নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা জীবন কল্পনা কর যেখানে কোন পিছুটান নেই, তোমার জন্যে কেউ কাঁদবেনা, তোমার জন্যে কেউ হাসবেনা।

ভিকটিম

একটা জীবন কল্পনা কর যেখানে কোন পিছুটান নেই, তোমার জন্যে কেউ কাঁদবেনা, তোমার জন্যে কেউ হাসবেনা।

ভিকটিম › বিস্তারিত পোস্টঃ

আবুল মিয়ার ব্যবসা নীতি

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০

আবুল মিয়া বিরাট ব্যবসায়ী, এড ফার্মের মালিক। তার বানানো এড দেইখা খাড়ায়ে যায় মানে গায়ের লোম খাড়ায়ে যায়। জগতের হেন কোন ব্যবসা নাই যার জন্যে এড করেননা। একদিন জিগাইলাম, ভাই আপনার এত উন্নতির রহস্য কি?

ভাই কয়, "বুঝলানা মিয়া? প্রচারেই প্রসার"।
-ভাই একটু বুঝায়া কন
আবুল মিয়া বিড়িতে সুখটান দিয়া কয়
-আরে মিয়া এডবেরাইজ, সব এডবেরাইজ
(আবুল মিয়া সব ব্যবসার বিজ্ঞাপনই আকর্ষণীয়)
-ভাই এই আইডিয়া পান কই আপনে?
-আরে এইডা পাওয়া লাগে? আশপাশে দেহো, ধর তুমি সোনো নাইলে কিরিমের এডবেরাইজ দিবা। একটা মাইয়ারে লও, হাতা ছাড়া ছুডো জামা পড়াও, দেখবা কিরিম না হইলে মাইয়ার দিক তাকাও থাকব হগলতে, এইডা প্রসার। কলমের ব্যবসা করবা, মাইয়ার হাতে কলম ধরাও, বুকে কাপড় দিবানা, এইডা প্রসার। সাবানের কারবারে মাইয়ারে বাথটাবে উদাম কইরা শোয়ায় কিছু গোলাপ ফুলের পাতা ছিডাও। চায়ের কারবারে মাইয়া লাগব। আমার অবশ্য কনডমের এডবেরাইজই সবচেয়ে হিট। হিজাবের এড দিবা? হিজাব ঢিলা হইলেও গতরের কাপড় টাইট হওন লাগব। সাইকেলের এডে মাইয়া দিয়া সাইকেল চালাও। পোলাগো শেভিং ক্রিমের বডি স্প্রের এডেও কিন্তু মাইয়া লাগব, কিরিম পোলাগো লাইগা, কিন্তু মাইয়া লাগবই। মানে মাইয়া মানেই প্রচার, আর প্রচার মানেই প্রসার। বুঝলা?

-ভাই আপনি তো জিনিস একটা। কিন্তু এত মঠেল পান কই আপনে?
-আরে ফেসবুকে ফুডু দেয় কত্ত মাইয়া, ওগোরে যায়া ধরি। আইজকাল উদাম মডেল হইতে চায়না কে? মডেল হওয়ার লাইজ্ঞা জান কুরবান মাইয়াগো।
-আসলেই ভাই।
(ইতিমধ্যে আবুল ভাইয়ের এক মঠেল আইসা পড়ছে কি কাজে)
মঠেলরে জিজ্ঞেস করলাম-
-আপনার মঠেল হওয়ার রহস্য কি? আবুল ভাইয়ের নেক নজর পাইলেন কেমনে?
মঠেল দেখি অনেক কথা কয়, আর ওদিকে আবুল ভাই আমার দিকে চাইয়া চোখ টিপ্পা হাসে।
মডেল যাবার পর আবুল ভাই কয়-
-কি মিয়া কেমন দেখলা?
-ভাই ভালইত
-আমার মত এডফার্ম খুলো তুমিও পায়া যাইবা।

এটা স্বপ্ন ছিল, সকালে উঠে ভাবলাম ভাগ্য ভাল আমি মেয়ে না! পণ্যের বাণিজ্যিকীকরণে নারীর বাণিজ্যিকীকরণের ভূমিকা কম নয়। নারীরা পণ্যদূত হতে যেয়ে আগ নিজেরাই পণ্য হয় বটে
এক ছোট ভাই আজকে ভাল কথা বলছে,

"আমাদের সমাজে তনুও আছে, সাদিয়াও আছে, তনুরা রেপড হয় আর সাদিয়ারা ফাকড হয়"।
আগামী বিশ বছরের মাঝে দেশে পর্ণব্যবসা চালু না হলে অবাক হব।

নারীকে পণ্য ভাবা, ও পণ্য বানানো বন্ধ করুন। বাংলাদেশের প্রত্যেকটা পুরুষই কোন না কোম ভাবে ধর্ষক, এ দায় আমাদের। এগিয়ে আসুন :-)

এই পোস্ট দিলাম কেন? কি করুম সকিনার মা? আমার যে গালি খাইতে ভাল লাগে।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৬

বিজন রয় বলেছেন: দারুন।
++++

২| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

রুমি৯৯ বলেছেন: ;)

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৫

ভিকটিম বলেছেন: :প

৩| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭

নুর ইসলাম রফিক বলেছেন: আমার মনে হচ্ছে আপনার হজম শক্তি খুব ভালো।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

ভিকটিম বলেছেন: কেন রফিক ভাই?

৪| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০

মহা সমন্বয় বলেছেন: আমারও মঠেল হইতে মুঞ্চায় . কিন্তু সমস্যা হইল আমি মাইয়া না বলে কেউ আমারে মঠেল হতে নেয় না। :( :-P
আপসুস কেন যে মেয়ে হইলাম না। =p~

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৩

ভিকটিম বলেছেন: এখন পোলা দিয়াও অনেক আবুল ভাইয়ের চইল্লা যায় কিন্তুক মহা সমন্বয় ভাই

৫| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

রাজু বলেছেন: অনেক মজা ফেলুম তয় ভাউ সকিনাটা কেড়া...!?? হেও কি মঠেল নাকি...??

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৯

ভিকটিম বলেছেন: হেও মঠেল হইতে চাইছিল, আবুল ভাই লয়নাইক্কা

৬| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০২

জ্যোস্নার ফুল বলেছেন: মঠেলরাই তো মঠেল হইতে ছায় আমরা কিত্তাম :(

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৫

ভিকটিম বলেছেন: হেইডাই ভাই

৭| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩১

তিক্তভাষী বলেছেন: আজ এ পোস্টটি দেখে আপনার ব্লগের আগের সবগুলো লেখা পড়ে ফেললাম। চমৎকার লেখেন আপনি! নিয়মিত লিখুন।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৭

ভিকটিম বলেছেন: ধন্যবাদ :-)

৮| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

বিপরীত বাক বলেছেন: নারী বাড়ি গাড়ি।
পুরুষকূলের জন্মের সার্থকতা তো এতেই। যখন যেটা চলে তখন সেটা চালানোই বুদ্ধিমানের কাজ।

৯| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

বিপরীত বাক বলেছেন: নারী বাড়ি গাড়ি।
পুরুষকূলের জন্মের সার্থকতা তো এতেই। যখন যেটা চলে তখন সেটা চালানোই বুদ্ধিমানের কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.