নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ত্রিশোনকু

না প্রেমিক না বিপ্লবী [email protected]

ত্রিশোনকু › বিস্তারিত পোস্টঃ

উর্বশী!

২৭ শে জুলাই, ২০১৫ রাত ৩:২৭

মেয়েটি সামনের বসার জায়গাটিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে অনর্গল সেল ফোনে কথা বলে যাচ্ছে সিলেটিতে।

এমন নয় যে খুব আস্তে। এখান থেকে শব্দগুলো সব পরিষ্কার শোনা যাচ্ছে, কিন্তু বুঝতে পারছিনা প্রায় কিছুই। একে তো সিলেটি ভাষা, তার ওপরে কথা বলছে খুব দ্রুত।

এ সময়টিতে ক্যাফে ম্যাংগোতে ভিড় থাকেনা তেমন। সাকুল্যে তিন জন এখন- আলাদা আলাদা ভাবে আসা। তিন জনই কফির অর্ডার দিয়েছি।
আমার হাতে রাজ্যের সময়। কিচ্ছু করার নেই আমার এখন। প্রথমে ভেবে ছিলাম লেইকের পাড়ে বসবো। গিয়ে দেখি সব যুগল। গল্প করছে, এদিকে সেদিকে ছড়িয়ে ছিঁটিয়ে বসে, আধ শোয়া হয়ে কেউ কেউ। বসতে অস্বস্তি হল, হাঁটতে হাঁটতে তাই এখানে আসা।

দেয়ালে একটা টিকটিকি ছোট্ট একটা মথকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। গভীর মনোযোগ দিয়ে দেখছি ঘটনাটি। কানে আবহ শব্দের মতন ভেসে আসছে মেয়েটির কন্ঠ।

ক্যাফের তৃতীয় মানুষটি, সম্ভবতঃ তার জানেমানের জন্যে অপেক্ষা করছে। ঘন ঘন টেবিলে ফেলে রাখা মোবাইলের দিকে তাকাচ্ছে-সময় দেখছে বোধ হয়। রাজ্যের উৎকন্ঠা-উদ্ভ্রান্ত ভাব-আবার অল্প একটু বিরক্তি মিলিয়ে তার মুখটা দেখার মতন হয়েছে। কফি ঠান্ডা হচ্ছে তার। গত ১৫ মিনিটে একটা চুমুক পর্যন্ত দেয় নি।

টিকটিকি-মথ ও ছেলেটির মুখ আর নেপথ্যে মেয়েটির শব্দক্ষেপণ মিলিয়ে সময় সুন্দর একটা মন্তাজ সৃষ্টি করেছে। তার কথায় মাঝে মাঝে ছেদ পড়ছে শুধু খুব সুন্দর করে মগে চুমুক দেবার সময়।

আমার খুব ভাল্লাগছে।

মেয়েটির কথা বলা শেষ। টেবিলে ছড়িয়ে রাখা তার জিনিস পত্রগুলো গুছিয়ে বেড়িয়ে গেল সে।

ত্যতক্ষণে অন্তিম চুমুক দিয়ে আমিও বাইরে।, অল্প কিছু জায়গা পেরিয়ে রাস্তায়।

ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। একটা কিশোর কুকুরের লেজ ধরে টানাটানি করছে বাচ্চা দু’টো ছেলে। হুড ওঠানো রিকশা কিছু, খুব সপ্রতিভ কাপড় চোপড় আগাগোড়া দামী বর্ষাতিতে ঢাকা, মাথায় হেলমেট চাপানো, আবেদনময় বাইসাইকেলে সওয়ার কিছু আরোহী, নাতি প্রশস্ত রাস্তাটায় একটু জটলার সৃষ্টি করছে।

হঠাৎ বিদ্যুৎ চমকের মত একটা কথা মনে পড়ে গেল আমার- কখনই ত কোন মেয়েকে প্রথম দেখার সময় শুদ্ধ ভাষায় কথা বলতে না দেখলে আমার রূপসী মনে হয় নি।

এই মেয়েটাকে কেন এখনো মনে ধরে আছে?

মনে হচ্ছে কেন স্বর্গ থেকে এইমাত্র নেমে আসা উর্বশী!

কন্যাটির সৌন্দর্য কি এতই তীব্র, এতই অতুলনীয় যে তার আঞ্চলিকতার অনাড়ম্বরতাকে তা ছাড়িয়ে গেছে!!!

