত্যু।

বিশ্বেস করনি যদিও যুগলে।

তাতে কি বা যায় আসে?

আমি তো জানি।



কন্যা গো,

সেই দুপুর থেকে অপেক্ষায়

যেনো গডোর প্রতীক্ষায়।

মধ্যাহ্ন আহারের পর

জানানোর কথা ছিল,

চড়ুই সাক্ষী।



কন্যা গো,

কবিতা ভালোবাসোনা তুমি।

বাসবে কি করে?

যদি ভালোবাসতে জানতে,

বলে দিতে হত না

প্রেম কখোনোই গদ্যময় নয়,

গদ্যে প্রেম গাঁথা যায়না।



কবিতা শুধুই প্রেমের।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অস্থির কোবতে ++++++ রইল

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ অথর্ব।

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১২

ত্রিশোনকু বলেছেন: কোবতে কি?

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আপনি খুব নিয়ম করে কবিতা লিখতেই পারেন!

আপনার কবিতায় জীবন ভাসে।
"ত্রিশোনকু আপনার কাছে কি সিগ্রেট আছে"?
কবিতাটা কতবার যে পড়েছি।

শুভেচ্ছা নিন।

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৫

ত্রিশোনকু বলেছেন: আমার মধ্যে নিয়মের ন ও নেই।

২৪ বছর নিয়মের বেরাজালে আতকে থেকে নিয়মকে নির্বাসনে পাঠিয়েছি সাজি।

কবির সহৃদয় মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

কবিতা ভাই দুষ্টামি করে বললাম কোবতে B-)

০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৫

ত্রিশোনকু বলেছেন: তার মানে পঁচা হইছে?

:( :( :( :( :( :(

৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:


অস্থির কোবতে ++++++ রইল

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার একটি কবিতা,,,,,,,,,ভীষণ ভীষণ ভাললেগেছে

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

ত্রিশোনকু বলেছেন: অন্নেক ধন্যবাদ।

৬| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

জেমস বন্ড বলেছেন: আফনে শিউর এইডা গান না এইটা একটা কবিতা :P

১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

ত্রিশোনকু বলেছেন: গীতি কবিতা।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩

শায়মা বলেছেন: অনেক ভালো লাগা !!!


অনেক সুন্দর কবিতা ভাইয়া।

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬

ত্রিশোনকু বলেছেন: এই তোমাকে দেখিনা কেন ফেইসবুকে?

৮| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৮

শায়মা বলেছেন: ভাইয়া আমি ফেসবুকে ইদানিং একদম যাইনা ।


রাগ করেছি আর রাগ করা থেকে আর ভালোই লাগেনা !:(


তোমাকেও তো দেখিনা । আমি তো ভেবেছিলাম আমাকে বুঝি ডিলিট করে দিয়েছো না দেখে দেখে!:(

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫২

ত্রিশোনকু বলেছেন: না আমি ব্লগে আসিনা বললেই হয়। ফেইসবুকে সরব।

৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৬

সাইনাস বলেছেন: ওয়াহ প্লাস ওয়াহ. . . :)

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫২

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ ব্যাথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.