নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

পিরামিড কাব্য-১ঃ হলুদের রাজতরু

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২



হলুদ
হলুদ জন
হলুদের মন
হলুদে ময়দান
হলুদের হাততালি
হলুদের হাটে বনমালী
হলুদে মাইক, হলুদ বাশি
হলুদ ক্যামেরা, হলদে হাসি,
হলদে পরীর পুলকিত শীৎকার
হলুদ জোকসে, হলুদের নেশা চুমি,
হলুদের জোয়ার, হলুদের প্লাবনভূমি।
হলুদের টাকা, হলুদের গাড়ি, হলুদে ঘর
হলুদের আস্তাবলে তাগড়া চাবুক, শীর্ণ কর,
ময়ূরাক্ষীর ছিন্ন পেখম,নগ্ন বদন, হলুদে আগুন।
হলদে উল্লাসে আজ এলিটার হলদে যৌবন ফাগুন।

ছবিঃ গুগল
বিঃ দ্রঃ কবিতাটি কাল্পনিক। কবিতার সাথে কোনকিছুর মিল নিজ দায়িত্বে মেলাবেন।

মন্তব্য ৮৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

অগ্নি কল্লোল বলেছেন: মনের মধ্যে হলুদের ছোয়া লাগলো।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: হলুদের দুনিয়ায় খালি ছোঁয়া!! আয়নায় দেখুন আপনিও মেখে একাকার, আমি তো সেই কবেই।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

তার আর পর নেই… বলেছেন: কবিতার ধাঁচ মজার! এত এত হলুদ …সবগুলো তো হলুদ রঙ এর হয়না

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: হয় হয়, হলুদের দুনিয়ায় সবই সম্ভব =p~

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬

আরণ্যক রাখাল বলেছেন: হলুদ!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: খালি হলুদ না কটকটে হলুদ!!! =p~

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২

ফারিহা নোভা বলেছেন: হা হা কি সুন্দর হলুদ কবিতা। :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: আরে কি মজা,
হলুদ আপনার প্রিয় রঙ নাকি! উফফফফ! হলুদ কি যে জোসসসসসস!! তাই না

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার ডেকারেশন। হলদে কবিতায় +
এই ব্লগে কবিতায় ডেকারেশন করতো এমন আরেকজন ছিলো, তার ব্লগটা দেখতে পারেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই, উনার ব্লগ দেখলাম। মিসরীয় কারবার। মাথা আউলায়ে গেছে।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

হাসান মাহবুব বলেছেন: পিরামিড কবিতা ভালো হৈছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ প্রিয় হামা ভাই। অনুপ্রাণিত হলাম।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

সাদমান রহমান বলেছেন: B:-/

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: ভাল লাগে নাই ভাই, আইচ্ছা সামনে চেষ্টা থাকবে।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: জন্ডিস আক্রান্ত কবিতা। :P +++++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০

ভ্রমরের ডানা বলেছেন: অনুপ্রানিত করে গেলেন ভাই। শুভকামনা রইল।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

সাহসী সন্তান বলেছেন: হলুদময় কাব্যে জন্ডিসের এট্যাক! ভালই লাগলো!


শুভ কামনা জানবেন!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সাহসী ভাই।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হলুদ সাংবাদিকতায় হলুদিয়া তথ্যের ভুবন
হলুদ মিডিয়ায় পূর্নতর হলুদিয়া সমর্থন
হলুদ সুশীলতায় হলুদ জনজীবন
হলুদ ভবনায় হলুদিয়া প্রসবন
হলুদ প্রশাসনে হলুদ শাসন
হলুদ প্রহসনের নির্বাচন
হলুদ ময় এখন স্বপন
হলুদ জন্ডিস জীবন
হলুদ গণতন্ত্রায়নে
হলুদ মরণ!!!

