নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

আজ থেকে তেতাল্লিশ বছর আগে, এই দিনে:

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২১

অনিশ্চিত দিনগুলো



এক ব্যাক্তি এক ভোটের ভিত্তিতে আওয়ামী লীগ পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে আত্ম প্রকাশ করে। নির্বাচনোত্তর দিন গুলোতে আমরা ঢাকার দিকে তাকিয়ে থাকতাম। অধিবেশন পিছিয়ে দেয়া, ক্ষমতা হস্তান্তরে গরিমসি এসব চলতে থাকে। সে সময়টায় আবার বন্দী জীবনে ফিরে যাই।



৭ই মার্চ, ১৯৭১। আমাদের অধ্যক্ষ লে: কর্নেল ফজল ই হক এবং এ্যাডজুটেন্ট ক্যাপটেন জুবেরীকে( দু'জনই অবাংগালী) অনেক বলে কয়ে জ্যেষ্ঠরা রাজী করালেন বংগবন্ধুর ভাষন শোনাবার ব্যবস্থা করতে। আমরা ৩০০ ছাত্র অধীর আগ্রহে বসে আছি কান খাড়া করে আমাদের ডাইনিং হলে। কিন্তু প্রতীক্ষাই সার। কিছুই শুনতে পেলাম না।



কদিন পরই ঢাকার প্রশাসন যখন পুরোপুরি বংগবন্ধুর হাতে চলে গেল আমাদের কলেজ অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ হয়ে গেল।"



-ত্রিশোনকু, উনসত্তর থেকে পঁচাত্তর, পৃষ্ঠা-৩৪, শব্দশৈলী, ৩৮/৪ বাংলাবাজার, ঢাকা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৩

ঢাকাবাসী বলেছেন: হঠাৎ শুরু আর সেরকম হঠাৎই শেষ! ভাল।

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬

ত্রিশোনকু বলেছেন: এটা একটা বইয়ের একটা পর্বের একটা অধ্যায় এটা।

২| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৯

শাহ আজিজ বলেছেন: আমি শুনেছিলাম সেই দীপ্ত কণ্ঠস্বর । সারাটা পাড়া মায় কি গোটা খুলনা শহর চুপটি করে শুনছিল সেই ভাষণ । সন্ধ্যা থেকেই খালিশপুরে বিহারিদের সাথে বাঙ্গালিদের বন্দুক যুদ্ধ শুরু হল । সেইসব উদ্দিপ্ত ভয়ঙ্কর দিনগুলো নিয়ে বড় একটা লেখা লিখেছি কবছর আগে । ছাপব টাইপ করিয়ে নিয়ে । আমার জীবনের সবচে উল্লেখযোগ্য বিষয় মুক্তিযুদ্ধ । তাও একজন কিশোরের চোখ দিয়ে দেখা । আর সবচে দুঃখ আমার দুজন সহপাঠী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল , আমি পারিনি ।

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫২

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ শাহ, আপনার বই বেরুনোর অপেক্ষায় থাকলাম। আগামী বই মেলাকে টার্গেট করুন অনুগ্রহ করে।

আমাদের বয়েস কিন্তু থেকে থাকেনি।

৩| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৩:৪৩

আফ্রি আয়েশা বলেছেন:
ইতিহাস জানতে পারছি :)

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৩

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ আফ্রি।

৪| ০৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বইয়ের নামটি খুব পরিচিত মনে হচ্ছে...


আমরা তো সেই সময় থেকে এই বজ্রকণ্ঠের আহ্বান শুনে যাচ্ছি...
শেষ হচ্ছে না... শেষ করতে পারছি না


বইটি সংগ্রহের চেষ্টা করবো

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৩

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মাঈন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.