নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

সমকাল কোন দেশের জাতীয় দৈনিক? রুম্মান রশীদ খান কোন দেশের নাগরিক?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

গুন্ডে ছবিতে দেখিয়েছে যে এই দেশে মুক্তিযুদ্ধ হয়নি হয়েছে ইন্দোপাক যুদ্ধ। যে যুদ্ধের ফলশ্রুতিতে বাংলাদেশের পয়দা হয়। আর সেই ছবির রিভিউ হচ্ছে এটি।



একমাত্র দাসসুলভ মনোবৃত্তি, যেখানে আত্মসম্মানের কোনো স্থান নেই, লিখতে পারে এই ছায়ছবি নিয়ে এমন কথা।



মাঝে মাঝে সন্দেহ হয় একাত্তরে আসলেই বোধ হয় মুক্তিযুদ্ধ হয় নি, পাকিদের সাথে ভারত যুদ্ধে জিতে পাকিস্তানের পূর্বাঞ্চলকে ছিনিয়ে নিয়েছিল। আর সেই অংশে আজ যারা যারা বসবাস করে তারা ভারতীয়'গুন্ডে'র জয়জয়কার রুম্মান রশীদ খান

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১১

পাঠক১৯৭১ বলেছেন: এই মুভি কোথায় দেখাচ্ছে?

বাংলাদেশে দেখালে, হলে আগুন লাগায়ে দেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৯

ত্রিশোনকু বলেছেন: সহমত, ধন্যবাদ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০১

কাফের বলেছেন: এগুলা হলো ছাগলের তিন নাম্বার বাচ্চা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

বাংলার ঈগল বলেছেন: ছবির প্রেক্ষাপট, সময়কাল, শুটিং লোকেশন_ সবকিছুর সঙ্গে বাংলা জড়িয়ে আছে। সঙ্গীত পরিচালক সোহেল সেন থেকে বাংলার বাপ্পী লাহিড়ী, অরিজিত সিং, মোনালি ঠাকুর সবাই বাঙালি।

স্কুল এর মাঠে বাঙ্গালী আর মুসলমানদের মধ্যে ফুটবল খেলা হচ্ছে --------
-----------শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

তাহলে আমার প্রশ্নঃ বাংলা আর বাঙালী কি শুধু হিন্দুরা? নাকি হিন্দু জাতিয়তাবাদ? :| :| |-)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

ত্রিশোনকু বলেছেন: কিন্তু বাংলাকে এদেশের দাপ্তরিক ভাষার সম্মান তো সুলতান আমলেই দেয়া হয়েছিল। আর রাষ্ট্রিয় মর্যাদাও তো এই পূর্ব বাংলাই দিয়েছিল।

এমন কোনো অর্জন তো ওদের নেই।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

আমি তুমি আমরা বলেছেন: রুম্মান নামক লোকটা কেবল নামেই বাংলাদেশী। তার অন্তরে কেবলি ভাড়-ত /:)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

তিক্তভাষী বলেছেন: পড়ুন ভারতীয় সিনেমায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতি: তাই কি? এই ব্লগার সঠিক প্রশ্নটি তুলেছেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

হরিসূধন বলেছেন: কিছু বলার নাই !!!
এই রুমমান ভারতীয় বীর্যের ফসল। এই দেশে অনুপ্রবেশকারী। আর সমকাল ডেইলি ভাতা পায়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

ত্রিশোনকু বলেছেন: আর এর সম্পাদক পায় একুশে পদক।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

একজন ঘূণপোকা বলেছেন:
দুইদিন আগেই একুশের সাজ নিয়ে মশকরা করছে।


আইজকা আবার এই কাম।


-এই মাদারফা**রের আবার আমাদের দেশপ্রেম শিখায়

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

ত্রিশোনকু বলেছেন: রাষ্ট্রীয় সম্মামনা কার কার মস্তিষ্ক বিকৃতি ঘটায়।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

নুসরাতসুলতানা বলেছেন: দাসসুলভ মনোবৃত্তির লোকগুলির কাছ হতে আত্মসম্মান আশা করছেন ? এরাই নব্য রাজাকার।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১০

ত্রিশোনকু বলেছেন: ঠিক বলেছেন নুসরাত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.