;) :):):)


০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: আমি ইহা মিন করি নাই, আমি হলদে পরীদের কথা বলেছি =p~ =p~ =p~

এসব নিয়ে ভেবে আমার মত ক্ষুদ্র প্রান কি করবে বলুন। শুভকামনা রইল।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: সিঁড়ি ধরে কয়েকবার উঠানামা করলাম। :)

বিদ্রোহী ভাইয়ের কবিতাও ভালো লাগছে। ;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: হোচট খেয়েছেন নাকি

=p~ =p~

খেয়ে থাকলে ঝান্ডু বাম লাগিয়ে নিন। কবি বলেছেন,

"তোমরা অযথা সিঁড়ি বেয়ে উঠো না ভাই,
উষ্টা খেতে অনেক ব্যাথা, ব্যাথার মলম নাই।"

B-)
শুভকামনা রাজপুত্র ভাই।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,





উঠে যাওয়া সিঁড়ি কবিতা আর নিম্নমুখি মন্তব্য ! দিশেহারা রাজপুত্র তো আবার সিঁড়ি ধরে কয়েকবার উঠানামা করলেন। বাকী রইলো কি ?
বাকী রইলো ----
হলুদিয়া বরন , সোনার পাখি /
পাখিটি ছাড়িল কে.....!!!!!!!!!!!!!
এই গানটি গাওয়া । :(

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

ভ্রমরের ডানা বলেছেন: পাখিটি ছারিল কেএএএএএএএএএএএ!!!
ও বন্ধু রে,
পাখিটি ছাড়িল কেএএএএএএএএএএএএএএএএএএএএএ

=p~

প্রিয় জী এস ভাই, অনেক মজা পেলাম আপনার কমেন্টে। শুভকামনা সতত সুপ্রিয় ব্লগার।

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হাসান মাহবুব বলেছেন: পিরামিড কবিতা ভালো হৈছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২

ভ্রমরের ডানা বলেছেন: ভাই আপনি কিছু বলবেন না =p~

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপ্নের কি গায়ে হলুদ নাকি? হলুদ কাহানী ভাল্লাগসে!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: হলুদের গায়ে আমি,
আমার গায়ে কাদা
ভালবাসার খেতে হলুদের চাষ
সবার মাথা ঠাডা।

গায়ে হলুদ অনেক পবিত্র জিনিস সাধু ভাই! বদনাম হয়ে যাবে।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: জী এস ভাই,
হলুদিয়া পাখি, সোনারই বরণ
পাখিটি ছাড়িল কে
পাখিটি ছাড়িল কে রে আমার
পাখিটি ছাড়িল কে।

কিন্তু কনফিউজড হয়ে ফিউজ যায় যায়। গান গাইতে গাইতে উঠবো নাকি উঠতে উঠতে গাইবো। মিলিয়ন ডলার কোয়েশ্চেন। :P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

ভ্রমরের ডানা বলেছেন: দিশেহারা হয়ে উঠুন।

সুর করে দিচ্ছি আমি গানটার ওকে


এ এএএ,,, বিট ইট এএএ (ডীপ থ্রোট)

হলুদিয়া প্যাক্ষী, ইয়েএএএ, সোনার বররন ( ইন দ্যা বটম অব ডীপ থ্রট)

পাক্ষীটি ছাড়িল ও ইয়েএএএএএ কে (হেভি মেটাল রকজজ)

পাখিটি ছাড়িল কে রে আমার
পাখিটি ছাড়িল কে ( সফট লাউডস্পিকার)

হিট ইট বেইইইইইইবি


ব্যাস ইউ আর এট দ্যা টপ র্চাট
=p~

অনলি রাজপুত্র ভাই ইস রিয়েল ইয়েএএএএএ

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: গাইয়াফালবাম কিন্তু। :-0

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

ভ্রমরের ডানা বলেছেন: থামাইছে কে? গায়া দেন!

বিট ইট ইয়েএএএএএএএএ

পিট বুল শকস!
রাজপুত্র ভাই রকসস!


