নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Unpredictableman007

আনপ্রেডিক্টেবল ম্যান

আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!

আনপ্রেডিক্টেবল ম্যান › বিস্তারিত পোস্টঃ

দেশটাকে কি তাহলে আমরা একটুও ভালবাসতে পারলাম না...?

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪

দেশটাকে কি তাহলে আমরা একটুও ভালবাসতে পারলাম না...?
নাকি আমরা সবাই এই দেশকে একটু বেশিই ভালবাসি...?
দেশটাকে নিয়ে কি আমরা একটুও ভাবছি না ?
নাকি সবাই আমরাএই দেশকে নিয়ে একটু বেশিই ভাবছি ?
প্রশ্নবোধক চিহ্নগুলো মনের ভিতর একটু-আধটু করে
থেকেই যায় !!!!!!
তবে বলি, হাতে পতাকা থাকলেই দেশকে ভালবাসা হয় না..
বছরে একদিন-দু'দিন ভালবাসা দেখালেই দেশপ্রেমিক হয় না...!!!
সত্যি কথা হল, দেশপ্রেম আসে অন্তর থেকে !!!
কোন চিহ্ন না রেখে,ঢোল-তবলা না পিটিয়ে,নিরবে, নিভৃতে,
দেশের মানুষকে ভালবাসার মধ্য দিয়ে...!
দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার মধ্য দিয়ে ..!
ইহাই বাস্তব এবং ইহাই প্রকৃত সত্য কথা !!!
তবে কথা হল দেশকে ভালবেসে দু-একদিনও যদি কিছু করি
তাহলে খারাপটা কোথায় ? বিশেষ কিছু দিনে
আমরা সবসময়ই দুইভাগে বিভক্ত হয়ে যাই কেন ???
যদি প্রোফাইল পিকে জাতীয় পতাকার ছবি থাকে,
তখন বহির্বিশ্বের লাখো-কোটি ফেসবুকাররা এই দেশ সম্পর্কে
জানতে পারবে,এতে সমস্যাটা কোথায় ?
বাঙ্গালী রাজনৈতিক ভাবে দুইভাগে বিভক্ত হলেও
জাতি-সত্ত্বায় অথবা জাতীয় ঐতিহ্যে আমরা
সবাই এক এবং অবিভক্ত, এটা প্রমান করলে দোষটা কি ?
আসলে আমরা বাঙ্গালীরাই খারাপ ! আমরা কোনওসময়েই
এক হতে পারি না ! ৭১ এ ও পারিনি এখনো পারবোনা !!!!
কিন্তু আমরা যে খারাপ তা ঢোল পিটিয়ে বলার কি দরকার !!!!!
কারো কারো ( বিশেষ ফেসবুক সেলিব্রিটি ) স্ট্যাটাস দেখলে এমনই মনে হয় !!!!!
এটা কি painful নাকি sorrowful, অবচেতন মনে বুঝতে পারি না !!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

আহমেদ জী এস বলেছেন: আনপ্রেডিক্টেবল ম্যান ,




শুদ্ধ একটি মন মেলে ধরেছেন ।

তবে আপনার সব প্রশ্নের উত্তরই আনপ্রেডিক্টেবল । যেহেতু আমরা এক হতে পারিনে সেহেতু উত্তরগুলোর ও কোনও মিল থাকবেনা ।

ভালো থাকুন ।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: @ আহমেদ জী এস ভাই আসলেই আমরা কোন ব্যাপারেই এক হতে পারি না !!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.