নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেলিম রেজা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে অধ্যায়নরত । ওয়েব: http://tselimrezaa.wordpress.com

এক্স রে

সেলিম রেজা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে অধ্যায়নরত ।

এক্স রে › বিস্তারিত পোস্টঃ

নববর্ষে বিভিন্ন ব্যক্তির অনুভূতি: সাক্ষাতকার গ্রহনে মুন্নি সাহা (রম্য)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

ইংরেজী নববর্ষ হিসেবে মুন্নি সাহা গেছেন সকলের অনুভূতি জানতে।



প্রথমেই গেলেন অনন্ত জলিলের কাছে

*মুন্নি: জলিল চা কি খবর? ২০১৩ তো চলে গেল। আপনার এতে অনুভূতি কি?

জলিল: ইউ পম গানা? হুয়াঠ ইজ চা? আই এম আনান্ট এজে। ঠমি ক্রুশ অফ বাংলাদেশ। অনুভূতি তো চরম রে মুন্নি। বুঝলি শশুর বাড়ি গেছিলাম হেলিকুপ্তার নিয়া। নিসসার্তু বালবাসা সিনেমায় নিজের হার্ট বের করে দেখাইছি। তার ভিতর নিজের ছবি লাগাইছি। কিপ্টা গেরামিন পুন থেকে ৫টাকা ধার নেয়া শিখাইছি। বুঝলি অসম্ভব কে সম্ভব করাই আমার কাজ। এইবছরে যত অসম্ভব কে সম্ভব আমিই করছি। নতুন বছরেও চলতে থাকবে।



এই মুহুর্তে মুন্নি দেখলো মেহজাবিন কিছু একটা খুজছে

*মুন্নি: হাই মেজু, কেমন আছো? কি খুজছো? নতুন বছর নিয়ে অনুভুতি কি?

মেজু: হাই মুন্নু। জানো আমার না মন টা এত্ত গুলা খারাপ :-( আজ থার্টি ফাস্ট নাইটের জন্য একটু সাজুগুজু করব ভাবলাম। কিন্তু কে যেন আমার লিপস্টিক নিয়ে গেছে। এত্ত গুলা পঁচা সে! এখন আমি সাজবো কিভাবে? ভ্যাআআআ!



ওদিকে শাকিব খান যেন আয়নার সামনে কি যেন করছে

*মুন্নি: এই যে মিস্টার্। হ্যালো। এখানে কি করছেন?

শাকিব: মেজুর লিপস্টিক টা টেস্ট করছি।

মুন্নি:আরে শাকিব যে! নতুন বছর নিয়ে তোমার অনুভূতি কি?

শাকিব: উফ মেজুর লিপস্টিক টা দারুন। এমন দারুন লিপস্টিক নিয়ে বছর শুরু হবে ভাবতেই পারিনি। আমার নতুন ছবি লিপস্টিক নাম্বার ওয়ানে এটাই ব্যবহার করব।



শবনম ফারিয়া কে হাসতে দেখে মুন্নি তার দিকে এগিয়ে গেলো

*মুন্নি: আরে ফারু মনি যে। নতুন বছর নিয়ে খুব খুশি! এত হাসছো কেন? তোমার অনুভূতি বলো।

ফারু: হা হা হা ভাল্লাগছে ভাল্লাগছে। মেজু ওর লিপস্টিক খুজে পাচ্ছেনা। শাকিব ওর লিপস্টিক নিয়ে নিছে। ভাল্লাগছে ভাল্লাগছে :-D



ভচ আরিপ খানের দিকে গিয়ে বলল

*মুন্নি: আরে আরিপ্পা যে! নতুন বছরের অনুভুতি জানতে এলাম।

আরিফ খান: বছর নতুন আসবে তেমনি নতুন গার্লফ্রেন্ড হবে। ভাবছি এঞ্জেলিনা জোলি কে ছেড়ে সানি লিওন কে ধরব। আমার সাথে মানাবে ভালো ।



মখা আলমগীর কে মাথা চুল্কাতে দেখে মুন্নি এগিয়ে গেলো তার দিকে।

*মুন্নি: স্যার স্যার এক মিনিট স্যার এক মিনিট। নতুন বছর নিয়ে আপনার অনুভূতি বলে যান প্লিজ।

মখা: মেজাজ পুরাই খ্রাপ। এত্ত মাথা খাটাইয়া থিওরিভিটি আইমিন নড়াচড়া তত্ত্ব দিলাম তাও আমি নুবেল পাইলাম না! এটা কিভাবে সম্ভব? সরো সরো