ইয়েএএএএএ ও ও ও ও ইয়েএএএএএএএএ ( ফুল মেটাল) :P

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আরেহ কি গান আছিল আর ডানা কি বানাইলো।

ডানা মাইনাচ। ;)

বেইইইবি :) আল্লাহ গজব দিবো :P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১

ভ্রমরের ডানা বলেছেন: আপনি কবিতায় জোরসে লাইক দেন আগে :P

নাইলে এলিটার গজব আপনার জীবনে পড়বে, কইয়া দিলাম। =p~

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: হলুদের বন্যায় ভেসে গেলাম। ফাগুন এলো বুঝি?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

ভ্রমরের ডানা বলেছেন: হলুদের আগমনে ফাগুন কি না এসে পারে। ফাগুন আসার অপেক্ষায় বনান্ত বিটপীর মত আমিও আকুল।


কমেন্টে অনুপ্রাণিত করে গেলেন প্রিয় লেখক।

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার জন্য আমার বাগানের হলুদ গোলাপ!!!! :) :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

ভ্রমরের ডানা বলেছেন: ইস! কত সুন্দর ফুল!! ফুলের কোনায় লাল আভায় মনে হল এলিটার আগুনবরণ চিবুক!

একটা ফুল দিবেন আপু? এলিটাকে দেব। প্লিজ প্লিজ!!

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার নিচে সংযুক্তি দেওয়া হোউক
নবম লাইক রাজপুত্রের


;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: আমার লাইক পাইতে খুব ভাল লাগে! কবিতা ভাল লাগুক আর না লাগুক লাইক দিতে ভুলবেন না :P


এই মর্মে মর্মভেদী ঘোষনা করা যাইতেছে যে এই মাত্র আমার কবিতায় নবম লাইকার, মাউন্ট হলুদিয়া সিঁড়ি জয়ী, হলুদিয়া প্যাখী, সোনার বরন (হিট ইট) গানের কালজয়ী মরমী গায়ক, ওরফে স্বনামধন্য দিশেহারা ভাই ওরফে আলিফ লাইলা ওয়াল চিমা হুলহুল বদনে বাদামা লাভার, কুলবিল পিউর বি পিউরি ট্যানিক, মাই রিয়েল ভাই ব্রাদার অরফে রবিনহুড চুলবুলানি সাল্লু ক্যাট অ্যাস পান্ডে জি, ডিউকে অয়েলিংটন, ইয়াক্কু কুংফু পান্ডা, মুঘলে মুঘলাই আযম ইয়া নুরজাহানে গুলবদন, মমতাজের চোখের মনি, সিতারায়ে ডগমগানি, ইয়া লাইলে ওয়া মাজনুন, ইয়া জাহানে শক্তিমান, নাবাবে নূরানি, ফুরফুরা তু ফুরফুরাইন,
ডগমগাতু দিশেহারাইন, রাজপুত্র তু রাজপুত্রাইন,


দিশেহারা রাজপুত্র ভাই আমারে লাইক দিয়েছেন।

ইয়েএএএএএএএএএএএএএএএএএএএএএ

এই খুশিতে একটা হিন্দি গান মনে পড়ি গেলু


অ্যা খুশি সে খুদখুশি করলে এএএএএ


ইয়েএএএএএএএএএ =p~ =p~

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

কল্লোল পথিক বলেছেন: হলুদ আক্রান্ত কবিতায় হলুদ শুভেচ্ছা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

ভ্রমরের ডানা বলেছেন: কল্লোল ভাই শেষ কইরা দিলেন আম্রে। হলুদ শুভেচ্ছা দিলেন। আয় হায়! B-)) জীবনে এইডা পাওয়া বাকি ছিল ভাই। হলুদে ভালবাসা, এরপর আপনার হলুদ শুভেচ্ছা! শুভেচ্ছায় জণ্ডিস হয়ে গেল! =p~

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: হলুদে হলুদময় কবিতা । হলুদ পিরামিড !!! ভাল লেগেছে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন আপু। প্রশংসায় আপ্লুত হলাম!

