নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

আমারও তো ইচ্ছে করে

২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০১

আমারও তো সারাদিনমান ইচ্ছে করে

তোমার হাতে হাত রেখে

তোমার অপরূপ চোখে চোখ রেখে

ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেই।



আমারও তো যখন তখন ইচ্ছে করে

তোমাকে নিয়ে রিকসা করে

সারা শহরটা চক্কর দেই।



আমারও তো ইচ্ছে করে

রোজ ঘুম থেকে উঠেই

তোমার পদ্ম হাতের ওপর

গুনে গুনে ছত্রিশটা চুমু খাই।



আমারও তো ইচ্ছে করে

তোমার পায়ের পাতা বুকে জড়িয়ে ঘুমিয়ে যাই।



আমারও তো ইচ্ছে করে

তোমার অলৌকিক ঠোঁটে ঠোঁট ডুবিয়ে

এক কোটি বছর পার করতে।



সবচে' বেশী ইচ্ছে করে

সব ছেড়ে ছুড়ে

তোমার সামনে এসে বলতে,



"চলে এলাম, এই উন্মাদটাকে খাইয়ে পরিয়ে রেখে দিও আশে পাশে"।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৬

একলা ফড়িং বলেছেন: চলে এলাম, এই উন্মাদটাকে খাইয়ে পরিয়ে রেখে দিও আশে পাশে!!

বাহ, চমৎকার! :) বলেই ফেলুন! ;)

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ ফড়িং।

২| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৪

অস্পিসাস প্রেইস বলেছেন: "...আমারও তো ইচ্ছে করে
তোমার পায়ের পাতা বুকে জড়িয়ে ঘুমিয়ে যাই।..." :P :P :P



ভালো থাকুন সবসময়, শুভ কামনা!

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৩

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

৩| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩২

আমিনুর রহমান বলেছেন:




আহ ! শব্দে শব্দে ভালোবাসা !!

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৪

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ আমিনুল।

৪| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৪

মামুন রশিদ বলেছেন: চলে এলাম, এই উন্মাদটাকে খাইয়ে পরিয়ে রেখে দিও আশে পাশে"।


শত যুবকের মনের কথা বলে দিলেন ত্রিশোনকু'দা ।

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫

ত্রিশোনকু বলেছেন: আমুন রশিদ,

অনেক ধন্যবাদ।

৫| ২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০১

মাহাবুব১৯৭৪ বলেছেন: দারুন রোম্যান্টিক

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মাহাবুব।

৬| ২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০১

মাহাবুব১৯৭৪ বলেছেন: দারুন রোম্যান্টিক

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৫

ত্রিশোনকু বলেছেন: মাহাবুব ধন্যবাদ।

৭| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

জুন বলেছেন: "চলে এলাম, এই উন্মাদটাকে খাইয়ে পরিয়ে রেখে দিও আশে পাশে"। শেকলে বেধে, কারন সেতো শিকলি কাটা পাখি ।
দারুন একটি লাইন সাথে দারুন এক রোমান্টিক কবিতা যা আপনি সবসময় লিখতে পছন্দ করেন মনে হয় ।
+

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৬

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ জুন।

ভালো থাকবেন।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগলো ভাইয়া!! সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.