নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ভুলিনি বন্ধু

১৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৮

বুনো হাঁসের
গায়ের পেলব পাখনা
দেখে চোখ ফেরাতে পারিনি!
লাল শালুর লাল রঙে
মনে কেটে যাওয়া দাগ
এখনো জ্বলছে প্রেমিকার
লালটিপের মত।
ভোরের পাখির গানে কেটে
যাওয়া ভোরের ভোগ রেখায়
এখনো আঁকি স্মৃতির মানচিত্র।
ছেলেবেলার ঘুড়ির মত,
ছুটে চলা নাটাইসুতো,
দুরন্তপনার উত্তাল হাততালি,
দুপুরের সাদাতুলো মেঘে
ভেসে ভেসে দূর বহুদূর,
সীমানার প্রান্ত ছুঁয়ে
একে দেব সেই স্মৃতির ছবি।
বর্ষার জলের বুকে
টুপটাপ ঝরা বিন্দুর গালে
খেলে যাওয়া যত খেলা,
গ্রীষ্মের কাচাআমের মতই
মিস করি তোর সে দিনগুলি।

জানি, ফিরে যেতে পারবনা,
তবে ভুলে যেতেও দেব না।

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: কবিতায় আবেগের বহিঃপ্রকাশ ভালো লেগেছে।

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৯

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে অশেষ ধন্যবাদ। ভাল থাকুন। শুভকামনা।

২| ২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

বিজন রয় বলেছেন: আমিও অনেকের প্রথম লেখায় থাকার চেষ্টা করি।

আপনার এখানে মিস হলো কিভাবে জানিনা।
তবুও আজ স্মৃতিচিহ্ণ রেখে গেলাম।

শুভকামনা রইল।

২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগের এই লেখাটিতে মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ। আপনার মন্তব্যটি মনের মুকুরে রেখে দিলাম! শুভকামনা সহব্লগার! ভাল থাকুন নিরবধি!!

৩| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৯

শরতের ছবি বলেছেন:




ভালই তো ।তবে কাঁচা আমে কাঁচা কাঁচা ঘ্রাণ তো থাকবেই। তবে আবেগে ঠাসা ছিল ।সেই আবেগই এখন সুন্দর ,মন ভোলানো কবিতা।

২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি আপনার কাছে মন ভোলানোর মত লেগেছে জেনে আপ্লুত হলাম। এমন উদার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা সহব্লগার! শুভেচ্ছান্তে!

৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রথম পোস্ট!:)

আমার কাছে ভাল লেগেছে তাই একটা লাইক দিয়ে গেলাম!:)

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

প্রথম লেখায় প্রথম লাইক পেয়ে খুব ভাল লাগছে। কবিতাটি আপনাকে ভাল লাগাতে পেরে আনন্দিত হয়েছি। শুভকামনা জানবেন বিলি ভাই।

৫| ২৬ শে জুলাই, ২০১৮ ভোর ৫:৪৬

স্রাঞ্জি সে বলেছেন: আহা! কাঁচা আমের ঘ্রাণ।

মন ভোলানোর মত একটি কাব্য।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:



প্রথম পোষ্টের কমেন্ট সবাই মনে রাখে! অত্যন্ত যতনে মন্তব্যটি বুকে বেধে রাখলাম! কবিতার অনুভবে ও অনুপ্রাণনারর মন্তব্যে অশেষ ধন্যবাদ স্রাঞ্জি সে...


শুভকামনা সতত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.