অর্থমন্ত্রি আবুল মাল আব্দুল মুহিত কে দেখে মুন্নি তাকে প্রশ্ন করল

*মুন্নি: স্যার আপনার মাথাটা দেখেই নতুন বছর সম্পর্কে আপনার অনুভূতি বলতে পারব। এগিয়ে দিন প্লিজ।

অর্থমন্ত্রী: রাবিশ! অত্যন্ত দুষ্টু লোক তুমি। এই বের করো এই পাগল টাকে



সাহারা খাতুনের দিকে এগিয়ে গিয়ে

*মুন্নি: খুব মন খুশি খুশি মনে হচ্ছে? নতুন বছর নিয়ে অনুভূতি প্লিজ

সাহারা: ৪৮ঘন্টার ভেতরে নতুন বছরের আগমন ঘটাবোই। থ্রিজি গতিতেই ঘটাবো।



এরশাদ কে গলফ খেলতে দেখে

*মুন্নি: হাই এর্শু, গলফ খেলছো? আমাকে নেবেনা?

এরশাদ: কে তুমি? ও মুন্নি। হ্যা এসো। না থাক। আরে এসো এসো। তুমি কে? আরে খেলো খেলো। এই তুমি এখানে কিভাবে?

মুন্নি: ধুর খেলবোনা। তোমার অনুভূতি বলো নতুন বছর নিয়ে।

এরশাদ: অনুভূতি ছ্যাড়াব্যাড়া। আমি কার আমি কার আমি কার? নির্বাচনে যাবো, যাবো না। কয়েনও পাচ্ছিনা যে টস করব। কয়েন হবে একটা?



এবার মুন্নি বিরোধী দলীয় নেত্রী আর প্রধানমন্ত্রীর আলোচনা উপভোগ করছেন।

প্রধানমন্ত্রী: সই কাল তো ইংরেজী নববর্ষের প্রথম দিন। আমার বাসায় তোর দাওয়াত থাকলো। #আসিস

বিরোধীদলীয় নেত্রী: পারবো নারে :-( কাল আমার হরতাল আছে।



আরিফিন রুমি কে গান গাইতে দেখে মুন্নি তাকে বলল

*মুন্নি: এয়্যই রুমি। কি করছো? নতুন বছর নিয়ে তোমার অনুভূতি বলোনা প্লিজ।

রুমি: মুন্নি বদনাম হুয়ি ডার্লিং তেরে লিয়ে। চলো বিয়ে করি।

মুন্নি: যাহ দুষ্টূ !



[পুরোটাই ফান করে লেখা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর টা সবার ভালো যাক। শুভ নববর্ষ]

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

সুমন কর বলেছেন: ভাল লাগেনি :( :(

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

এক্স রে বলেছেন: :-( পুরো ব্যর্থতাটাই আমার্। নববর্ষের শুভেচ্ছা

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১১

নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: হা হা হা দারুন হাসলাম। ফান হিসেবেই নিলাম। নববর্ষের শুভেচ্ছা রইলো

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

এক্স রে বলেছেন: ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা রইলো :-)

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

অনিকেত রহমান বলেছেন: ভালোই উপভোগ্য ।। নববর্ষের শুভেচ্ছা ।।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

এক্স রে বলেছেন: অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা :-)

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

আমি ইপসিতা বলছি বলেছেন: তুই তো দারুন মজার :P

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

এক্স রে বলেছেন: এখানে এসে তুই তুকারি শুরু করছো? :-/ অনেকগুলা থ্যাংকু তোমাকে

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

শ্রাবণধারা বলেছেন: জটিলzzz হইছে। ব্যাফক আনন্দ ফাইলাম.....।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

এক্স রে বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সহব্লগার্। আনন্দ দিতে পেরেছি বলে আমারও ভালো লাগছে। ভালো থাকবেন :-) নববর্ষের শুভেচ্ছা :-)

৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১

জো জো বলেছেন: দারুন

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭

এক্স রে বলেছেন: ধন্যবাদ :-)

৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
নিউ ইয়ারের শুভেচ্ছা রেজা ||

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

এক্স রে বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা মুন ভাই। আপনার নামের সাথে আগেই পরিচিত। কিন্তু কিভাবে পরিচিত তা ঠিক ধরতে পারিনি আজো :-(

৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাহ দুষ্টূ !


নববর্ষের শুভেচ্ছা!!

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

এক্স রে বলেছেন: যাহ দুষ্টু :-P নববর্ষের শুভেচ্ছা :-)

৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! মজার! নববর্ষের অনেক শুভেচ্ছা রইল!