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ ভোর ৫:০৭

মৃদুল শ্রাবন বলেছেন: দারুন আবহ। । সময় টা যদি ক্যাফের ভেতরে থেমে যেত তবে হয়তো উর্বশী এখনো বসে বসে সিলেটি ভাষায় গল্প করতো। অপেক্ষারত মেয়েটির অপেক্ষা শেষ হতো না। বাইরের ঝিরঝিরে বৃষ্টি তাকে নিয়ে ভাবার অনুভবটা যোগান দিত।

তবে সময় থেমে যায়নি। উর্বশীর পিছু নিয়ে ছেলেটি কতদূর গেছে সেটাই দেখার বিষয়।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:২৪

ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ শ্রাবন।

২| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫১

ডার্ক ম্যান বলেছেন: উর্বশীদের সৌন্দর্যে এক ধরণের মাদকতা থাকে। তবে আফসোসের বিষয়ে দূর থেকেই এই সৌন্দর্য উপভোগ করা লাগে

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:২৪

ত্রিশোনকু বলেছেন: হাহাহাহাহাহা, ধন্যবাদ।

৩| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: গোপনে একটা ফটো তুইলা ফেসবুকে সন্ধান চাই পোষ্ট দিয়া দিতে পারেন আপনি ছেলেটার হইয়া। আপনার ফেবু সার্কেল ভালো। খোজ পাওয়া যাবেই যাবে।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:২৬

ত্রিশোনকু বলেছেন: :) :) :) :) :) :) :)

৪| ২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''প্রেমের এই ফাঁদ পাতা ভুবনে ,
কে কোথায় ধরা পড়ে কে জানে?''

আপনিও অল্পের জন্য ধরা পড়ে গিয়েছিলেন আর কি ! :P

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৩১

ত্রিশোনকু বলেছেন: :( :( :( :(

তাই বুঝি?

৫| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহ... শুরু করেই শেষ করে দিলেন। মাত্র আবহটা জমেছিল... আপনি এত্তগুলান পচা :P

ভালোলাগার সাথে +++

ভালো থাকা হোক সবসময়, শুভকামনা।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬

ত্রিশোনকু বলেছেন: আহা, অনু গল্প আর কত বাড়ানো যায় টেনে?

ধন্যবাদ অনেক, অনেক।

৬| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:০১

এম এম করিম বলেছেন: ভালো লাগা, সেই সাথে আফসোস - আরেকটু যদি বড় হতো !
+++

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৩২

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

এরপর তো আর কিছুই হয়নি। :( :( :(

৭| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অন্তরে অতৃপ্তি ধরিয়ে দিলেন বস, উর্বশীর সাথে যদি একটুখানি কথা হতো, মেয়েটি যদি একটা ভেংচিও কাটতো, না জানি কত ভালো লাগতো ;)

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৪

ত্রিশোনকু বলেছেন: াত বটেই :( :( :(

কিন্তু আর কিছুই যে হয় নি। :(

৮| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১:২০

জিয়া চৌধুরী বলেছেন: ভার লাগল

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৭

ত্রিশোনকু বলেছেন: ভার কেন? সৌন্দর্য ছড়িয়ে চলে গেল বলে?

৯| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৩:৩২

মায়াবী রূপকথা বলেছেন: অতৃপ্তির রেশ মেশানো ভালোলাগা রইলো

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মায়াবী।

১০| ২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাত্র সসে্‌ ডুবালাম,কামড় দেব,অমনি.....

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১২:১৮

ত্রিশোনকু বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহা।

১১| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫৯

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করে মনে হবে, শেষ হয়ে ও হইলো না শেষ।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১২:১৯

ত্রিশোনকু বলেছেন: ছোট প্রাণ ছোট ...

ধন্যবাদ।

১২| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: গিয়াসলিটন বলেছেন: ''প্রেমের এই ফাঁদ পাতা ভুবনে ,
কে কোথায় ধরা পড়ে কে জানে?''

আপনিও অল্পের জন্য ধরা পড়ে গিয়েছিলেন আর কি ! :P

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১২:২০

ত্রিশোনকু বলেছেন: B-) B-) B-) B-)

ঠিক ঠিক একদম ঠিক।

১৩| ২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৬:২০

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর সুন্দর। ভাল লাগলো।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১২:২১

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ মহান।

১৪| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১২:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: পথিক বোধহয় পথ হারাইয়াছে =p~ ।।

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:২৯

ত্রিশোনকু বলেছেন: হাহাহাহাহা।

বংকিম?

১৫| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩২

আরুশা বলেছেন: কন্যাটির সৌন্দর্য কি এতই তীব্র, এতই অতুলনীয় যে তার আঞ্চলিকতার অনাড়ম্বরতাকে তা ছাড়িয়ে গেছে !
মনে হয় তাই ভাইয়া :)

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৯

ত্রিশোনকু বলেছেন: হাহাহাহাহাহাহাহা, ধন্যবাদ আরুশা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.