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

মধ্য রাতের আগন্তক বলেছেন: হলুদ থেকে হিমু বাদ পড়লো কেন?!!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

ভ্রমরের ডানা বলেছেন: কারন হিমুর হলুদ নেগেটিভ নয়, এখানে সব কিছুই নেগেটিভ। হলুদ মানেই নেগেটিভ। কবি তাই বুঝাতে চেয়েছিলেন। হা হা হা! ধন্যবাদ পাঠক ভাই।

২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

ফেরদৌসা রুহী বলেছেন: সব কিছুই এখন হলুদ দেখছি।

হলুদে হলুদে সব একাকার।

ভাল লেগেছে পড়তে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

ভ্রমরের ডানা বলেছেন: ব্লগে স্বাগতম! কবিতায় ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম। শুভকামনা রইল :)

২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

রুদ্র জাহেদ বলেছেন: এতো হলুদে টইটম্বুর।ভালোই লাগল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ রুদ্র ভাই।

২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৪

মিহির মিহির বলেছেন: হলুদ খামে
হলুদ জীবন
হলুদ কবি
কষছে হলুদ অংক
ফল বেরুলো হলুদ সমকোণী ত্রিভুজ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: মিহির মিহির দেখি কবিতায়ও অংক খুঁজেন। হা হা হা। মজা পেলাম। শুভ কামনা।

২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫২

রাবেয়া রাহীম বলেছেন: হলুদ ময় হলুদ কবিতা ফাগুনের কথা মনে করিয়ে দিল।
ভাল লাগলো কবিতা ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ জানবেন।ব্লগে আপনার উপস্থিতি পেয়ে খুব খুশী লাগছে :)

২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৬

তানজির খান বলেছেন: আপনার হলুদে কবিতায় সবাই হলুদের পিড়িতে বসুক,ঘুছে যাক সবার একাকীত্ব। শুভকামনা রইল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

ভ্রমরের ডানা বলেছেন: ভাই কবিতায় বুঝাইছি কে আর সবাই বুঝছে কি! হায়রে এক দুজন ছাড়া কবিতার কথা কেউ বুঝল না ভাই। বিশ্বাস করেন আমি প্রেম বিরহ নিয়ে এই কবিতা লেখিনাই। ফাগুন মাস নিয়েও না। এটা একটা রুপক ছিল ভাই।


আমারই ব্যর্থতা :((

২৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

জুন বলেছেন: জন্ডিস কবিতায় অনেক ভালোলাগা ভ্রমরের ডানা ।

এই পিরামিড স্টাইলে আমি একদা বেশ অনেক মন্তব্য করেছি :)
+

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: আপু অনেক ধন্যবাদ। আপনার উপস্থিতি অনুপ্রেরণাদায়ক। কবিতায় ভাল লেগেছে জেনে এই অধম ধন্য হল।

৩০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

মনিরা সুলতানা বলেছেন: বসন্তের রঙ
ফাগুন লেগেছে মনে মনে.....
কবিতা কবিতার মতই লাগছে :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ আপু, কবিতায় আপনার মন্তব্য পেয়ে আপ্লুত হলাম। সামনে আরো কিছু লেখার অনুপ্রেরণা পেলাম।

৩১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

পুলহ বলেছেন: নেগেটিভ হলুদের কবিতা অন্যরকম, গঠনটা বেশ মজার!
শুভকামনা জানবেন ভ্রমরের ডানা ভাই :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ পুলহ ভাই, আপনি বিষয়টি ধরতে পেড়েছেন।

কবিতাটি সমসাময়িক অর্থনীতির দামামাকে ব্যংগ করে লেখা। অভাবী ময়ুরাক্ষীদের দুর্দশা আর এলিটাদের গাড়িবাড়ি আভিজাত্যে বর্তমান অনুভবহীন অর্থলোলুপ সমাজের যে হলুদিয়া ( নিন্দার্থে) কর্মকাণ্ড তাকেই তুলে ধরেছি। যাই হোক আপনি সেটা কিছুটা হলেও বুঝে নিয়েছেন।

পাঠে ও কমেন্টে অশেষ শুভকামনা।

৩২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

কামরুন নাহার বীথি বলেছেন: লেখক বলেছেন: একটা ফুল দিবেন আপু? এলিটাকে দেব। প্লিজ প্লিজ!!