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৬

এক্স রে বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা ভাইয়া। কেমন আছেন? নববর্ষের শুভেচ্ছা :-)

১০| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

মামুন রশিদ বলেছেন: মজার হৈছে ;)

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

এক্স রে বলেছেন: আরে মামুন ভাই যে! লন ধইন্যাপাতা লন :-) অনেক ধন্যবাদ ভাইয়া :-)

১১| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

রহস্যময়ী কন্যা বলেছেন: হাই এর্শু, গলফ খেলছো? আমাকে নেবেনা??

=p~ =p~ =p~ =p~ =p~

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭

এক্স রে বলেছেন: রহস্যময়ী কন্যা বলেছেন: হাই এর্শু, গলফ খেলছো?
আমাকে নেবেনা??

এর্শু চাচা আপনাকে অবশ্যই নেবে :-P

ধন্যবাদ আপু :-)

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

শায়মা বলেছেন: হা হা কালকেই পড়েছিলাম ভাইয়া।


তবে কমেন্ট করিনি পাছে কেউ বা কারা এটাকে রাজনৈতিক পোস্ট বানাই দিয়ে তোমাকে ধরে আবার তার পিছে পিছে কমেন্টদাতা দাত্রীদেরকেও কে জানে? সেই ভয়ে :(


:P :P :P

০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০

এক্স রে বলেছেন: ওরে বাবা শায়মা আপু যে! আমি গতকালই টের পেয়েছিলাম আপনি পড়েছেন :-) আমার এখনো ভোটের বয়স হয়নি। এটাকে যদি কেউ রাজনৈতিক পোস্ট বানায় তবে তার ভোটাধিকার কেড়ে নেবো। :-P আর আমি থাকতে কারো ভয় নেই ;-) আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে :-)

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯

শায়মা বলেছেন: রহস্যময়ী কন্যা বলেছেন: হাই এর্শু, গলফ খেলছো? আমাকে নেবেনা??

=p~ =p~ =p~ =p~ =p~


এইটাই ফার্স্ট!!!!:)

০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

এক্স রে বলেছেন: ইশ এর্শু যে সবারই মনে ধরে গেল :-P আরো অনেকেই এটার কথা বলেছে :-)

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

শায়মা বলেছেন: এর্শু তো আমাদের প্রতিবেশী। কিছুদিন আগে এই এর্শুচাচুর বাড়ির আশেপাশে পুলিশ আর পুলিশে আমাদের তো বাড়ি থেকে বাইরে বের হওয়াই দায় হয়ে পড়েছিলো প্রায়।:(

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫

এক্স রে বলেছেন: এর্শু চাচা আপনার প্রতিবেশী, ব্যপার টা কিন্তু দারুন :-) । আবার এই দারুন ব্যপারের সাইড ইফেক্ট হিসেবে পুলিশের উপস্থিতি :-/

তবে আমার একটা দাবী আছে। সেটা হলো এরশাদ চাচার আদুরে নাম হিসেবে এর্শু কে স্বীকৃতি দেয়া হোক ;-)

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: হাই এর্শু,
গলফ খেলছো? আমাকে নেবেনা?? :-P এইটা আসলেই চরম

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

এক্স রে বলেছেন: হে হে থ্যাংকু :-)

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: এর্শু নাম টাও চরম হৈছে

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪০

এক্স রে বলেছেন: এটাকে অফিসিয়াল নাম করা হোক

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চলো বিয়ে করি B-))

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

এক্স রে বলেছেন: হায় হায় কি কয়! :-P আমি এখনো ১৮- :-P

অনেক ধন্যবাদ :-) :-)

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৫

আরজু পনি বলেছেন:

এরশাদ: অনুভূতি ছ্যাড়াব্যাড়া। আমি কার আমি কার আমি কার? নির্বাচনে যাবো, যাবো না। কয়েনও পাচ্ছিনা যে টস করব। কয়েন হবে একটা? =p~

মজার পোস্ট ।
শুভেচ্ছা রইল, এক্স রে ।।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

এক্স রে বলেছেন: পনি আপু অন্ততপক্ষে আপনি একটা কয়েন দিয়ে এর্শু কাকু কে হেল্প করতে পারতেন। কয়েন নাহয় শায়মা আপুই পৌছে দিত।

আপনার মন্তব্য মানে এক্সট্রা কিছু। অনেক অনেক ভালো লেগেছে আপনার মন্তব্য। ভালো থাকুন আপু। আপনার হাসিটা বেশ সুন্দর্। সবসময় আপনার মুখে যেন এই সুন্দর হাসিটাই লেগে থাকে :-)

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০

মন্জুরুল আলম বলেছেন: পোস্ট মজার হইছে>>>>

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩

এক্স রে বলেছেন: অনেকদিন পর :-) ধন্যবাদ ভাইয়া :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.