নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Unpredictableman007

আনপ্রেডিক্টেবল ম্যান

আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!

আনপ্রেডিক্টেবল ম্যান › বিস্তারিত পোস্টঃ

আমরা প্রবাসী ! জীবনের কোন মূল্য নেই ! নেই কান্না করার কোন লোক !!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২

আমরা প্রবাসী !
আমরা পেটের দায়ে জীবনের ঝুকি নিতেও পিছপা হইনা !
দেশের বৈদেশিক রেমিটেন্সও আসে আমাদের দ্বারাই !
আমরা বিদেশে মানবেতর জীবন যাপন করি ! কেও কোন খোজ-খবর রাখে না !
আমরা জীবনে বাচার তাগিদে সমুদ্রে নামি ,পারি দিতে চাই অসীম সমুদ্র !
কিছু না শুধু একটু কাজের আশায়, আরেকটু ভালো থাকার আশায় !!!!
আমাদের পেটে অনেক ক্ষুধা !
সেই ক্ষুধা জীবন ধারণের,কোন বিলাসিতার ক্ষুধা নয় !
পরিবারকে বাঁচাতে হবে, সবার চাহিদা পূরণ করতে হবে,পাশাপাশি দেশের অর্থনীতিকেও রাখতে হবে সচল ! তার জন্য যদি আমাদের জীবনটা চলে যায় তাহলে যাক না !!!!!
সব দায় ভার আমাদের,শুধু জীবনের মূল্য আছে ধনীদের ! আমাদের জীবনের কোন মূল্য নেই ! কারণ আমরা সংখ্যায় অনেক !
গতকাল ভূমধ্যসাগরে ৩০০ জন ইউরোপে যাবার সময় নৌকা ডুবিতে মারা যায় । তারাও আমাদেরই ভাই হয়তো স্বদেশী নয় ! তাদের জন্য কান্নার কেও নেই ! মানবতা এখন ইউরোপ আমেরিকায়,নৌকা ডুবির খবরে তাদের কিছু যায় আসে না ! তারা এই ব্যাপারে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করবে না !
সব দোষ আমাদের !
আমরা ইউরোপে যাবার চেষ্টা করি নিজে একটু ভালভাবে থাকার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য, সাথে দেশের উন্নয়নের জন্য নয় কি ???
কারণ সব দোষ আমাদের,আমরা জীবনের ঝুকি নিয়ে বিদেশে যাই কেন ???

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

বাংলার নেতা বলেছেন: .
.
.
.
.
.
.
.
.
.
.
.
প্রবাস জীবন কষ্ট অতি
পাহাড় সম ব্যাথা,
বিদেশ বিভূই জীবন যাপন
সুখ পাখি নাই যেথা!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১০

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: ধন্যবাদ ভাই !!!

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৮

নতুন বলেছেন: গতকাল ভূমধ্যসাগরে ৩০০ জন ইউরোপে যাবার সময় নৌকা ডুবিতে মারা যায় ।

এরা মারা গেছে অতি লোভে.... তারা জীবনের ঝুকি জেনেও জীবনটাকে বাজী ধরেছিলো... হেরে গেছে...

তাদের কেউই বাধ্যকরেনি... এবং তাদের এটা করা ছাড়াও অন্য কিছু করার পথ ছিলো.....

আমরা ইউরোপে যাবার চেষ্টা করি নিজে একটু ভালভাবে থাকার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য, সাথে দেশের উন্নয়নের জন্য নয় কি ???
কারণ সব দোষ আমাদের,আমরা জীবনের ঝুকি নিয়ে বিদেশে যাই কেন ??


জীবন নিয়ে আহাম্মকি করার অথ` হয়না... অন্যায় করে..চুরি করে অণ্য দেশে অবৈধ ভাবে অন্য দেশে যাওয়া কি ঠিক??

এই সব যদি ঠিক হয়... তবে যদি কেউ একটু ভালভাবে থাকার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য, সাথে দেশের উন্নয়নের জন্য বিদেশে ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলি খেয়ে মারা যায়... তার জন্য সবার কান্না কাটি করা দরকার....

জীবিকার প্রয়োজনে সবাই কস্ট করে.... কিন্তু তা করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.