হলুদ গোলাপ যে ওই একটাই ছিল, আপনাকে দিয়ে দিয়েছি!! তাহলে --------????? :(

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

ভ্রমরের ডানা বলেছেন: ওতেই চলবে আপু তাহলে। আপনার গুলবাগিচা ফুলে ফুলে ভরে উঠুক!

সেই কামনা রইল আপু! এত সুন্দর একটি ফুল উপহার পেয়ে ধন্য হলাম।

৩৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭

উল্টা দূরবীন বলেছেন: হলুদ কবিতা সোন্দর হৈছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: ব্লগ বাটিতে আপনাকে ভ্রমরের উষ্ণ অভ্যর্থনা।

৩৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

সুমন কর বলেছেন: হলুদের কবিতা চমৎকার হয়েছে। !:#P
+।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন সুমন ভাই :)

৩৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

আবু শাকিল বলেছেন: আমারে ১০ টাকার হলুদ দ্যান =p~

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

ভ্রমরের ডানা বলেছেন:


নেন ভাই, পাউডার ও শুটকো হলদি দুটোই দিলুম।

৩৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

আবু শাকিল বলেছেন: বাহ ।আপনি দেখি চাইলেই হ্লুদ দিয়া দেন।আমি ত আপ্নেরেই খোজতাছি-
গত বছর পহেলা ফাল্গুনে হেতি পছন্দ হইছিল -


০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

ভ্রমরের ডানা বলেছেন: হলদে পরী! অতঃপর কি কিছু হয়েছিল! ইয়ে মানে ইয়ে ইয়ে :P

বুঝছেন তো!

=p~

৩৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭

মিঠু জাকীর বলেছেন: রঙ যেন উপচে পড়ছে ! অনেক ভাল লেগেছে। প্রিয়তে নিলাম ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ মিঠুভাই, প্রিয়তে নিয়েছেন জেনে খুশি হলাম।

রঙ উপচে তো পড়ছেই, সাথে আরো অনেক কিছুই উপচে পড়ছে। হা হা হা। সবই রাজেস্বরীর ইশারায়।

৩৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০

মিঠু জাকীর বলেছেন: ওহ ! আরেকটি কথা - "কবিতাটি কাল্পনিক" ! মানে কি ?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

ভ্রমরের ডানা বলেছেন: এই কবিতাটি কল্পনা প্রসূত এই আর কি! এর বেশী কিছু নয় মিঠু জাকীর ভাই।

৩৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

প্রামানিক বলেছেন: অসাধারণ হলুদ কাব্য অলঙ্কার। মেধা মগজ খাটানো অনেক পর্শ্রিমের কাজ। ধন্যবাদ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

ভ্রমরের ডানা বলেছেন: প্রামাণিক ভাই,
এত সুন্দর করে কমেন্ট করার জন্য অশেষ কৃতজ্ঞতা। উৎসাহীত করার জন্য প্রীত হলাম। অনেক ভাল থাকুন। সেই কামনা রইল।

৪০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

বিজন রয় বলেছেন: হলুদ ++।
দারুন স্টাইলস
!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: আপ্লুত হলাম বিজন ভাই,

বাকি ছিল হলুদ প্লাস। সেটাও পেয়েছি দেখলাম =p~

শুভকামনা রইল!

৪১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

গেম চেঞ্জার বলেছেন: কথায় আছে না পয়সা থাকলে মাইনশে কত কিছু করে। তেমন আর কি। মাথায় মগজ থাকলে মাইনশে কত কিছু করে!?
হাঃ হাঃ হাঃ

সমকোণী ত্রিভুজের কোবতে ভাল্লাগলো। :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: গেমু ভাই, কবিতা কোবায়ে মজা নিলেন জানে খুব খুশী হলাম। আপনার ভৌতিক সিরিজ কোবানো বাকি আছে। কাইলকা কোবামু বলে ঠিক করছি :D রাতে ভুতের ভয় :P

৪২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২১

ভ্রমরের ডানা বলেছেন: এটা কি আপনার লিংক ভাই!

৪৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:১৯

অতঃপর হৃদয় বলেছেন: হলুদ মন্তব্য !!!!!!!!!!!!!!!!!!!!

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৫

ভ্রমরের ডানা বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.